পারিবারিক সম্পত্তি সংক্রান্ত আইনি কর্মে ব্যস্ততা। ব্যবসা সম্প্রসারণে অতিরিক্ত অর্থ বিনিয়োগের পরিকল্পনা। ... বিশদ
‘নাইট মিরর’-এর ভাবনা, নির্দেশনা ও উপস্থাপনা ও একক অভিনয়ের দায়িত্বে ছিলেন রাহুল বসু। নাটককার সৌভিক গঙ্গোপাধ্যায়। নাটকটির প্রযোজনায় ছিল বোস ক্রিয়েটিভ অ্যান্ড পারফর্মিং আর্টস। নাটকে আপাতদৃষ্টিতে একটি গল্প উঠে এলেও আসলে এ নাটক বহু ভাবনার সমষ্টি। এখানে উঠে আসে অভিনেতার নাট্য দর্শনও। যে ভাবনা পূর্ণতা পায় দুটি চরিত্রের (অনি এবং ইন্দ্রদা) কথোপকথনে। এ নাটকে বাংলা থিয়েটারের নাট্য আন্দোলনের ইতিহাস, থিয়েটারের ঊষালগ্ন থেকে চলে আসা দর্শন ও একাধিক নাট্যতত্ত্ব সম্পর্কিত দ্বন্দ্বও উঠে আসে। এছাড়াও কোম্পানি থিয়েটার এবং গ্রুপ থিয়েটারের স্টার সিস্টেমের বিরুদ্ধে কথা বলা হয়। নাটকটি ভীষণ ভাবে সমসাময়িক। মিউজিক নাটকে যোগ্য সঙ্গত করে। আবহ এবং কন্ঠে ছিলেন সৃজনী গঙ্গোপাধ্যায়। শেষ পর্যন্ত ভালো থাকার বার্তা ছড়িয়ে দেয় এই উপস্থাপনা।
পিয়ালী দাস