পেশাদারি উচ্চশিক্ষায় দ্রুত অগ্রগতি ও সেই সূত্রে কর্মপ্রাপ্তির সুবর্ণ সুযোগ আসতে পারে। মিত্রবেশী শত্রু দ্বারা ... বিশদ
প্রিয়াঙ্কার কথায়, ‘গল্পটা যখন প্রথম শুনি তখন থেকেই আমি নিশ্চিত ছিলাম, এই চরিত্রে অভিনয় করব। এটা আমার জন্য একদম নতুন অভিজ্ঞতা। সার্ভাইভাল থ্রিলারে প্রথমবার কাজ করছি। এই ঘরানার ছবি দেখতে আমি খুব পছন্দ করি। তাছাড়া এমন কাজ সচরাচর হয় না। কোনও অভিনেতার জীবনে এরকম কাজের সুযোগ হয়তো একেবারেই আসে, বা হয়তো আসেও না। তাই এই সুযোগ হারাতে চাইনি। পুরো গল্পটার মধ্যে সাসপেন্স আর মজা এত সুন্দর ভাবে ব্যালেন্স করা যে চরিত্রটা খুব ইন্টারেষ্টিং লেগেছিল।’
পরিচালক বলেন, ‘একটি ছেলে এবং একটি মেয়ে সংসারের বেড়াজাল পেরিয়ে নিজেদের মত করে বাঁচার জন্য একটি অ্যাডভেঞ্চারে বেরোয়, এবং আচমকা এক অজানা বিপদের সম্মুখীন হয়। তারপর শুরু হয় তাদের এক অদ্ভুত ম্যাজিকাল জার্নি। এই জার্নির প্রতি পরতে ফ্যান্টাসি, হরর এবং কমেডির এক চমৎকার মেলবন্ধন উপভোগ করতে পারবেন দর্শক।’ ছবির নাম ব্যাখ্যা করে অরিজিৎ বললেন, ‘মনে আছে, আলিবাবার গল্পে কাশেম গুহাতে ঢুকে দরজা খোলার চিচিং ফাঁক মন্ত্র ভুলে গিয়েছিল। তারপর গুহার মধ্যেই বন্দি হয়ে যায়। সেই আরব্য রজনীর কাহিনির নিরিখে আমাদের ছবিতে দু’জন ছেলে-মেয়ের বন্দি জীবনের গল্প রয়েছে।’