শেয়ার প্রভৃতি ক্ষেত্র থেকে অর্থাগমের সম্ভাবনা। সন্তানের কর্ম প্রাপ্তির সুখবর পেতে পারেন। কর্মক্ষেত্রে জটিলতা কিছুটা ... বিশদ
কাহিনির কেন্দ্রে রবি, ইন্দ্র, নাথ ও ঠাকুর নামের চারটি চরিত্র। রবির জীবনের লক্ষ্য এক বিশ্বপাঠশালা গড়ে তোলা। ইন্দ্র কবিতা, গান লেখে। সুর দেয়। একটু খ্যাপাটে। প্রকৃতির সঙ্গেই বেশি বন্ধুত্ব। নাথ সেলসম্যান। রোজগারের প্রায় সমস্ত টাকায় নাথ ভ্রণ নষ্ট করার ওষুধ কেনে আর ধ্বংস করে। ঠাকুর পৃথিবী বিখ্যাত ছবি আঁকিয়ে। শেষ বয়সে এসে বোঝে যে, শিল্প মানুষের হিংসা বদলাতে পারেনি। এরা চারজনই বিভিন্ন ভাবে, কাজে রবীন্দ্রনাথ ঠাকুরের চার অংশ। চারজনের সঙ্গে কোনও না কোনওভাবে একসূত্রে এই গল্পে বেঁধে আছে মৃণালিনী, কাদম্বরী, বিশু, নন্দিনী এবং ভানুসিংহ নামের চরিত্ররা।
ছবি প্রসঙ্গে পলাশ বলেন, ‘ওস্তাদ আমার প্রথম উপন্যাস। যখন ছবি হিসেবে ভাবি, লক্ষ্য ছিল বর্তমান আঙ্গিকে চার জন অভিনেতাকে নিয়ে রবীন্দ্রনাথকে দর্শকের সামনে পরিবেশন করব। রবীন্দ্রনাথ বিবিধ ব্যক্তিত্বের একজন মানুষ। কখনও তিনি প্রকৃতির পূজারী, কখনও প্রাণের তপস্যায় মগ্ন, কখনও আবার তিনি শিল্পী, কখনও সমাজ ও শিক্ষার আঙিনায় সকলকে আনার জন্য বিপুল উৎসাহী। তাঁর জীবন নিয়ে বাংলা ভাষায় কাজ একটু কম। সে কারণেই এই ছবি করছি।’ প্রযোজক অঞ্জন বসু জানিয়েছেন, দেশে, বিদেশে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে এই ছবি প্রাথমিক ভাবে দেখানো হবে। তারপর মুক্তির ভাবনা রয়েছে তাঁর।