প্রেম-প্রণয়ে কিছু নতুনত্ব থাকবে যা বিশেষভাবে মনকে নাড়া দেবে। কোনও কিছু অতিরিক্ত আশা না করাই ... বিশদ
কখনও উত্তর কলকাতার সরু গলিতে, কখনও জিপিওর সামনে, আবার কখনও কারেন্সি বিল্ডিংয়ের ভিতরে শ্যুট হল। এই ফোটোগ্রাফগুলি মূলত সংস্থার নতুন ওয়েবসাইটে ব্যবহার করা হয়েছে। এছাড়াও সংস্থার নতুন ইউটিউব চ্যানেল ‘টিভি স্যাফায়ার’ চালু করা হয়েছে।
স্যাফায়ার ক্রিয়েশনসের পরিচালক তথা নৃত্যশিল্পী সুদর্শন চক্রবর্তী এ প্রসঙ্গে বললেন, ‘পরিস্থিতি বদলেছে কিন্তু নাচের ধারা নয়। আমরা যেমন মঞ্চে নেচেছি, তেমনই রাস্তায়, ক্যাফেতে, বইয়ের দোকানে, গ্যালারিতে বা বোর্ডরুমেও নৃত্য পরিবেশন করেছি। এখন আমরা অনলাইনে নৃত্য পরিবেশন করছি। দর্শক আমাদের একটি অন্য মাধ্যমে দেখতে পাচ্ছেন। আমার বিশ্বাস, দর্শক এই নতুন মাধ্যমটিকেও গ্রহণ করবেন। শিল্পীদের পাশে এসে দাঁড়াবেন।’