রাজ্য

কালীঘাটের কাকুর আগাম জামিনের আবেদন খারিজ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় সুজয়কৃষ্ণ ভদ্র তথা কালীঘাটের কাকুর আগাম জামিনের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। সোমবার তাঁর এই আবেদন খারিজ করে দেয় বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চ। 
ইডির মামলায় ইতিমধ্যেই জামিন পেয়েছেন কালীঘাটের কাকু। এরপর সিবিআই তাঁকে গ্রেপ্তার করতে পারে, এই আশঙ্কায় আগাম জামিনের আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। সেই মামলার শুনানিতে এদিন সুজয়কৃষ্ণের আইনজীবীকে বিচারপতি বাগচী জানিয়ে দেন, ‘যেহেতু প্রোডাকশন ওয়ারেন্ট জারি হয়েছে, তাই আমাদের মতে সুজয়কৃষ্ণকে সিবিআই গ্রেপ্তার করেছে। যেহেতু গ্রেপ্তারের পর আদালতে পেশ করা সম্ভব হয়নি, তাই ওই গ্রেপ্তারি বৈধ কি না, তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। কিন্তু এই পরিস্থিতিতে আগাম জামিনের আবেদন বৈধ নয়।’ 
এদিকে, সিবিআইয়ের মামলায় আগে অসুস্থতার কারণে নিম্ন আদালতে অনুপস্থিত থাকলেও ইডির মামলায় ভার্চুয়ালি হাজিরা দিলেন সুজয়কৃষ্ণ। নিজের শারীরিক সমস্যার সম্পর্কে তিনি আদালতে জানান, তাঁর বুক ধড়ফড় করে। পা কাঁপে। ঠিক ভাবে হাঁটতে পারেন না। অস্ত্রোপচারের পর থেকেই এই সমস্যা বলে জানান তিনি। মাঝে ডায়েরিয়া হয়েছিল। তবে শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলেও তিনি আদালতে জানিয়েছেন। বিচারক মৌখিকভাবে তাঁকে জানান, ইডির মামলায় চার্জ গঠনের দিন যে কোনও শর্তে তাঁকে আদালতে আসতে হবে। 
অন্যদিকে, সুপ্রিম কোর্টের নির্দেশের পর নিয়োগ দুর্নীতি সংক্রান্ত ইডির মামলায় চার্জ গঠনের জোর তৎপরতা শুরু হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইডিকে সমস্ত নথিপত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক। সোমবার বিচারভবনের তরফে আগামী বুধবারের মধ্যে সাক্ষী তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে ইডিকে। মৌখিক পর্যবেক্ষণে আদালত জানিয়েছে, প্রায় প্রতিদিন বিচার প্রক্রিয়া চলতে পারে। ৫ নম্বর অতিরিক্ত চার্জশিটে যাঁরা অভিযুক্ত হিসেবে রয়েছেন, তাঁদের বিরুদ্ধে নোটিস এবং নথি দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক।
1d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অর্থকর্মের ক্ষেত্রে প্রগতি বজায় থাকবে। মরশুমি দ্রব্যের ব্যবসায় লাভ বাড়বে। শরীর-স্বাস্থ্য এক প্রকার থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.০৯ টাকা৮৫.৮৩ টাকা
পাউন্ড১০৬.০৫ টাকা১০৯.৭৯ টাকা
ইউরো৮৭.৫৬ টাকা৯০.৯২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা