রাজ্য

বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি, বাড়বে তাপমাত্রা? কী জানাল আবহাওয়া দপ্তর?

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: উত্তুরে হাওয়ার ঝোড়ো ব্যাটিংয়ের জেরে জাঁকিয়ে শীত পড়েছে পশ্চিমবঙ্গে। দক্ষিণ ও উত্তর দুই বঙ্গই কাঁপছে ঠান্ডায়। গতকাল, রবিবার দক্ষিণবঙ্গ জুড়ে কনকনে শীতের তীব্রতা আরও বেড়েছে। কলকাতায় এদিন ছিল মরশুমের এখনও পর্যন্ত  শীতলতম দিন (১২.৫ ডিগ্রি সেলসিয়াস)। দক্ষিণবঙ্গের সমতল এলাকা পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা (৫.৯ ডিগ্রি) এদিন দার্জিলিংয়ের (৫.৬ ডিগ্রি) কাছাকাছি পৌঁছে যায়।
তবে দক্ষিণবঙ্গ জুড়ে গত কয়েকদিন ধরে যে কনকনে শীত চলছিল তার তীব্রতা আপাতত কমতে চলেছে। তাপমাত্রা আপাতত আরও নামবে  না। আজ, সোমবার থেকে কোথাও শৈত্যপ্রবাহের সতকর্তা নেই। আজ অল্প তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। তারপর তাপমাত্রা আরও বাড়বে। তবে শীতের আমেজ বজায় থাকবে। কলকাতায় এই দফায় আগামী কয়েকদিনে তাপমাত্রা বাড়লেও সর্বনিম্ন তাপমাত্রা ১৫ থেকে ১৬ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে বলে আশা করছেন আবহাওয়াবিদরা। বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরি হচ্ছে। এই নিম্নচাপটিও তামিলনাড়ু উপকূলের দিকে গেলেও রাজ্যের উপর বায়ুপ্রবাহের গতিপ্রকৃতি পরিবর্তন হবে। পুবালি বাতাস কিছুটা ঢুকবে। অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝার জন্য উত্তুরে হাওয়ার সক্রিয়তা কমবে। আগামী ৪ -৫ দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। পশ্চিম হিমালয়ের উপর যে ঝঞ্ঝাটি আসছে সেটি সরে গেলে ফের উত্তুরে হাওয়া সক্রিয় হয়ে তাপমাত্রা কমাবে। 
আজ, সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। যা স্বাভাবিকের থেকে ২.৫ ডিগ্রি কম। গতকাল, রবিবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩.০ ডিগ্রি কম। আজ, সোমবার শহরের আকাশ মূলত পরিষ্কার থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত ২৪ ঘণ্টায় শহরে কোথাও বৃষ্টিপাত হয়নি।
3d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অর্থকর্মের ক্ষেত্রে প্রগতি বজায় থাকবে। মরশুমি দ্রব্যের ব্যবসায় লাভ বাড়বে। শরীর-স্বাস্থ্য এক প্রকার থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.০৯ টাকা৮৫.৮৩ টাকা
পাউন্ড১০৬.০৫ টাকা১০৯.৭৯ টাকা
ইউরো৮৭.৫৬ টাকা৯০.৯২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা