সন্তানের বিদ্যাশিক্ষায় নজর দেওয়া প্রয়োজন। অতিরিক্ত পরিশ্রমে শরীরে অবনতি। নানাভাবে অর্থ অপচয়। কর্মপরিবর্তনের সম্ভাবনা বৃদ্ধি।প্রতিকার: ... বিশদ
যা দেখা যাচ্ছে, সেই নিয়েই কথা বলা যাক। নুসরত সোমবার একটি ইনস্টাগ্রাম স্টোরি দিয়েছিলেন। লেখা ছিল, ‘আমি এখনও ভালোবাসায় বিশ্বাস করি। শুধু কঠিন সময় মানুষের উপর বিশ্বাস করতে অসুবিধা হয়।’ তার ঠিক একদিন আগে নিখিল একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছিলেন, ‘অনেক জিনিস ধসে যায় আবার মাথা তুলে দাঁড়াবে বলে।’ আবার মঙ্গলবার নুসরত ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, ‘তোমার মন যে কথাটা জানে, সেই কথা মেনে নিতে তোমার হৃদয় যদি সময় নেয় তাহলে ঠিক আছে। কিন্তু এটাকেই চিরকালীন করে ফেলো না।’ এই কথাগুলো পরপর রাখলে একটা কথোপকথন মনে হচ্ছে না? বরফ গলার সময় বোধ হয় এভাবেই ইঙ্গিতপূর্ণ পোস্ট করা হয়। কিংবা হতে পারে পুরোটাই কাকতালীয়।