সন্তানের বিদ্যাশিক্ষায় নজর দেওয়া প্রয়োজন। অতিরিক্ত পরিশ্রমে শরীরে অবনতি। নানাভাবে অর্থ অপচয়। কর্মপরিবর্তনের সম্ভাবনা বৃদ্ধি।প্রতিকার: ... বিশদ
সোমবার ৬৭তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়। সেখানে সেরা হিন্দি ছবি হিসেবে বেছে নেওয়া হয় সুশান্ত সিং রাজপুত ও শ্রদ্ধা কাপুর অভিনীত ‘ছিছোরে’কে। জাতীয় মঞ্চে এই ছবি স্বীকৃতি পাওয়ায় খুশি প্রয়াত অভিনেতার ভক্তকুল। একইভাবে খুশি তাঁর দিদি শ্বেতাও। কিন্তু সুশান্তের না থাকাটা কোথায় যেন এই আনন্দে তাল কেটে দিচ্ছে। যেমন এই ছবির পরিচালক নীতেশ তিওয়ারি বললেন, ‘এই ছবিতে যাকে যা কাজ দেওয়া হয়েছিল, সবাই তা ঠিকঠাক পালন করেছিলেন। ছিছোরের এই জয়ে যেমন আনন্দ পাচ্ছি, তেমনই একটা দুঃখও রয়েছে। এই আনন্দটা ভাগ করে নেওয়ার জন্য সুশান্ত যে আর আমাদের মধ্যে নেই।’
অন্যদিকে, প্রয়াত এই অভিনেতার স্মৃতিতে অস্ট্রেলিয়ার একটি পার্কে গত নভেম্বরে তৈরি হয়েছে পথচারীদের বসার বেঞ্চ। সেই বেঞ্চের ছবিতে লেখা রয়েছে ‘সুশান্তস পয়েন্ট’। সেই ছবি শ্বেতা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, ‘ও বেঁচে থাকবে...ওর নাম বেঁচে থাকবে। একটি শুদ্ধ আত্মার এইরকমই ব্যাপ্তি। তুমি ঈশ্বরের পুত্র।’