যে কোনও কর্মেই একটু বাধা থাকবে। তবে উপার্জন মন্দ হবে না। ললিতকলায় ব্যুৎপত্তি ও স্বীকৃতি। ... বিশদ
ধূমপান আপনার ত্বকে যেভাবে প্রভাব ফেলে
• ধূমপান খুব দ্রুত আপনার চেহারায় বয়সের ছাপ ফেলে।
• নিকোটিন ত্বকের বাইরের স্তরের রক্তনালী সংকুচিত করে দেয়।
• ধোঁয়ায় থাকা রাসায়নিক চামড়ার স্থিতিস্থাপকতা নষ্ট করে।
• ধূমপানের কারণে মুখে বলিরেখা দেখা হয়।
গবেষকদের দাবি, ধূমপানের কারণে মানুষকে কম আকর্ষণীয় মনে হওয়ায় ধূমপায়ীদের, বিশেষ করে তরুণদের এ অভ্যাস থেকে দূরে থাকা উচিত।
অন্যতম গবেষক ও অধ্যাপক পেন্টন ভোক বলেন, ‘চেহারা মানুষের কাছে সবসময়ই গুরুত্বপূর্ণ। তাই ভবিষ্যতে ধূমপানের অভ্যাস থেকে বেরিয়ে আসতে এ ধরনের ফলাফলগুলো ভিত হিসাবে কাজ করতে পারে।’
গবেষণার এই ফলাফল রয়্যাল সোসাইটি ওপেন সায়েন্স পত্রিকায় সম্প্রতি প্রকাশিত।
সুরজিৎ মুখোপাধ্যায়