পেশাদারি উচ্চশিক্ষায় দ্রুত অগ্রগতি ও সেই সূত্রে কর্মপ্রাপ্তির সুবর্ণ সুযোগ আসতে পারে। মিত্রবেশী শত্রু দ্বারা ... বিশদ
এবছর দুবরাজপুর পুরসভার ৫০বছর পূর্তি হল। সেই উপলক্ষ্যে কর্তৃপক্ষের তরফে বছরভর একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে। তারই অঙ্গ হিসেবে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। গত ১২জানুয়ারি ২৬তম বর্ষ এই টুর্নামেন্টের সূচনা হয়। পুরসভা এলাকার মোট ২৬টি দল টুর্নামেন্টে অংশগ্রহণ করে। সেমিফাইনালে জয় পেয়ে অ্যাঞ্জেল স্পোর্টস ক্লাব ও নায়কপাড়া স্পোর্টস ক্লাব ফাইনাল খেলায় মুখোমুখি হয়। দুই প্রতিদ্বন্দ্বীর খেলা উপভোগ করতে এদিন শুরু থেকেই প্রচুর ক্রীড়াপ্রেমী ভিড় জমান। প্রথমে ব্যাট করতে নেমে অ্যাঞ্জেল স্পোর্টস ক্লাব ২০ওভারে ১৯১ রান করে। নায়কপাড়া স্পোর্টস ক্লাব ২০ ওভারে ৭উইকেট হারিয়ে ১৪৯ রান তোলে।
খেলা শেষে পুরসভার চেয়ারম্যান বিজয়ী দলের সদস্যদের হাতে ট্রফি তুলে দেন। সেইসঙ্গে পুরস্কারের নগদ টাকাও তাদের হাতে তুলে দেওয়া হয়। রানার্স দলের সদস্যদের হাতেও ট্রফি ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। পুরসভার চেয়ারম্যান বলেন, যুব দিবসে খেলার সূচনা হয়েছিল। এদিন চূড়ান্ত পর্যায়ের খেলার মধ্যে দিয়ে সমাপ্তি ঘোষণা হল। মূলত যুব ও কিশোরদের মাঠমুখী করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। যুব সমাজকে মোবাইল আসক্তি থেকে মুক্ত করাও একটি লক্ষ্য। আগামী দিনে এধরনের আরও খেলার আয়োজন করা হবে। সুদীপ্তবাবু বলেন, বিভিন্ন খেলায় বীরভূম জেলা অনেক এগিয়ে রয়েছে। প্রত্যন্ত এলাকায় ফুটবলকে আবারও জনপ্রিয় করতে হবে।