Bartaman Patrika
শরীর ও স্বাস্থ্য
 

ট্যাটু করালে কি
রক্ত দেওয়া যায়?

 

পরামর্শে এনআরএস মেকিড্যাল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগের প্রধান ডাঃ তুফানকান্তি দলুই।

প্রাচীন যুগ থেকেই মানুষ শরীরে উল্কি আঁকাতো। কিছু কিছু উপজাতি আপন গোষ্ঠীকে আলাদা করে চিহ্নিত করার উদ্দেশ্যে শরীরে উল্কি খোদাই করাতো। এছাড়া শরীরে আরাধ্য দেবী ও দেবতার আদল খোদাই করাও ছিল নানা উপজাতির প্রথা। মনে করা হয়, পৃথিবীর প্রাচীনতম উল্কিটি খোদাই করা হয়েছিল খ্রিস্টের জন্মের প্রায় ৩ হাজার ৭০০ বছর আগে!
আধুনিক যুগে বলিউড, টলিউড, হলিউড, সঙ্গীত জগতের শিল্পী কিংবা ক্রীড়া জগতের তারকাদের দিকে চোখ রাখলেই বোঝা যাবে শরীরে ট্যাটু করাতে তাঁরাও কতটা আগ্রহী। তারকাদের প্রভাব তো বটেই, সঙ্গে শখের বশেও অনেকে শরীরে ট্যাটু করাতে আগ্রহী হন। এখন যে প্রশ্নটা বারবার উঠে আসে, তা হল— ট্যাটু করানো কি আদৌ নিরাপদ? ট্যাটু করালে কি শারীরিক সমস্যা হতে পারে? ট্যাটু করলে কি রক্ত দেওয়া যায় না? ইত্যাদি।
গতমাসের প্রথম দিকের একটা ঘটনা দিয়ে শুরু করা যাক। উত্তরপ্রদেশের বারাণসীতে সস্তায় ট্যাটু করাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন প্রায় ১৪ জন। এঁদের মধ্যে দু’জন এইডস-এ আক্রান্ত হয়েছেন বলে খবর মিলেছে!
অতএব বোঝাই যাচ্ছে, ট্যাটু করানোর সময় শুধুই আবেগের বশে সিদ্ধান্ত নিলে হবে না। বিপদ সম্পর্কেও সচেতন হতে হবে। কারণ ট্যাটু করানোর মতো নিরীহ কাজ থেকে আপনিও আক্রান্ত হতে পারেন জটিল সংক্রামক অসুখে। বিশেষ করে দেখা গিয়েছে, ট্যাটু করানোর নিডলটি দামি হওয়ার কারণে অনেক স্টুডিওতে সুচ পরিবর্তন করা হয় না। একই সুচ দিয়ে একাধিক ব্যক্তির দেহে ট্যাটু আঁকা হলে রক্তের মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে জটিল রোগ।

কী কী অসুখ?
রক্তের মাধ্যমে ছড়িয়ে পড়া অসুখের মধ্যে প্রধান তিনটি রোগ হল হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি এবং এইচআইভি।
হেপাটাইটিস বি: এক বিশেষ ধরনের ভাইরাস হল হেপাটাইটিস বি। ক্ষতিকর এই ভাইরাস একবার শরীরে ঢুকলে আক্রমণ করে বসে সরাসরি লিভারকে। ক্রনিক হেপাটাইটিস বি রোগের কারণে হতে পারে লিভার ফেলিওরের সমস্যা। সংক্রামিত ব্যক্তি লিভার সিরোসিস ও ক্যান্সারেও আক্রান্ত হতে পারেন। সমস্যা হল, হেপাটাইটিস বি-এর সংক্রমণে প্রাথমিক দিকে কোনও শারীরিক লক্ষণ দেখা যায় না। যখন উপসর্গ দেখা যায়, তখন অনেক দেরি হয়ে যায়। সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে রক্ত, লালা, অসুরক্ষিত শারীরিক সংসর্গ থেকে। এমনকী সন্তানসম্ভবা মায়ের দেহ থেকে ভ্রূণেও ভাইরাস প্রবেশ করতে পারে। 
রোগাক্রান্ত ব্যক্তির ব্যবহৃত ব্লেড, টুথব্রাশ, ইঞ্জেকশন কিংবা নিডল ব্যবহার করলেও হতে পারে হেপাটাইটিস বি সংক্রমণ। আবার হেপাটাইটিস বি আক্রান্ত ব্যক্তির রক্ত কোনও সুস্থ ব্যক্তিকে দান করলেও, ওই ব্যক্তির দেহে হেপাটাইটিসের লক্ষণ প্রকাশ পেতে পারে।

উপসর্গ
• অতিরিক্ত ক্লান্তি অনুভব করা।
• বমি বমি ভাব ও পেটে ব্যথা।
• ত্বক ও চোখ হলদে হয়ে যাওয়া ।
• লাল ও গাঢ় হলুদ রঙের প্রস্রাব ।
• জ্বর
• মাথা ব্যথা।
• শরীরের বিভিন্ন  জায়গায় চুলকানি।
হেপাটাইটিস সি: এই অসুখও হেপাটাইটিস বি-এর মতোই ছড়ায়। ভাইরাস আক্রমণ করে লিভার। লিভার ফেলিওর, সিরোসিস ও ক্যান্সার হওয়ার আশঙ্কা থেকে যায়। উপসর্গও হেপাটাইটিস বি-এর মতো।
এইচআইভি: হিউম্যান ইমিউনো ডেফিশিয়েন্সি ভাইরাস এমন এক জীবাণু যা শরীরের প্রবেশ করার পর দেহের রোগ প্রতিরোধী ক্ষমতার জন্য দায়ী কোষগুলিকে ধ্বংস করতে থারে। এইচআইভি ভাইরাসের প্রভাবে হতে পারে হিউম্যান ইমিউনো ডেফিশিয়েন্সি ভাইরাস ইনফেকশন অ্যান্ড অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিশিয়েন্সি সিনড্রোম (এইডস)। অর্থাৎ একবার এইচআইভি দ্বারা আক্রান্ত হলে ওই ব্যক্তি বিভিন্ন ধরনের অসুখ দ্বারা উৎপীড়িত হতে থাকেন। রোগ সারতে চায় না।
এইচআইভি ছড়াতে পারে অসুরক্ষিত শারীরিক সংসর্গ, এইচআইভি ব্যক্তির ব্যবহার করা ইঞ্জেকশন, ট্যাটুর নিডল থেকে। এক্ষেত্রেও  সংক্রামিত সন্তানসম্ভবা মা এর দেহ থেকে ভ্রূণেও ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকে যায়।

মনে রাখবেন— 
এইচআইভি ব্যক্তির সঙ্গে বসলে, তাঁকে স্পর্শ করলে, একই টেবিলে খেলে রোগ ছড়ায় না। 

উপসর্গ
প্রাথমিকভাবে কোনও লক্ষণ থেকে না। কখনও কখনও এই ভাইরাসে আক্রান্ত হওয়ার ৬ থেকে ৭ সপ্তাহ পরে কিছু অনির্দিষ্ট লক্ষণ দেখা দিতে পারে। যেমন জ্বর, গলা ব্যথা, মাথা ব্যথা, লসিকা গ্রন্থি ফুলে ওঠা ইত্যাদি। মুশকিল হল, এইসব উপসর্গ কোনও চিকিৎসা ছাড়াই সেরে যেতে পারে। ফলে রোগী এইচআইভি সম্পর্কে সময়ে সচেতন হন না। 
রক্তবাহিত অন্যান্য সংক্রমণ
এইচটিএলভি ১ ভাইরাস, সাইটোমেগালো ভাইরাস, ওয়েস্টনাইল ভাইরাস, সার্স, ম্যালেরিয়া, কালাজ্বর, সিফিলিস, ক্রুজফিল্ড জ্যাকব,  ইত্যাদি রোগ ছড়াতে পারে রক্তের মাধ্যমে।

ট্যাটু করার পরে সাধারণ নিয়ম
শরীরে উল্কি আঁকানোর দিন থেকে পরবর্তী ছ’মাস কোনওভাবেই রক্তদান করা যাবে না। কারণ, এইচআইভি-এর সংক্রমণ হওয়ার পরে মানব দেহে ভাইরাসের ইনকিউবেশন পিরিয়ড ৬০ থেকে ৭০ দিন অবধিও হতে পারে। হেপাটাইটিস বি ভাইরাসের ইনকিউবেশন পিরিয়ড হল ৬ সপ্তাহ। অন্যদিকে হেপাটাইটিস সি-এর মতো মারাত্মক ভাইরাসের ইনকিউবেশন পিরিয়ডই হল প্রায় ছ’মাস। 

ইনকিউবেশন পিরিয়ড কী?
সংক্রমণের পর ভাইরাস যে সময়ের মধ্যে বংশবৃদ্ধি করে সেই সময়কে বলা হয় ইনকিউবেশন পিরিয়ড। সুতরাং ছয় মাসের মধ্যে কোনওভাবে একজন ব্যক্তি এইচআইভি, হেপাটাইটিস বি, কিংবা হেপাটাইটিস সি ভাইরাসে আক্রান্ত হলে এবং ওই সময়ের মধ্যে রক্তপরীক্ষা করালেও রিপোর্ট নেগেটিভ আসতে পারে। ফলে ট্যাটু করানোর ছয় মাসের মধ্যে কোনও ব্যক্তি রক্তদান করলে তাঁর রক্ত দ্বারা অন্য সুস্থ ব্যক্তি কঠিন অসুখে সংক্রামিত হওয়ার ভয়ও থেকে যায়! তাই এমন নিয়ম।

ট্যাটু এবং অন্যান্য জটিলতা—
• ট্যাটু সেন্টারে কোনও ব্যক্তি কবে ট্যাটু করিয়েছেন সেই বিষয়ে কোনও শংসাপত্র সাধারণত দেওয়া হয় না। ফলে একজন ট্যাটুধারী রক্তদানে ইচ্ছুক ব্যক্তি কবে ট্যাটু করিয়েছেন, সেই বিষয়ে বিভ্রান্তি থেকেই যায়। এই জন্যই ট্যাটু থাকলে বহু রক্তদান শিবিরে ওই ব্যক্তির রক্ত নেওয়া হয় না। অবশ্য অনেকে অ্যান্ড্রয়েড ফোনে ট্যাটু করানোর ছবি তুলে রাখেন। ওই ছবি থেকে জানা সম্ভব যে ওই ব্যক্তি কবে ট্যাটু করিয়েছেন। সমস্যা হল ট্যাটুধারী কোনও ব্যক্তির কাছে অ্যান্ড্রয়েড ফোন না থাকলে তিনি বাকিদের কীভাবে বোঝাবেন যে শরীরে আঁকা ট্যাটুর বয়স আসলে ছ’মাস পেরিয়ে গিয়েছে!
• অনেকেই প্রশ্ন করেন কোনও যুবক যা যুবতী ত্বকে ট্যাটু করানোর পরে কি বাবা-মা বা ভাইবোনকে রক্ত দিতে পারে? এক্ষেত্রে প্রথমেই জেনে নেওয়া দরকার, অতি ব্যতিক্রমী ক্ষেত্রে বাধ্য না হলে কোনও ব্যক্তি তাঁর বাবা, মা, ভাই, দাদা, বোন ও সন্তানকে রক্ত দিতে পারবেন না। তাঁদের কাছে রক্ত নিতেও পারেন না। এই ধরনের আত্মীয়দের বলে ফার্স্ট ডিগ্রি রিলেটিভ। এমন নিকটাত্মীয়ের কাছ থেকে রক্ত গ্রহণ করলে শরীরে নানা জটিলতা দেখা দিতে পারে। তাই ট্যাটু করানো থাক বা নাই থাক, ফার্স্ট ডিগ্রি রিলেশনে রক্ত দান বা গ্রহণ এড়িয়ে চলুন।

শেষ কথা—
ট্যাটু থাকলেও রক্ত দেওয়া যায়। তবে ট্যাটু করানোর পর প্রথম ছ’মাস রক্ত না দেওয়াই উচিত। আরও ভালো হয়, যদি ট্যাটু করানোর ছ’মাস পরে রক্তে কোনও সংক্রমণ ঘটেছে কি না তা নির্ণয় করিয়ে তারপর একজন ব্যক্তি রক্তদান করেন।
লিখেছেন: সুপ্রিয় নায়েক

 
01st  September, 2022
ঝটপট ওজন কমান 
ঘরোয়া খাবারেই

আমরা মোটামুটি তিন ধরনের খাবার খাই— কার্বহাইট্রেট, ফ্যাট ও প্রোটিন। এছাড়া ফাইবার, ভিটামিন ও খনিজের জন্য শাকসব্জি এবং ফলও খাই। শাকসব্জি, ফলের মধ্যেও কিছু কার্বোহাইড্রেট থাকে। প্রোটিন ও ফ্যাট থাকে কম মাত্রায়। বিশদ

15th  September, 2022
ডেঙ্গুতে হোমিওপ্যাথি
 

হোমিওপ্যাথিক চিকিৎসায় ডেঙ্গুর মতো ভাইরাসঘটিত অসুখের খুব ভালো চিকিৎসা রয়েছে। দুর্ভাগ্য, মডার্ন মেডিসিনের কার্যকারিতা সম্পর্কে মানুষের কিছুটা ধারণা থাকলেও, হোমিওপ্যাথি নিয়ে এখনও অনেকেই ভ্রান্তির শিকার।
বিশদ

08th  September, 2022
নাচ, গান, র‌্যাম্প শো, জ্ঞান মঞ্চ মাতাল 
বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোররা

বিভিন্ন জন্মগত নিউরোডেভলপমেন্টাল সমস্যায় ভোগা বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও কিশোর-কিশোরীদের নিয়ে ৩ সেপ্টেম্বর আয়োজিত হল ‘ব্লু সোলস্ ফেস্টিভ্যাল’। জ্ঞান মঞ্চে আয়োজিত অনুষ্ঠানটির আয়োজন করে লেকটাউনের  ডি’উইশ মাল্টিডিসিপ্লিনারি থেরাপি সেন্টার
বিশদ

08th  September, 2022
গ্ল্যামার কমায় ধূমপান

ধূমপায়ী পুরুষরা নিজেকে স্টাইলিশ ভাবতেই পারেন, কিন্তু নতুন গবেষণা একেবারে উল্টো কথা বলছে।  গবেষণায় উঠে এসেছে, ধূমপায়ীদের প্রতি মানুষ কম আকর্ষিত হয়।  ইউনিভার্সিটি অব ব্রিস্টলের বিশ্লেষকরা একটি গবেষণায় ৫০০ জনেরও বেশি অংশগ্রহণকারীদের নিয়ে একটি পরীক্ষা চালান।
বিশদ

08th  September, 2022
বয়স্কদের জন্য এল্ডারলি হোম কেয়ার

ভারতে বয়স্ক মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং ক্রমাগত বাড়ছে। এছাড়া বয়স্কদের দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়ার সংখ্যাও ক্রমবর্ধমান।‌ এহেন পরিস্থিতিতে বুর্ৎজর্গ ইন্ডিয়া পশ্চিমবঙ্গ, ওড়িশা, উত্তরপ্রদেশের বেশ কিছু জেলায় তাদের পরিষেবা শুরু করছে।
বিশদ

08th  September, 2022
ত্বকের যত্নে ট্যাটুর
সঙ্গে আড়ি?

কারও কোমরের ধার ঘেঁষে উঁকি দিচ্ছে কাঁকড়াবিছে, কারও আবার গোলাপফুল। কেউ হয়তো হাত-পায়ে খোদাই করে রাখছেন প্রিয় উক্তি বা পছন্দের মানুষের নাম!
ট্যাটু সংস্কৃতি এভাবেই শরীরে বয়ে বেড়াচ্ছে আধুনিক প্রজন্ম। স্টাইলিংয়ের এই নয়া প্রকাশ তাদের কাছে বড় আকর্ষণের। কিন্তু এই ট্যাটুর বিড়ম্বনায় কি ত্বকের কোনও ক্ষতি হয়, নাকি পুরোটাই মিথ?
বিশদ

01st  September, 2022
জলখাবারে চিড়ে মুড়ি নাকি ওটস মুসলি

একসময় সকাল-সন্ধ্যা জলখাবার বলতেই বোঝাত মুড়ি-তরকারি, নারকেল মুড়ি, মুড়ি-বাদাম বা জলমুড়ি। স্বাদ বদল বলতে চিড়ের পোলাও বা দইচিড়ে। বদলানো সময়ে বদলেছে বাঙালি বাড়ির জলখাবারও। চিড়ে ও মুড়ির জায়গায় বহু বাড়িতে জাঁকিয়ে বসেছে ওটস ও মুসলি। ওটসের খিচুড়ি, ওটস চিল্লা বা দই বা দুধের সঙ্গে ওটস কিংবা ফল মিশিয়ে দই বা দুধের সঙ্গে মুসলি মিশিয়েই আট থেকে আশি সেরে ফেলছে পেট ভরানো জলখাবার।
বিশদ

25th  August, 2022
বয়স্কদের ব্লাড সুগার এত ওঠানামা করে কেন?
 

কমবয়সিদের তুলনায় বয়স্কদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা একটু কঠিন। আর তার পিছনে রয়েছে একাধিক কারণ—
কিডনির কার্যকারিতা
বয়সবৃদ্ধির সঙ্গে কিডনির কার্যকারিতা কমে যায়। দীর্ঘদিন ধরে ডায়াবেটিস থাকলে ও প্রথম থেকে সঠিকভাবে সুগার কন্ট্রোল না করা হলে কিডনি যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়। কিডনি ক্ষতিগ্রস্ত হলে তখন ডায়াবেটিস নিয়ন্ত্রণ করাও শক্ত হয়ে যায়।
বিশদ

25th  August, 2022
বিভিন্ন জ্বরে রুচি ফেরাতে
ডায়েট কেমন?

যে কোনও জ্বর তা ডেঙ্গু হোক বা ম্যালেরিয়া— দেহে প্রোটিনের চাহিদা একটু বাড়ে।  কারণ জ্বরের সময় শরীরে ‘ক্যাটাবলিক প্রসেস’ চলে। অর্থাৎ দেহকোষে থাকা বড়সড় অণুগুলি ধ্বংস হতে থাকে। প্রোটিনও নষ্ট হতে থাকে। তাই জ্বরের সময় খাদ্যে প্রোটিনের জোগান বজায় থাকা দরকার। বিশদ

18th  August, 2022
রাতে আলো জ্বালিয়ে ঘুমাবেন না

রাতে ঘুমানোর আগে কেউ বই পড়েন, কেউ মোবাইলে চোখ রেখে অনলাইনে অলিগলি চষে তারপর ঘুমান। ঘুমানোর আগে ঘর অন্ধকার করে শোওয়ার অভ্যেস অনেকেরই। ঘুটঘুটে অন্ধকারে ঘুমাতে অস্বস্তি হয় বলে অনেকে আবার মৃদু আলো জ্বালিয়ে ঘুমান। তবে রাতে আলো জ্বালিয়ে ঘুমালে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। 
একেবারে অন্ধকার করে না শুয়ে ঘরে একটি নীল বা সবুজ রঙের মৃদু বাতি জ্বালিয়ে রাখার অভ্যেসও আছে কারও কারও।
বিশদ

18th  August, 2022
সবুজ গাছপালার কাছাকাছি 
থাকুন, কমবে স্ট্রোকের ঝুঁকি

প্রতি বছর সারাবিশ্বে অসংখ্য মানুষের মৃত্যু হয় স্ট্রোকে। বিশেষজ্ঞরা বলছেন, জীবনচর্চা আর খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে পারলে অনেকটাই কমানো যেতে পারে প্রাণঘাতী এই রোগের ঝুঁকি।
বিশদ

18th  August, 2022
ধূমপান চোখেরও ক্ষতি করে

অতিরিক্ত ধূমপানে আসক্তি বিরূপ প্রভাব ফেলে চোখের উপরও। তামাকের ধোঁয়ায় ৭ হাজারেরও বেশি রাসায়নিক উপাদান রয়েছে, যার মধ্যে বেশ কয়েকটি চোখের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। ধূমপানের ফলে চোখের কী কী সমস্যা দেখা দিতে পারে জেনে রাখুন।  
বিশদ

18th  August, 2022
৩০ জন শিশুকে ‘ক্লাব ফুট’ জুতো প্রদান হাওড়ায়

৪ আগস্ট ছিল অস্থি ও অস্থিসন্ধি দিবস। সেকথা মাথায় রেখে ওয়েস্ট বেঙ্গল অর্থোপেডিক অ্যাসোসিয়েশন প্রতি বছর ১-৭ তারিখ পর্যন্ত অস্থি ও অস্থিসন্ধি সপ্তাহ পালন করে। এবছরও নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই সপ্তাহ পালিত হল। এবারের থিম ছিল প্রতি একজন অন্যের জীবন বাঁচান।
বিশদ

18th  August, 2022
তীব্র কোমরের ব্যথায়
ভুগছেন? কী করবেন
ডাঃ রুদ্রজিৎ পাল

সাত্যকি একজন ব্যস্ত তথ্যপ্রযুক্তি পেশাদার। মাথায় অনেক চিন্তা। গত দু’বছরে বাড়ি থেকেই ক্রমাগত কাজ চলেছে। দিনে দশ বারো ঘণ্টা একটানা কম্পিউটারের সামনে বসে কোডিং আর মিটিং। তাই কখনও টেবিলে বসে, কখনও বিছানায় উপুড় হয়ে শুয়ে কাজ করেছে সাত্যকি। এমনিতে খুব ফিট ছেলে, আগে তো নিয়মিত জিমে যেত। বিশদ

16th  August, 2022
একনজরে
শুক্রবার আইএসএল অভিযান শুরু করছে ইস্ট বেঙ্গল। প্রতিপক্ষ কেরল ব্লাস্টার্স। বুধবার কোচি পৌঁছনোর কথা ইভান গঞ্জালেস-শৌভিক চক্রবর্তীদের। ইস্ট বেঙ্গলের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। শনিবার কোচ ...

ইউক্রেনের চারটি অঞ্চল অন্তর্ভুক্ত করেছে রাশিয়া। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা কাউন্সিলে আনা খসড়া নিন্দা প্রস্তাবে ভোটদানে বিরত থাকল ভারত। তবে অবিলম্বে আলোচনার মাধ্যমে হিংসা বন্ধের দাবি জানিয়েছে ভারত।  ...

আগস্ট থেকে শুরু হয়েছিল একটু একটু করে দাম কমা। অক্টোবরেও রেশনে কেরোসিনের দাম কমতে চলেছে। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি এ মাসে কেরোসিনের যে ‘ইস্যু প্রাইস’ নির্ধারণ ...

থিমের পুজো এবার নজর কাড়ছে গঙ্গারামপুর শহরের বাসিন্দাদের। শহরে বিগ বাজেটের পুজো উদ্যোক্তারা থিম পুজোর উপর ভর করে একে অপরকে টেক্কা দিচ্ছে। শিল্পীদের ভাবনায় তৈরি হয়েছে এসব থিম। গঙ্গারামপুর জ্বলন্ত অগ্নি সঙ্ঘ ক্লাবের এবারের ৪৭তম বর্ষের পুজোর থিম নারী। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

যে কোনও কর্মেই একটু বাধা থাকবে। তবে উপার্জন মন্দ হবে না। ললিতকলায় ব্যুৎপত্তি ও স্বীকৃতি। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

আন্তর্জাতিক অহিংস দিবস
ভারতে গান্ধী জয়ন্তী
পথশিশু দিবস 
১৭৯০: মার্কিন যুক্তরাষ্ট্রে আদমশুমারি শুরু হয়
১৮১৪: সমাজ সংস্কারক দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়ের জন্ম
১৮৬৬: হিন্দু সন্ন্যাসী ও রামকৃষ্ণ বেদান্ত মঠের প্রতিষ্ঠাতা স্বামী অভেদানন্দর জন্ম
১৮৬৮: কলকাতায় জেনারেল পোস্ট অফিস উদ্বোধন হয়
১৮৬৯: মহাত্মা গান্ধীর জন্ম
১৮৮৯: অভিনেতা ও নাট্যাচার্য শিশিরকুমার ভাদুড়ীর জন্ম
১৯০৪: দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জন্ম
১৯০৬: শিল্পী রাজা রবি বর্মার মৃত্যু
১৯১৭: কবি অক্ষয়চন্দ্র সরকারের মৃত্যু
১৯২৪: বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক তপন সিংহের জন্ম
১৯৫০ - কিংবদন্তি ফুটবলার ও কোচ সুভাষ ভৌমিকের জন্ম
১৯৬২: ‘টারজান’ খ্যাত হলিউড তারকা জো লারার জন্ম
১৯৭২: মুম্বই তথা তৎকালিন বোম্বেতে ভারতের প্রথম টেলিভিশন কেন্দ্র চালু হয়
১৯৯৬ : মাদার তেরেসা আমেরিকার সম্মানিক নাগরিকত্ব লাভ করেন



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮০.৭৮ টাকা ৮২.৫৩ টাকা
পাউন্ড ৮৯.৫৪ টাকা ৯২.৭৬ টাকা
ইউরো ৭৮.৫৬ টাকা ৮১.৫৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৫০,৮৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৮,২৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৯,০০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৫৬,৭০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৫৬,৮০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১৫ আশ্বিন, ১৪২৯, রবিবার, ২ অক্টোবর, ২০২২।  সপ্তমী ৩৩/১০ রাত্রি ৬/৪৮। মূলা নক্ষত্র ৫০/৫১ রাত্রি ১/৫৩। সূর্যোদয় ৫/৩১/৫২, সূর্যাস্ত ৫/২০/৩২। অমৃতযোগ দিবা ৩/১৯ গতে ৮/৪০ মধ্যে পুনঃ ১১/৫০ গতে ২/৫৮ মধ্যে। রাত্রি ৭/৪৭ গতে ৯/২৪ মধ্যে পুনঃ ১১/৫১ গতে ১/২৮ মধ্যে পুনঃ ২/১৭ গতে উদয়াবধি। মাহেন্দ্রযোগ দিবা ৩/৪৬ গতে ৪/৩৩ মধ্যে। বারবেলা ৯/৫৮ গতে ১২/৫৬ মধ্যে। কালরাত্রি ১২/৫৮ গতে ২/২৯ মধ্যে। 
১৫ আশ্বিন, ১৪২৯, রবিবার, ২ অক্টোবর, ২০২২। সপ্তমী রাত্রি ৬/২২। মূলা নক্ষত্র রাত্রি ২/২৬। সূর্যোদয় ৫/৩২, সূর্যাস্ত ৫/২২। অমৃতযোগ দিবা ৬/২৬ গতে ৮/৪২ মধ্যে ও ১১/৪৪ গতে ২/৪৬ মধ্যে এবং রাত্রি ৭/৩৪ গতে ৯/১৫ মধ্যে ও ১১/৪৬ গতে ১/২৮ মধ্যে ও ২/১৮ গতে ৫/৩২ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৩/৩১ গতে ৪/১৬ মধ্যে। 
৫ রবিউল আউয়ল

ছবি সংবাদ

এই মুহূর্তে
শারদ শুভেচ্ছা ও ছুটি
দেবীর আবাহনে গোটা বাংলা মেতেছে উৎসবের আনন্দে। শারদোৎসব উপলক্ষে ‘বর্তমান’-এর সকল ...বিশদ

04:00:00 AM

সাংসদ পদ ছাড়লেন খাড়্গে
কংগ্রেস প্রেসিডেন্ট নির্বাচনের আগেই রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কংগ্রেস নেতা ...বিশদ

01-10-2022 - 02:42:50 PM

দিল্লিতে পিইউসি ছাড়া মিলবে না তেল
২৫ অক্টোবরের পর থেকে দূষণ নিয়ন্ত্রণের ছাড়পত্র  ছাড়া দিল্লিতে পাওয়া ...বিশদ

01-10-2022 - 02:32:37 PM

চিকিৎসক নীলরতন সরকার ও সঙ্গিতজ্ঞ শচীনদেব বর্মণের জন্মদিনে শ্রদ্ধা জানাচ্ছেন মন্ত্রী অরূপ রায়

01-10-2022 - 01:21:00 PM

ভারতে বন্ধ করা হল পাকিস্তানি সরকারের টুইটার অ্যাকাউন্ট

01-10-2022 - 12:54:30 PM

ভারতীয় সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করল আমেরিকা
ইরান থেকে তেল কেনার জন্য একটি ভারতীয় কোম্পানিকে নিষেধাজ্ঞা আরোপ ...বিশদ

01-10-2022 - 12:42:02 PM