Bartaman Patrika
বিনোদন
 
 

 

ফেস্টিভ্যালের ডায়েরি

কিফ : আ জার্নি অফ টোয়েন্টি ফাইভ ইয়ারস
যৌবনের যা যা ধর্ম, লক্ষণ ও বৈশিষ্ট্য তার সব ক’টি নিয়ে বাঙালি মননে আরও এক পার্বণের পঞ্চ পল্লব পেতে আনন্দযজ্ঞের ঘট সাজিয়েছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ২৫ বছরের ভরা যৌবন নিয়ে চলচ্চিত্র উৎসব ধারে-ভারে, বৈচিত্রে-বৈভবে, প্রাণে-পূর্ণতায়, আনন্দে-আবেগে, আহ্বানে-আলিঙ্গনে আজ সত্যিই আন্তর্জাতিক। ২০১১-তে রাজ্যে রাজনৈতিক পট পরিবর্তনের পর সিনে-উৎসবের উপাচারে যে সর্বজনীনতার সোনার কাঠি সাবেক প্রতিমায় প্রাণ প্রতিষ্ঠা পেয়েছিল, ২৫ শে পা দিয়ে সেই উৎসব এখন উপমহাদেশের উদাহরণ— মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তাঁর সমমনস্ক সৈন্যবাহিনীর কুচকাওয়াজের দৌলতে। কলকাতা চলচ্চিত্র উৎসব শুরু হয়েছিল ১৯৯৫ সালের নভেম্বরের দোরগোড়ায়। তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর অভিভাবকত্বে, বরেণ্য পরিচালক মৃণাল সেনের হাতে। শুরুর সেই দিনগুলোও কম আলোকিত ছিল না। কিন্তু সেই আলো সীমাবদ্ধ ছিল সিনে-সমাজের একটি নির্দিষ্ট গণ্ডি ও শাখার মধ্যে। এই নিয়ে অনুযোগও ছিল আম নগরবাসীর। আপামর নগর তথা রাজ্যবাসী চলচ্চিত্র উৎসবের সলতেতে অগ্নিস্পর্শ ঘটতে দেখল সেলুলয়েড শাহেনশা অমিতাভ বচ্চনের হাতে, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মতো বিস্তৃত পরিসরে, উন্মুক্ত প্রবেশাধিকারে ১৮তম চলচ্চিত্র উৎসবে, ২০১২ সালে। বাদশা শাহরুখকে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই স্বপ্নপূরণের সাক্ষ্য বহন করছে ‘কিফ : আ জার্নি অফ টোয়েন্টি ফাইভ ইয়ারস’। একটি উৎসবের ধাপে ধাপে আন্তর্জাতিক হয়ে ওঠার ঐতিহ্যবাহী ইতিবৃত্ত। তথ্য ও চিত্রে সাজানো মনন ঋদ্ধ এক অনবদ্য প্রদর্শনী। গগনেন্দ্র প্রদর্শশালায়। সন্দেহাতীতভাবে প্রদর্শনীটি ২৫ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এক উজ্জ্বল আকর। এক পরিক্রমায় ২৪ বছর। তাও আবার এক কক্ষের চৌহদ্দিতে। সরকার ও উৎসব কমিটির প্রয়াসকে কুর্ণিশ করে উপচে পড়া আগ্রহী ও অনুসন্ধিৎসু জনতা পরিতৃপ্ত মুগ্ধতায় পা ফেলছেন স্মৃতি-বিস্মৃতির ওই বিচিত্র পথে। সেই ফ্রেমগুলিকে চিরকালের মণিকোঠায় তুলে রাখতে সক্রিয় সেলফি-স্যাভিরাও। কারণ, ছবি ও ইতিহাস, কোনওটাই যে মিথ্যে বলে না।

অধ্যাপক ও সম্পাদক
সিনেমার সঙ্গে জড়িয়ে থাকা সেই স্কুলবেলা থেকে। সেই অভ্যাসকে উস্কে দিয়েছিল শহরের সিনে উৎসব। গোদার, ত্রুফো, বার্তোলুচি, তারকভস্কিদের সঙ্গে চলাফেরা করতে করতেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্যের অধ্যাপকের দায়িত্বে আসীন হওয়া। স্বর্ণপদক জয়ী কৃতী ছাত্র অভীক মজুমদার পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাস কমিটির চেয়ারম্যানও। সাহিত্যের অঙ্গনে তাঁর পরিচিতি আবার কবি হিসেবে। এতকিছুর মধ্যে বিশ্ব সিনেমার সাত সমুদ্দুর পরিক্রমা তাঁর থামেনি। এতদিন তিনি গিয়ে দাঁড়িয়েছেন সিনে-সৈকতে। অবলীলায় কুড়িয়ে বেড়িয়েছেন সিনেমার মণিমুক্ত। এবার সেই সোনালি সরণি যেন পরীক্ষা নিতে চায় অভীকের। শুরুর দিন থেকেই সিনে-আগ্রহী, গবেষক, ছাত্রদের কাছে অসম্ভব জনপ্রিয় ‘ফেল্টিভ্যাল বুলেটিন’। ২৫তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বুলেটিনের বাংলা সংষ্করণ ‘ফেস্টিভাল ডয়েরি’র দায়িত্বে এবার অভীক। এর আগে খবরের কাগজে ‘কিছু কাজকর্ম’ করেছেন তিনি। সেই অভিজ্ঞতা ও আত্মবিশ্বাসে ভর করেই ঋত্বিক, উৎসব, সুদেব, ময়ূরাক্ষী, দেবরাজ, মাল্যবান, অরুন্ধতী, শুভজিৎ, অঙ্কনা, অরিজিৎদের নিয়ে উৎসবের আপডেট দিয়ে চলেছেন এখনও পর্যন্ত নির্ভুল পেশাদরিত্বে। মধ্যরাতে ‘কাগজ তৈরির’ উত্তেজনা এবং পরদিন সঠিক সময়ে সেটিকে পাঠকের হাতে তুলে দিতে পারার তৃপ্তি দুটোই তারিয়ে উপভোগ করছেন সম্পাদক অভীক। তাঁর লক্ষ্য, বুলেটিনে ছবির সঙ্গে তথ্যের ভারসাম্য বজায় রাখা। সেইসঙ্গে উৎসবে নির্বাচিত নানা ধরনের সিনেমা, বিশেষ করে প্রান্তিক সিনেমা, এমনকি তথ্যচিত্রের ‘খবর’ও তুলে ধরা। সেই প্রয়াসকে সফল করতেই টানা দশ দিন বিনিদ্র দিন ও রাত যাপনের অঙ্গীকার নিয়েছে টিম অভীক।

পাগলা ছেলে
থিয়েটার জগতের মানুষ স্বাতীলেখা সেনগুপ্তর ‘পাগলা ছেলেদের সঙ্গেই’ কাজ করতে বেশি ভালো লাগে। ২৫তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যান রাজ চক্রবর্তী স্বাতীলেখাদেবীর ভাষায় তেমনই এক ‘পাগলা ছেলে’। সম্প্রতি রাজের পরিচালনায় ‘ধর্মযুদ্ধ’ ছবিতে অভিনয় করেছেন সত্যজিতের ‘বিমলা’। একতারা মঞ্চে মঙ্গলবার বিকেলে উৎসব কর্তৃপক্ষ তথা রাজ্য সরকার সেইসব কিংবদন্তি মঞ্চ অভিনেতাদের সংবর্ধনা দিল, যাঁরা সমানভাবে সিনেমাতেও সফল। সংবর্ধিত স্বাতীলেখাদেবী ‘ধর্মযুদ্ধ’ ছবির শ্যুটিংয়ের স্মৃতি উস্কে দিয়ে পরিচালক রাজের ‘পাগলামির’ উদাহরণ দেন। বলেন, ‘রাত সাড়ে তিনটে। গ্রামের সেট। গোটা গ্রামে দাউ দাউ করে আগুন জ্বলছে। তার মধ্যে আমি একটা হাতে মশাল আর অন্য হাতে একটা লাঠি নিয়ে দৌড়ে বেড়াচ্ছি। এই বয়সে ঈশ্বর কোথা থেকে যে আমাকে শক্তি দিলেন জানি না। তবে ওই অভিনয়টুকু করতে পেরেছি এই পাগলা ছেলেটার জন্য। রাজ সত্যিই একটা সিনেমা পাগল ছেলে। ওর কাছে আমি চিরকৃতজ্ঞ রইলাম।’ ভাষা হারিয়ে ফেলা রাজ তখন কিংকর্তব্যবিমূঢ়। মঞ্চে মাথা নিচু করে মাতৃসম স্বাতীলেখাদেবীর সামনে দাঁড়িয়ে।

মায়েরটা আমি, বাবারটা তুমি
মঙ্গলবার বিকেলে একতারা মঞ্চে রাজ্য সরকার তথা চলচ্চিত্র উৎসব কমিটির তরফে মঞ্চ ও সিনেমায় সমান সফল কিংবদন্তি অভিনেতাদের সংবর্ধনা অনুষ্ঠান চলছে। শুরুতে বর্ষীয়ান অভিনেত্রী স্বাতীলেখা সেনগুপ্তর পরিচয় দিয়েছেন অন্যতম অনুষ্ঠান সঞ্চালক পরমব্রত চট্টোপাধ্যায়। অনুষ্ঠান মাঝপথে। এবার অশীতিপর অভিনেতা রুদ্রপ্রসাদ সেনগুপ্তকে সংবর্ধনা দেওয়ার পালা। অপর সঞ্চালক সোহিনী সেনগুপ্ত মাইকটা এগিয়ে দিতে যাচ্ছিলেন ফের পরমব্রতর দিকেই। পরমব্রত হাসি মুখে তা প্রত্যাখ্যান করে সোহিনীর উদ্দেশ্যে বললেন, ‘না... মায়েরটা আমি বলেছি, বাবারটা তুমিই বলবে।’ পরমব্রতর বাচনভঙ্গিতে হেসে উঠলেন সকলে। অগত্যা সোহিনী বলতে শুরু করলেন বাবা রুদ্রপ্রসাদ সেনগুপ্তকে নিয়ে।
সংকলক: প্রিয়ব্রত দত্ত , ছবি: ভাস্কর মুখোপাধ্যায়      
14th  November, 2019
স্মারকে বারান্দায় রোদ্দুর 

হেলসিঙ্কি হোক বা হলদিয়া, এখনও বাংলা ব্যান্ড নিয়ে আলোচনায় একটি গানের প্রসঙ্গ ওঠা অবশ্যম্ভাবী। ‘ভূমি’-র ‘বারান্দায় রোদ্দুর’। নিঃসন্দেহে বাংলা ব্যান্ডের গানগুলির মধ্যে অন্যতম জনপ্রিয় এই গান এ বছর পা দিল ২০ বছরে। সেই উপলক্ষে বেশ কিছু স্মারক আনতে চলেছে ‘সুরজিৎ ও বন্ধুরা’। থাকছে টি-শার্ট, কফি মগ, কোস্টার ও নোটবুক। 
বিশদ

বাদশাই এবার রীতেশের পরিত্রাতা 

রীতেশকে অভিনয়ের পাঠ দিলেন বলিউডের বাদশা। আজ মুক্তি পেতে চলেছে মিলাপ জাভেরি পরিচালিত ‘মারজাওয়াঁ’ ছবিটি। তাতেই বামন চরিত্রে অভিনয় করছেন তিনি। দর্শকরা সাধারণত রীতেশকে হালকা চালের কমিক চরিত্রে দেখতেই অভ্যস্ত। ফলে খুব বিপরীতধর্মী এই চরিত্রটিকে ঘিরে উন্মাদনা তৈরি হয়েছে দর্শক মহলে। 
বিশদ

অক্ষয়ের স্ত্রী নন করিনা! 

দীর্ঘ ১২ বছর পর আবার অক্ষয়কুমার আর করিনা কাপুর খান একসঙ্গে পর্দায় আসতে চলেছেন করণ জোহরের হাত ধরে এই খবরটা আগেই ছিল। ছবির নাম ‘গুড নিউজ’। শোনা গিয়েছিল, দুই দম্পতিকে কেন্দ্র করে এগবে ছবির গল্প যারা সারোগ্যাসি এবং আইভিএফ ট্রিটমেন্টের সাহায্যে সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন।  
বিশদ

ডাবল ধাক্কা সুশান্তর!  

দুই অসুস্থ মানুষের প্রেমের গল্প নিয়ে হলিউড ফ্লিক ‘দ্য ফল্ট ইন আওয়ার স্টারস’ অবলম্বনে তৈরি ‘দিল বেচারা’ ছবিটি শেষপর্যন্ত মনে হচ্ছে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে না। সুশান্ত সিং রাজপুত অভিনীত এই ছবিটি মনে হচ্ছে ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পাবে। সুশান্তের কেরিয়ারে এইরকম দৃষ্টান্ত নতুন নয়। 
বিশদ

ফেস্টিভ্যালের ডায়েরি 

উৎসবের নবমী। আছড়ে পড়ছে ভিড়। বৃহস্পতিবারও দুপুর গড়াতে না গড়াতেই জমজমাট নন্দন চত্বর। চলছে দেদার সিনেমা ভোজ। তার ফাঁকে ভূরি ভোজও। চত্বরের চাতাল নানাবিধ খাবারের গন্ধে ম ম। সিনেমা ও রসনার এহেন যুগলবন্দিতে নিপুণ সঙ্গত করে চলেছে ফিল্ম ক্লাবগুলি।  
বিশদ

14th  November, 2019
কৃতীর নতুন 

হাউজফুল ৪ ছবিতে প্রশংসিত হয়েছিল কৃতী শ্যাননের অভিনয়। এবার অভিনেত্রী নতুন ছবিতে হাত দিতে চলেছেন। এখানেও অবশ্য কৃতীর কো-স্টার অক্ষয়কুমার। ‘বচ্চন পাণ্ডে’ ছবিতে খিলাড়ি কুমারের বিপরীতে রয়েছেন কৃতী।  
বিশদ

14th  November, 2019
পরিবেশ রক্ষায় ভূমি 

মাসখানেক আগে মহাবলীপুরমের সমুদ্র সৈকতে প্লাস্টিক বর্জ্য পরিষ্কার করতে দেখা গিয়েছিল খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। এবার সমুদ্র সৈকত আবর্জনা মুক্ত করতে এগিয়ে এলেন বলিউড তারকা ভূমি পেডনেকর।
বিশদ

14th  November, 2019
দীপ-বীরের বর্ষপূর্তি 

তিরুপতি, ১৪ নভেম্বর: আজ, বৃহস্পতিবার দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের প্রথম বিবাহবার্ষিকী। বলিউডের অন্যতম চর্চিত জুটি প্রথম বিবাহবার্ষিকী পালন করলেন তিরুপতির তিরুমালা মন্দিরে। কার্যত কনের সাজে দেখা গিয়েছে দীপিকাকে। রক্তরঙা কাঞ্জিভরম, ভারী গয়না, সিঁদুর পরিহিতা স্ত্রীর পাশে রণবীর সেজেছেন কুর্তা-পাজামায়।
বিশদ

14th  November, 2019
ঘটিগরমের নামবদল! 

সেই হরিদাসও নেই, বুলবুল ভাজাও ভ্যানিশ। কিন্তু একদা সিনেমা ও নাটক ফেরত জনতার ফুরফুরে মেজাজে ময়ান দিত শঙ্কু আকৃতির বুলবুল ভাজার কাগজের মোড়কটি। তা সে যে দাসেরই হোক না কেন। হরিদাসরা না থাক। অনিমেষরা আছেন। বুলবুল ভাজা মিথ হয়ে গিয়েছে তো কি হয়েছে, তার নবতম সংস্করণ ঘটিগরম আছে। 
বিশদ

14th  November, 2019
টিক টকে মাধুরী 

প্রায় দু’কোটি মানুষ চ্যালেনটি গ্রহণ করেছেন আর ১৬ কোটিরও বেশি ভিউয়ার এই চ্যালেঞ্জের ভিডিও দেখেছেন। পরিসংখ্যানটি মাত্র দু’দিনের। এমনই নজিরবিহীন উন্মাদনা চোখে পড়েছে টিকটকে। এই সোশ্যাল সাইটে চলছে ‘#এক দো তিন চ্যালেঞ্জ’। 
বিশদ

14th  November, 2019
ছবির শ্যুটে দার্জিলিংয়ে তাপসী 

শুভম বসু : ২০১৭ সালে বিমল গুরুংয়ের নেতৃত্বে রক্তক্ষয়ী কর্মনাশা আন্দোলনের পর ফের ছন্দে ফিরেছে দার্জিলিং। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শান্তির পথে ফেরা পাহাড়ের চওড়া হাসি দেখে ধীরে ধীরে সেবক রোডে গড়াতে শুরু করেছে শ্যুটিং পার্টির গাড়িও। কিছুদিন আগে ‘সাঁঝবাতি’ ছবির জন্য দার্জিলিংয়ে শ্যুট করেছিলেন দেব। 
বিশদ

14th  November, 2019
খলনায়িকা আর নয়

 মানসী নাথ: শবনমকে প্যাঁচে ফেলতে হাসপাতালের মুমূর্ষু রোগীকে ভুল ওষুধ দিয়ে হত্যার ষড়যন্ত্র করতে দু’বার ভাবেনি রোহিণী। ওদিকে মিষ্টি গ্রাম্য কলিকে মানুষরূপী হায়নাদের হাতে তুলে দিতে চায় তার সৎমা আর পিসি শাশুড়ি।এখানেই শেষ নয়-দুগ্গার জীবনটা একা হাতে তছনছ করতে আসরে নেমেছে দামিনী।
বিশদ

13th  November, 2019
 ফেস্টিভ্যালের ডায়েরি

কড়া নজর: রবীন্দ্রসদনের টিকিট কাউন্টার থেকে লাইনটা সিঁড়ে বেয়ে নেমে এসে আচমকা বাঁক নিয়েছে বাংলা অ্যাকাডেমির দিকে। সেই বাঁকের মুখেই মনোমালিন্য। লাইন ও বেলাইন নিয়ে তরজা। কে আগে থেকে ছিলেন, আর কে পরে এসে সেঁধিয়ে গিয়েছেন।
বিশদ

13th  November, 2019
 বিদ্যার স্বামী যিশু

  গণিতজ্ঞ তথা ‘হিউম্যান কম্পিউটার’ শকুন্তলা দেবীর বায়োপিকে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন বিদ্যা বালন। কিন্তু ছবিতে তাঁর স্বামীর চরিত্রে কে অভিনয় করছেন তা নিয়ে কৌতূহল দানা বাঁধছিল। অবশেষে এই প্রশ্নের উত্তর পাওয়া গেল।
বিশদ

13th  November, 2019
একনজরে
 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উত্তর পূর্ব ভারত থেকে আসছে নিষিদ্ধ মাদক ট্যাবলেট ইয়াবা। এই কারবারের মাধ্যমে পাচার হচ্ছে জাল নোটও। তদন্তে নেমে এই তথ্য হাতে পেল ...

সংবাদদাতা, বালুরঘাট: ঘোষণাই সার, বেআইনি টোটো বন্ধ হয়নি দক্ষিণ দিনাজপুর জেলায়। এনিয়ে একদিনের জন্যও কোনও অভিযান চালাতে দেখা যায়নি আঞ্চলিক পরিবহণ দপ্তরকে। ফলে টোটোযন্ত্রণা নিয়ে ...

মুম্বই, ১৪ নভেম্বর: জয়ের আশা জাগিয়েও মুম্বইয়ের বিরুদ্ধে ৩ উইকেটে হেরে গেল বাংলা। তার ফলে সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টের পরের রাউন্ডে ওঠা অনিশ্চত হয়ে পড়ল অরুণ লালের ছেলেদের। প্রথমে ব্যাট করে বাংলা তোলে ৪ উইকেটে ১৫৩ রান। ...

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রশান্ত কিশোরের দাওয়াই মেনে এবার ইস্তাহার উপনির্বাচনেও। দলের ইতিহাসে এই প্রথম কোনও উপনির্বাচনে ভোটারদের কাছে পৌঁছতে এলাকা ভিত্তিক ইস্তাহার প্রকাশের সিদ্ধান্ত নিল ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

উচ্চবিদ্যার ক্ষেত্রে বাধার মধ্য দিয়ে অগ্রসর হতে হবে। উচ্চতর বিদ্যার ক্ষেত্রে শুভ ফল পাবে। কর্মপ্রার্থীদের ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮২১: রুশ সাহিত্যিক ফিওদর দস্তয়েভস্কির জন্ম
১৮৮৮: স্বাধীনতা সংগ্রামী মৌলানা আবুল কালাম আজাদের জন্ম
১৯১৮: শেষ হল প্রথম বিশ্বযুদ্ধ
১৯৩৬: অভিনেত্রী মালা সিনহার জন্ম

11th  November, 2019


ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭১.২৯ টাকা ৭৩.০০ টাকা
পাউন্ড ৯১.০০ টাকা ৯৪.৩২ টাকা
ইউরো ৭৭.৯২ টাকা ৮০.৮৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৩৮,৮৭৫ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৬,৮৮৫ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩৭,৪৪০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪৫,১০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪৫,২০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২৮ কার্তিক ১৪২৬, ১৫ নভেম্বর ২০১৯, শুক্রবার, তৃতীয়া ৩৪/৪৩ রাত্রি ৭/৪৬। মৃগশিরা ৪৩/১৮ রাত্রি ১১/১২। সূ উ ৫/৫২/৪৬, অ ৪/৪৯/৩০, অমৃতযোগ দিবা ৬/৩৫ মধ্যে পুনঃ ৭/১৯ গতে ৯/৩১ মধ্যে পুনঃ ১১/৪৩ গতে ২/৩৮ মধ্যে পুনঃ ৩/২২ গতে অস্তাবধি। রাত্রি ৫/৪২ গতে ৯/১১ মধ্যে পুনঃ ১১/৪৭ গতে ৩/১৫ মধ্যে পুনঃ ৪/৭ গতে উদয়াবধি, বারবেলা ৮/৩৭ গতে ১১/২১ মধ্যে, কালরাত্রি ৮/৫ গতে ৯/৪৩ মধ্যে।
২৮ কার্তিক ১৪২৬, ১৫ নভেম্বর ২০১৯, শুক্রবার, তৃতীয়া ৩৩/৪৬/২৯ রাত্রি ৭/২৪/৪৫। মৃগশিরা ৪৪/২৬/৪৪ রাত্রি ১১/৪০/৫১, সূ উ ৫/৫৪/৯, অ ৪/৫০/১, অমৃতযোগ দিবা ৬/৪৮ মধ্যে ও ৭/৩১ গতে ৯/৩৯ মধ্যে ও ১১/৪৭ গতে ২/৩৮ মধ্যে ও ৩/২১ গতে ৪/৫০ মধ্যে এবং রাত্রি ৫/৪০ গতে ৯/১০ মধ্যে ও ১১/৫৩ গতে ৩/২৪ মধ্যে ও ৪/১৯ গতে ৫/৫৫ মধ্যে, বারবেলা ৮/৩৮/৭ গতে ১০/০/৬ মধ্যে, কালবেলা ১০/০/৬ গতে ১১/২২/৫ মধ্যে, কালরাত্রি ৮/৬/৩ গতে ৯/৪৪/৪ মধ্যে।
 ১৭ রবিয়ল আউয়ল

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের রাশিফল
মেষ: কর্মপ্রার্থীদের বিভিন্ন দিক থেকে শুভ যোগাযোগ ঘটবে। বৃষ: বন্ধুবান্ধব ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে 
১৫৩৩: ইনকা সভ্যতার রাজধানী কুঝকোয় পদার্পণ করলেন ফ্রান্সিসকো পিজারিও১৬৩০: জার্মান ...বিশদ

07:03:20 PM

কলকাতা চলচ্চিত্র উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে ভিডিও বার্তা অমিতাভ বচ্চনের 

05:20:00 PM

প্রথম টেস্ট: দ্বিতীয় দিনের শেষে ভারত ৪৯৩/৬ (৩৪৩ রানের লিড) 

05:05:49 PM

মালদহের সুজাপুরে ২০ লক্ষ টাকার জালনোট উদ্ধার 
২০ লক্ষ টাকার জালনোট উদ্ধার হল মালদহের কালিয়াচক এলাকার সুজাপুরে। ...বিশদ

03:53:52 PM

দ্বিশতরান মায়াঙ্ক আগরওয়ালের, ভারত ৩৬৫/৪

03:51:23 PM