৭৪তম স্বাধীনতা দিবস উপলক্ষে অন্যরকম উদ্যোগ নিল ‘এসো বন্ধু’। এই দল তৈরির পিছনে রয়েছেন ২০১৯ সালের ‘সারেগামাপা’র প্রতিযোগীরা। আর এবারে ‘মিলে সুর মেরা তুমহারা’ শীর্ষক বিখ্যাত দেশাত্মবোধক গানকে নতুনভাবে সঙ্গীতায়োজনের মাধ্যমে তৈরি করলেন তাঁরা। ওই মিউজিক ভিডিওটি আগামী ১৫ আগস্ট প্রকাশ করা হবে ইউটিউবে। একসঙ্গে ১৬ জন শিল্পী গানটি গেয়েছেন। তাঁরা হলেন অঙ্কিতা, গৌরব, গুরুজিৎ, অনন্যা, রাহুল ,লামা, সুমন, প্রীতম, তন্ময়, স্নেহা, শম্পা, অভ্রতনু, ঋষিতা, প্রতিভা, সোমদত্তা ও অবন্তী। ১২ জন প্রতিভাবান যন্ত্রসঙ্গীত শিল্পী গানটির সঙ্গীতায়োজনে সাহায্য করেছেন। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বিভিন্ন লোকেশনে করোনা সুরক্ষাবিধি মাথায় রেখেই ভিডিওটির শ্যুটিং করা হয়েছে। এই কঠিন সময়ে ভারত-বাংলাদেশের যৌথ উদ্যোগে তৈরি এই বিশেষ মিউজিক ভিডিওটি শ্রোতাদের কাছে সংস্কৃতি ও ঐক্যের বার্তা পৌঁছে দেবে বলে বিশ্বাস ‘এসো বন্ধু’র সদস্যদের।
প্রসঙ্গত, যাঁদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, তাঁদের শ্রদ্ধা জানাতে আর একটি অভিনব উদ্যোগ নিয়েছেন ১৮ জন তরুণ শিল্পী। একটি গানে কণ্ঠ মিলিয়েছেন এই ১৮ জন শিল্পী। তাঁদের মধ্যে রয়েছেন অঙ্কিতা ভট্টাচার্য, গৌরব সরকার, রথীজিৎ ভট্টাচার্য প্রমুখ। আজ, শুক্রবার প্রচেষ্টা মিউজিকের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হবে।