রাজ্য

বাংলাদেশ পরিস্থিতি: গঙ্গাসাগরে বাড়তি নজরদারির নির্দেশ মমতার

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার গঙ্গাসাগর মেলায় নজরদারি আরও জোরদার করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার তিনি বলেন, ‘আমি কারণটা বলছি না। কিন্তু সকলেই বুঝতে পারছেন, এবারের পরিস্থিতি বেশ ভালনারেবল। তাই নীরবে নজরদারি বাড়াতে হবে। নেভি, কোস্ট গার্ড, আইবি, পুলিসকে সমন্বয়ে রেখে নজরদারি চালাতে হবে, যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে।’ তিনি বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কথা মুখে না আনলেও সেই কারণেই যে আগাম এই সতর্কবার্তা, বুঝিয়ে দিয়েছেন ঠারেঠোরে। 
মঙ্গলবার নবান্ন সভাঘরে গঙ্গাসাগর মেলা নিয়ে পর্যালোচনা বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি জানান, এবার প্রায় ১২ হাজার পুলিস নিযুক্ত করা হচ্ছে। ওয়াচ টাওয়ারের সংখ্যা বাড়ানোর পাশাপাশি সেগুলির উচ্চতাও বাড়াতে হবে, যাতে অনেকটা এলাকাজুড়ে নজরদারি চালানো যায়। শুধু তাই নয়, তাঁর নির্দেশ না পাওয়া পর্যন্ত কোনওভাবে পুলিস তুলে নেওয়া যাবে না বলেও সাফ জানিয়ে দিয়েছেন তিনি।  পুণ্যার্থীদের সুরক্ষার কথা মাথায় রেখে ইসরোর সাহায্যে স্যাটেলাইটের মাধ্যমে বাস থেকে শুরু করে ভেসেলের উপর নজরদারি চালানো হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে তিনি ৬ ও ৭ জানুয়ারি গঙ্গাসাগর যাবেন। ৮ তারিখ কলকাতায় ফিরে পরের দিন বাবুঘাটে পুণ্যার্থীদের সঙ্গে দেখা করবেন তিনি। কোন মন্ত্রী, জনপ্রতিনিধি এবং আধিকারিক কোন এলাকার দায়িত্বে থাকবেন, এদিনের বৈঠকে  তাও ঠিক করে দেন মমতা। সেই মতো বাবুঘাটে থাকবেন অতীন ঘোষ, দেবাশিস কুমার। লট এইটে ফিরহাদ হাকিম, মন্টুরাম পাখিরা, দিলীপ মণ্ডল, যোগরঞ্জন হালদার, কচুবেড়িয়ায় সুজিত বসু, মানস ভুঁইয়া, মণীশ গুপ্ত, গিয়াসউদ্দিন মোল্লা দায়িত্বে থাকবেন। আর গঙ্গাসাগরে থাকবেন অরূপ বিশ্বাস, পুলক রায়, বঙ্কিম হাজরা, স্নেহাশিস চক্রবর্তী এবং শুভাশিস চক্রবর্তী। কলকাতায় থাকবেন চন্দ্রিমা ভট্টাচার্য, জাভেদ খান।
23h 23m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অর্থকর্মের ক্ষেত্রে প্রগতি বজায় থাকবে। মরশুমি দ্রব্যের ব্যবসায় লাভ বাড়বে। শরীর-স্বাস্থ্য এক প্রকার থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.০৯ টাকা৮৫.৮৩ টাকা
পাউন্ড১০৬.০৫ টাকা১০৯.৭৯ টাকা
ইউরো৮৭.৫৬ টাকা৯০.৯২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা