শরীর ভালো যাবে না। সাংসারিক কলহ বৃদ্ধি। প্রেমে সফলতা। শত্রুর সঙ্গে সন্তোষজনক সমঝোতা। সন্তানের সাফল্যে ... বিশদ
হুমা জানিয়েছেন যে, এইরকম বড় বাজেটের হলিউডের ছবিতে তিনি দীর্ঘদিন ধরেই অভিনয় করতে চেয়েছিলেন। তার উপরে পরিচালকের নাম জ্যাক স্নাইডার হওয়ায় তিনি আর না বলেননি। তিনি যে, এই চরিত্রে অভিনয় করে যথেষ্ট খুশি সেকথাও স্পষ্ট করেছেন অভিনেত্রী। হুমার যুক্তি ‘গ্যাংস অব ওয়াসিপুর’ ছবিতেও অনেকের ভিড়ে তাঁর খুবই স্বল্পদৈর্ঘ্যের চরিত্র ছিল। কিন্তু ওই ছবিটা তাঁকে ইন্ডাস্ট্রিতে পরিচিতি দিয়েছিল। একইভাবে এই ছবিটিও তাঁর কেরিয়ারের গুরুত্বপূর্ণ ছবি। সেখানে চরিত্রের দৈর্ঘ্য নিয়ে তিনি মোটেও বিচলিত নন।