বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা পর্যন্ত ডিরেক্টরস গিল্ড সময় দিয়েছিলেন টেকনিশিয়ানদের। কিন্তু পরিচালক শ্রীজিৎ রায়ের নতুন ধারাবাহিকের সেট তৈরির কাজে বৃহস্পতিবার দিনভর যোগ দেননি টেকনিশিয়ানরা। এবার কোন পথে এগবেন পরিচালকরা? বুধবারের মিটিংয়ে ফেডারেশনের বিরুদ্ধে কার্যত ক্ষোভে ফেটে পড়েন ডিরেক্টরস গিল্ডের সদস্যরা। ডিরেক্টরস গিল্ডের পক্ষ থেকে অনির্বাণ ভট্টাচার্য, সুদেষ্ণা রায়, জয়দীপ মুখোপাধ্যায়ের গলায় শোনা যায় ক্ষোভ, অভিমানের স্বর। তাঁরা ফেডারেশনের বিরুদ্ধে একাধিক প্রশ্ন তোলেন। কাজ বন্ধের সুস্পষ্ট কারণ দর্শানোর কথাও বারবার জানান পরিচালকেরা। সূত্রের খবর, এমন পরিস্থিতি থাকলে ভবিষ্যতে কর্মবিরতিতে যেতে পারেন পরিচালকেরা। কারণ বুধবার রাতে একাধিক ধারাবাহিকের নাইট শিফটে কাজ হয়েছে বলে খবর। অনেকেই মনে করছেন যেহেতু ধারাবাহিকের ব্যাঙ্কিং-এর চাপ থাকে তাই কর্মবিরতিতে গেলে মুখ থুবড়ে পড়তে পারে ধারাবাহিকের সম্প্রচার। সেই পরিস্থিতি এড়াতেই অতিরিক্ত সময় কাজ করা হয়েছে বলে মনে করা হচ্ছে।
অপরদিকে ফেডারেশন এখনও নিশ্চুপ। তাদের তরফে এই বিষয় নিয়ে এখনও পর্যন্ত কোনও বিবৃতি দেওয়া হয়নি। কর্মবিরতি নাকি সমাধান সূত্র? কোন দিকে মোড় নেবে টলিপাড়ার পরিস্থিতি, নজর রাখছে সব পক্ষই।