Bartaman Patrika
গল্পের পাতা
 

পৌষের পিঠেপুলি
হারাধন চৌধুরী

রবীন্দ্রনাথ পিঠেপুলি ভীষণ ভালোবাসতেন। তাই শান্তিনিকেতনের অনেকেই নানারকম পিঠে বানিয়ে কবির কাছে পাঠাতেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য শিক্ষক নেপালচন্দ্র রায়ের স্ত্রী ও পুত্রবধূ। ঠান্ডার আমেজ আসামাত্র কবিই জিজ্ঞেস করতেন নেপালবাবুকে, ‘পৌষপার্বণের আর কত দেরি?’

‘পৌষপার্বণের আর কত দেরি?’
—প্রশ্নকর্তার নাম রবীন্দ্রনাথ ঠাকুর। 
প্রতিবার শীতে জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে অন্যতম বড় অনুষ্ঠান ছিল পৌষপার্বণ। সরলা দেবী লিখেছেন, ‘পৌষ সংক্রান্তিতে পিঠে গড়া— সেটা একটা বিরাট অনুষ্ঠান...ঘরোয়া আনন্দ। ননদ-ভাজ মেয়ে-বৌরা মিলে গড়া ও বামুনে ভেজে দিলে এ-ঘর ও-ঘরে বণ্টন করা।’ পৌষ মাস ধরেই চলত পিঠে খাবার পালা। পুরনো দিনের মেয়েদের সংস্কার ছিল, সরস্বতীপুজোর পরে গোটা পিঠে খেতে নেই। অর্থাৎ পঞ্জিকা মেনেই শীতকালীন ভোজে ইতি টানা হতো সেকালে। কবি পিঠেপুলি ভীষণ ভালোবাসতেন। সেকথা জানতেনও সকলে। তাই শান্তিনিকেতনের অনেকেই নানারকম পিঠে বানিয়ে কবির কাছে পাঠাতেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য শিক্ষক নেপালচন্দ্র রায়ের স্ত্রী ও পুত্রবধূ। ঠান্ডার আমেজ আসামাত্র কবিই জিজ্ঞেস করতেন নেপালবাবুকে, ‘পৌষপার্বণের আর কত দেরি?’
চিত্রা দেবের লেখা একটি প্রবন্ধে পাই, জোড়াসাঁকোর বাড়িতে পৌষপার্বণ হতো বেশ বড় আকারে। জ্ঞানদানন্দিনী দেবীও লিখেছেন, ‘দৈনিক বাজারে আমাদের কিছু করতে হতো না। কেবল পৌষপার্বণে রাশিকৃত পিঠে গড়তে হতো বলে লোক কম পড়লে বৌদের ডাক  পড়ত।’ বেশিরভাগ হতো রাঙালুর পুলি ও সেদ্ধপিঠে। নানারকম পিঠে তৈরি করতেন পূর্ববঙ্গের মেয়ে-বউরা। ঠাকুরবাড়িতে বধূদের মধ্যে অনেকেই যশোরের কন্যা। সঙ্গে এনেছিলেন তাঁদের পারিবারিক রন্ধনশিল্প। মৃণালিনী দেবী তৈরি করতেন অনবদ্য চিঁড়ের পুলি। সৌমেন্দ্রনাথের মা, অর্থাৎ চারুবালা দেবীর হাতে তৈরি দুধপুলির স্বাদ ছিল অপূর্ব। ৫ নম্বর বাড়িতে হতো ক্ষীরপিঠে। দীপেন্দ্রনাথের ভারী পছন্দ ছিল। 
পাঁচ নম্বর বাড়ির পিঠেপুলির সেদ্ধপিঠের সুনাম ছিল। চালগুঁড়োর এই পিঠেতে থাকত ক্ষীর-নারকেলের পুর। অতঃপর তা জলের ভাপে সেদ্ধ করা হতো। এহেন সেদ্ধপিঠে পাতলা নলেন গুড়ে ডুবিয়ে খাওয়ার রেওয়াজ ছিল। সেদ্ধপিঠেটিকে দুধ ও গুড় মেশানো পাতলা ক্ষীরে ফেলেও ফের সেদ্ধ করা হতো। ওই বাড়িতে পিঠের নামও বদলে হয়েছিল ক্ষীরপিঠে। পাটিসাপটাও ভেজে রসসিক্ত করতেন গিন্নিরা। জানতেন পিঠে ঘিয়ে ভাজলেও, মুখসামলি সর্ষের তেলে না-ভাজলে মচমচে হয় না। সেইসঙ্গে হতো খেজুরগুড়ের অতি সুস্বাদু পায়েসও। এছাড়াও তাঁরা পাকাতেন কমলালেবুর পায়েস, আখের পায়েস, আতার পায়েস আর হিমকণা পায়েস। 
প্রজ্ঞাসুন্দরীর পৌষপার্বণের তালিকায় এই অনুষ্ঠানের বৈচিত্র্য আরও সুন্দরভাবে ধরা রয়েছে। বস্তুত এসবই সেকালের অনুষ্ঠানকে সরস করে রাখত— সরুচাকলি, মুগসামলি, সেদ্ধপিঠে, ভাপাপিঠে, বাটাসাপটা, পাটিসাপটা, চিঁড়ের পুলি, রাঙালুপুলি, গোলালুর পুলি, আশকেপিঠে, চুষিপিঠে, কড়াইশুঁটির পুলি, খইয়ের পুলি, আঁদোসা, রসবড়া, গুড়পিঠে, ছানার পুলি, ক্ষীরপুলি, দুধের চুষিপিঠে, ময়দার সাপটাপুলি, গোকুলপিঠে, কচুর পিঠে, লাউয়ের পুলি। 
রবীন্দ্রনাথ পূর্ববঙ্গীয় একাধিক মিষ্টান্নের নাম পাল্টে দিয়েছিলেন। চিত্তরঞ্জন দাশের পরিবারের মেয়েরা তাঁকে খাইয়েছিলেন ‘এলোঝোলো’। নাম শুনেই নাকসিঁটকে কবি বলেছিলেন, ‘এই সুন্দর জিনিসের এই নাম! আমি বরং এর নাম দিলাম পরিবন্ধ।’ 
ঠাকুরবাড়ির মেয়েরাও ভালো রাঁধতেন। এই প্রশ্নে, মহর্ষির কন্যাদের মধ্যে সবচেয়ে সুখ্যাতি ছিল শরৎকুমারী দেবীর। দ্বিজেন্দ্রনাথের কন্যা সরোজাসুন্দরীও কৃতিত্বের পরিচয় দেন। রান্নাবান্না যাঁরা জানতেন না, উৎসাহ কম ছিল না তাঁদেরও। ইন্দিরা দেবী রাঁধতে পারতেন না, কিন্তু কোথাও কোনও নতুন পদ খেলে সযত্নে খাতায় লিখে রাখতেন তার প্রস্তুত প্রণালী। পূর্ণিমা দেবীও ঠাকুরবাড়ির রান্নার পাকপ্রণালী উপহার দিয়েছেন বাঙালি ভোজনরসিকদের। তাতেও শীতকালীন খাদ্যের বিপুল আয়োজন রয়েছে। এসব রান্নার সব ঠাকুরবাড়ির নিজস্ব নয়। তৎকালীন বৃহৎ বাংলার বৈচিত্র্যময় সংস্কৃতি থেকে সেসব বহুলাংশে সংগৃহীত। আর তার সঙ্গেই মিশেছিল ঠাকুরবাড়ির খাদ্যরসিক সদস্যদের শিল্পরুচি এবং পরিবারের মহিলাদের একাগ্র সাধনা। এসব শুধু পেট ভরাবার আয়োজন নয়, শিল্পী মনেরও খোরাক। কবি একেই ‘অনির্বচনীয়’ বলেছিলেন। 
জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে প্রধান উৎসব ছিল ১১ মাঘের ব্রহ্মোৎসব। ব্যাপারটা বাঙালির দুর্গাপুজোর মতোই আড়ম্বরপূর্ণ। অতীতে দুর্গাপুজোর সময় যেমন সুবিশাল মিঠাই তৈরি করা হতো, অনুরূপ মিঠাই তৈরির ব্যবস্থা চালু হয়েছিল ব্রহ্মোৎসবেও। মিঠাই তৈরির ভার পেয়েছিলেন কুঞ্জ নামে এক হালুইকর। খোয়াক্ষীরের সঙ্গে দরবেশের বেসন মিশিয়ে তৈরি করা হতো এই মিঠাই। খোয়া বা মেওয়ার সঙ্গে মেশানো হতো চিনি, কিশমিশ, বাদাম, পেস্তা প্রভৃতি। তার উপর থাকত সুগন্ধী তবক। মিঠাই ছিল স্বাদে গন্ধে তুলনাহীন! 
মহর্ষির ব্রাহ্ম পরিবারে বাঙালির আরও একাধিক প্রিয় অনুষ্ঠান বিশেষ গুরুত্ব সহকারে পালিত হতো। যেমন ভাইফোঁটা, নবান্ন, পৌষপার্বণ বা পিঠেপার্বণ, বসন্তোৎসব, বাংলা বর্ষবরণ উৎসব ইত্যাদি। ঠাকুরবাড়িতে নবান্নে সৌদামিনী দেবী কাঁচাদুধে সুগন্ধী কামিনীভোগ আতপ চাল, নতুন গুড়, নারকেল প্রভৃতি দিয়ে নবান্ন তৈরি করতেন। এরপর সেসব পৌঁছে যেত প্রত্যেকের ঘরে। বস্তুত নবান্নেই থাকত পৌষপার্বণের ইন্ধন। নিত্যনতুন রান্নার আবিষ্কার ছিল ঠাকুরবাড়ির সদস্যদের নেশা। তাতে মহর্ষিও যুক্ত করেছিলেন নিজেকে। এমনই একবার দেবেন্দ্রনাথ নিজের হাতে পায়েস রান্না করলেন। পরিবেশনের পর প্রশ্ন রাখলেন, ‘ভালো হয়েছে না?’ প্রায় সকলে ঘাড় নেড়ে ‘হ্যাঁ’ বললেও একজন মুখ ফসকে বলে ফেললেন, ‘তবে একটু ধোঁয়ার গন্ধ!’ চতুর দেবেন্দ্রনাথ উত্তরে বললেন, ‘ধোঁয়ার গন্ধ হয়েছে তো? ওইটিই আমি চাইছিলাম। পায়েসে একটু ধোঁয়াটে গন্ধই পছন্দ করি!’ আসলে, সেদিনের পায়েসটা একটু ধরে গিয়েছিল।
সবাই মিলে সাহেবদের নকল করার পরিবর্তে যাবতীয় বাঙালিয়ানার সংগ্রহ হোক, চাইতেন লীলা মজুমদার। তাঁর মতে, এগুলির মধ্যে শ্রেষ্ঠ হল—মাঝিদের গান ও বাউলগানের সঙ্গে গ্রামবাংলার রান্নাঘর থেকে ভেসে আসা পিঠেপুলির সুবাস। এনিয়ে অনেকের অনেক প্রশ্ন থাকতে পারে, তবে রস উপভোগ করতে না-পারলে মানবজনমই বৃথা। ভালো করে পিঠেপুলি করতে জানলে কম খরচে শ্রেণি ও বয়স নির্বিশেষে সমস্ত মানুষ যে আনন্দ উপভোগ করে তার তুলনা নেই। 
লোককথা, উপকথা প্রসঙ্গে রবীন্দ্রনাথ বলেছিলেন, খাঁটি স্বদেশি জিনিসের এমন নমুনা আর নেই। লীলা মজুমদারের বক্তব্য, কথাটি পিঠেপুলির বেলায়ও খাটে। পিঠেপুলির প্রস্তুতপ্রণালী এবং সময়টা গুরুত্বপূর্ণ। কিন্তু পিঠেপুলির জন্য মন তৈরিরও একটা সময় আসে। বাংলার প্রকৃতিই বাঙালির সেই মন গড়ে দেয়। তিনি এক জায়গায় লিখেছেন, আমরা ছোটবেলায় দেখতাম ঠাকুমা, জ্যাঠাইমা, পিসিমারা নতুন গুড়ের জন্য এইসময়ে মুখিয়ে আছেন। দেশের বাড়িতে নারকেল পাড়া হয়ে নানাস্থানে পৌঁছে গিয়েছে। আমার পিঠেপুলির নিয়মে বেশ একটু বাংলাদেশি ভাব আছে এবং একশোবার বলব যে গুণটা ১০০ গুণ বেড়েছে। 
গ্রামের ঘরে ঘরে তৈরি জিনিস দুষ্প্রাপ্য বা খুব দামি নয়। প্রধান উপকরণ খেজুরগুড়, নারকেল, চালগুঁড়ো, সুজি, মুগ বা কড়াই ডাল, ঘন দুধ, খোয়াক্ষীর, এলাচ, কর্পূর ইত্যাদি। দুধকে তখনও খুব দামি জিনিস ভাবা হতো না। টাকায় পাঁচ-সাত সের পর্যন্ত দুধ মিলত। মানুষের বিশ্বাস ছিল, কালো গোরুর দুধ নাকি অমৃতের মতো মিষ্টি। লাল গোরুর দুধ খেতে ভালো হলেও যারা খায় তারা নাকি বদমেজাজি হয়ে যায়! মহর্ষি পছন্দ করতেন মিষ্টি স্বাদের দুধ। অবন ঠাকুর এক জায়গায় লিখেছেন মহর্ষির জন্য গোরুদের গুড় খাইয়ে মিষ্টি দুধ পাওয়ার কথা। ছোটবেলায় ভঁইসা ঘিতে রান্না প্রচলন ছিল। কিন্তু বাঙালির হেঁশেলে পিঠেপুলির জন্য নির্দিষ্ট ছিল কেবল গোরুর দুধ। 
তখনকার দিনে ফ্রিজ বলে কিছু ছিল না। তাই, পিঠেপুলি দিনকয়েক রেখে খাওয়ার উপযোগী করেই তৈরি হতো উপকরণগুলো। এজন্য পিঠেপুলিতে পাতলা রসের ব্যবহার বারণ ছিল। তাতে আরও একটা সুবিধা ছিল এই—দূরে দূরে আত্মীয়বাড়িতে স্বচ্ছন্দে পাঠানো যেত। তখন যাতায়াত বলতে ছিল গোরুর গাড়ি, নৌকো আর রেলগাড়ি। পৌষপার্বণের ষোলোকলা পূর্ণ করতে পিঠেপুলির সঙ্গেই আয়োজন হতো সুস্বাদু পায়েসেরও। নকশা-ছাঁচে নরুন দিয়ে গাওয়া ঘি মাখিয়ে, ক্ষীরের পাক থেকে একধরনের মিষ্টান্ন তৈরির কথা শুনিয়েছেন লীলা মজুমদার। পৌষপার্বণে প্রস্তুত এই মিষ্টান্নকে তিনি পিঠেপুলির তালিকা থেকে বাদ দিতে নারাজ। নারকেল-চিঁড়ের একটা আইটেমকে তিনি পিঠেপুলির বন্ধনীতে রেখেছেন তার যাবতীয় গুণ বিচার করে। লীলা মজুমদার আরও একটি কম পরিচিত মিষ্টান্নের কথা বলেছেন—‘ইচামুড়াই’। নারকেলের গা থেকে কালো পর্দাটা প্রথমে চেঁছে ফেলতে হবে। তারপর কুচোতে হবে দেশলাই কাঠির মতো করে। সেগুলো ফেলতে হবে খোয়াক্ষীরের মতো ঘন হয়ে আসা দুধে। শেষকালে গাওয়া ঘি মাখিয়ে থালায় সাজিয়ে রাখলে দেখতে অবিকল চিংড়ির মুন্ডু! তার উপর এলাচগুঁড়ো ছড়িয়ে দিলে পাগল করা স্বাদ! 
লীলা দেবীর বড়দি সুখলতা রায়ের শ্বশুরবাড়ি ছিল ওড়িশায়। আশকেপিঠের জন্ম নাকি সেখানে। আতপ চালের সঙ্গে সিকি পরিমাণ সাদা কলাই ঘণ্টাখানেক ভিজিয়ে রেখে বাটতে হয়। তারপর সেটা দুধে কিংবা জলে গুলে নিতে হবে। জিনিসটা হবে পোরে ভাজার গোলার মতো ঘন। তারপর একটা ঝকককে চাটু উনুনে গরম করে তার মধ্যিখানে ঢেলে দিতে হবে ছোট একহাতা গোলা। অতঃপর একটা কাঁসার গেলাস চাপা দিয়ে গেলাসের বাইরে দু’হাতা জল ঢালতে হবে। অমনি সবটা বুড়বুড় করে ফুটে উঠবে। তখন ন্যাকড়া দিয়ে গেলাস তুলতেই দেখা যাবে পিঠেটা কেমন ফুরফুর করছে। খুন্তি দিয়ে উল্টে দিতে হবে গেলাস চাপা। সামান্য একটু জল ঢালতেই রেডি অন্য‌ ঩পিঠটাও। সঙ্গে সঙ্গে চাটু নামিয়ে আশকেপিঠেটা থালায় তুলে ভাজা যাবে পরেরটা। সুখলতা দেবীর এক বুড়ি ননদকে এরকম তিরিশটা আশকেপিঠে ভেজে একটা থালায় পদ্মফুলের মতোই সাজিয়ে রাখতে দেখেছিলেন লীলা দেবী। এই পিঠে খেতে হয় নলেন গুড়/চিনির রস মাখিয়ে। 
পাশ্চাত্যের কেককেই অনেকে আমাদের দেশের পিঠের সঙ্গে তুলনা করেন। তবে নিখাদ পিঠে জাতীয় খাবার ঠিক কাদের অবদান তা আজও অজ্ঞাত। এনিয়ে রয়েছে নানা মত। ১৩৩২ বঙ্গাব্দে উত্তর কলকাতায় ‘উত্তরায়ণ সাংস্কৃতিক সংস্থা’র বার্ষিক সাধারণ সভায় দক্ষিণারঞ্জন শাস্ত্রী মশায় ‘পিষ্টকপরিচয়’ শীর্ষক এক প্রবন্ধ পাঠ করেন। পিঠের মতোই রসে ঠাসা ওই লেখায় তিনি জানিয়েছেন, পিঠে বস্তুত বৈদিক যুগের খাবার। তখন অবশ্য গোধূম বা যব থেকে তৈরি করা হতো। চালের পিঠের জন্মকাল ঋগ্বেদের পরবর্তী যুগ। সেই হিসেবে যিশু খ্রিস্টের জন্মের অন্তত দেড় হাজার বছর আগেই ভারতবাসী পিঠে (পুরোডাশ বা পিষ্টক) খাওয়ার মজা নিতে শুরু করেছে। বালগঙ্গাধর তিলকসহ সেকালের কয়েকজন পণ্ডিতের মতে অবশ্য পিঠের জন্মভূমি সুমেরু পার্বত্য অঞ্চল। আবার কারও কারও মতে, পিঠের প্রচলন হয়েছিল কাস্পিয়ান সাগর তীরবর্তী অঞ্চলে। তবে অধিকাংশ পণ্ডিতের অনুমান, ধনধান্যপুষ্পভরা প্রাচ্যদেশই পিঠের পিতৃভূমি। স্বয়ং বিশ্বকর্মাই নাকি পিঠের সৃষ্টিকর্তা। শাস্ত্রী মশায়ের মতে, শ্রীকৃষ্ণের অসংখ্য নামের মতো পিঠেও প্রাচীনকালে অগুনতি নামের হতো—পূপ, অপূপ, আপূপিক, পিষ্ট, পুরোডাশ, পর্পট, শজ্জুলি, ক্ষেণক, লড্ডুর, ঘৃতপুর, মধুমস্তক প্রভৃতি। 
প্রাচীন শাস্ত্রকারগণ পিঠের পুষ্টিগুণ নিয়েও চর্চা করেছেন। তাঁদের রায়, ‘শালি পিষ্টাবতারে কথা ও পিত্তনাশক, স্নেহসিক্তাবতারে গুরু, হৃদ্য এবং বলোপচয়বর্ধক।’ আয়ুর্বেদ শাস্ত্র বলেছে, ‘অন্নাদষ্ট গুণং পিষ্টম্‌’। প্রাচীনকালে পুরোডাশ ছাড়া কোনও ইষ্টি হতো না। পশুযাগেও পশুর মাংসের সঙ্গে পুরোডাশ আহুতি দেওয়া হতো। স্মৃতির যুগেও পুরোডাশের প্রভাব কমেনি। পিতৃপুরুষের জন্য অপূপাষ্টকা শ্রাদ্ধে শুধুমাত্র পিষ্টক নিবেদন করার প্রথা ছিল। পুরাণেও পিঠের প্রতিপত্তি স্বীকার করা হয়েছে। ললিতা, সপ্তমী, দুর্বাষ্টমী, তালনবমী, অনন্তচতুর্দশী প্রভৃতির কোনওটাই পিঠে বিনে সম্পন্ন হয় না। একালের বাউল, বৈষ্ণবরাও পিঠেকে উচ্চস্থান দিয়েছেন। পিঠে জাতীয় মিষ্টি ঠাকুর শ্রীরামকৃষ্ণেরও বিশেষ প্রিয় ছিল। শ্রীমদ্ভাগবতের একাদশ স্কন্ধে শ্রীকৃষ্ণকে পিঠেভোগ দেওয়ার বিধানের উল্লেখ আছে। ক্ষীর, ঘি ও মিষ্টিরসের গোকুলপিঠে নাকি তাঁরই নামে। মীরাবাই কৃষ্ণপুজোয় গোকুলপিঠে উৎসর্গ করতেন। 
পুণ্য পুরাণ, রাধাকৃষ্ণ বিষয়ক কাব্য আর বৈষ্ণব সাহিত্যে নারকেল কোরা নতুন গুড় ও অন্যান্য পুরে প্রস্তুত সাদাপুলি, পায়েসপুলি, ক্ষীরপুলি, ডালের পুলি, সরুচাকলি প্রভৃতির বিবরণ রয়েছে। পরে পৌষসংক্রান্তিতে বহু বাড়িতে এসব হয়ে থাকে। পূর্ববঙ্গ এবং রাঢ়বঙ্গ দু’দিকেই কিছু ধনী ব্যক্তির বাড়িতে এখনও বেশ ঘটা করে পিঠেপুলি বানানো হয়। এই প্রসঙ্গে উদাহরণ দিতে গিয়ে রাধাপ্রসাদ গুপ্ত ‘শীতের বিলাস’ প্রবন্ধে উল্লেখ করেছেন, বাগবাজারের প্রখ্যাত দাশ পরিবারের কথা‌। ‘রসগোল্লার কলম্বাস’ নবীন দাশের নাতি সারদা দাশমশাই পৌষপার্বণে বিশ-তিরিশ রকমের পিঠেপুলি করে প্রিয়জনদের খাওয়াতেন। 
পিঠের আসল মজা হল খেজুর রসে। এর উৎস যদিও কাঠখোট্টা কিছু খেজুর গাছ। গুপ্ত কবি যথার্থই বলেছেন, ‘হায় রে শিশির তোর কি লিখিব যশ।/ কালগুণে অপরূপ কাঠে হয় রস।/ পরিপূর্ণ সুধাবিন্দু খেজুরের কাঠে।/ কাঠ কেটে উঠে রস যত কাঠ কাটে।/ দেবের দুর্লভ ধন জীবনের ঘড়া।/ এক বিন্দু রস খেলে বেঁচে ওঠে মড়া!’ ঈশ্বর গুপ্তের আমলেই ইংরেজরা খেজুর রসের উপর ‘ট্যাকশো’ বসিয়েছিল। প্রতিবাদে কবি লিখেছিলেন, ‘আমাদের ভাগ্য দোষে মিছে করি দ্বেষ।/ বিজাতীয় রাজা হয়ে নষ্ট করে দেশ।/ লোভকারী আবকারী যুক্ত করি কর।/ এমন খেজুর রসে বসাইল কর।/ মাশুল উশুল করে রসের গুড়ে।/ পরে বুঝি গঙ্গাজলে কর দেবে জুড়ে।’ 
দু’শো বছরের ইংরেজ শাসনে কলকাতাসহ গোটা বঙ্গদেশে কেক-পেস্ট্রির প্রচলন যথেষ্ট হয়েছে। ক্রিসমাস আর নিউ ইয়ার উদ্‌যাপনে সাহেব-মেমরা কলকাতা ছাড়া অন্য কোনও জায়গার কথা ভাবতেই পারতেন না। কলকাতাই হয়ে উঠেছিল ‘হাফ বিলেত’। 
স্বাধীন ভারতও সেসব থেকে মুখ ফিরিয়ে থাকতে পারেনি, বিশ্বায়নের যুগে ওই সংস্কৃতির শ্রীবৃদ্ধি ঘটছে বরং উত্তরোত্তর। তবু হারায়নি পিঠেপুলির সংস্কৃতি। বরং গত দু’দশকে পিঠেপুলি বাণিজ্যিক চেহারাও নিয়েছে। বহু মিষ্টান্ন বিক্রেতা মিষ্টির পাশাপাশি এইসময় পিঠেপুলিও তাদের শো-কেসে সাজিয়ে রাখেন। কলকাতা মহানগরে এবং জেলায় জেলায় হয় পিঠেপুলি উৎসব। তা নিয়ে বর্তমান প্রজন্মের বিপুল উৎসাহ বাংলার নিজস্ব সংস্কৃতির জন্য অবশ্যই এক সুখবর। পিঠেপুলি উৎসব ওপার বাংলাতেও হচ্ছে মহাসমারোহে। তাই আজও গ্রামাঞ্চলে পৌষের জন্য জেগে থাকে প্রাণের আকুতি, ‘পৌষ এল গুড়িগুড়ি/ পৌষের মাথায় চালের গুঁড়ি/ এস গো পৌষ যেও না/ জন্ম জন্ম ছেড়ো না।’ সব মিলিয়ে মানতেই হয়, ‘এত ভঙ্গ বঙ্গদেশ, তবুও রঙ্গে ভরা।’
15th  January, 2023
সখা হে
সোমজা দাস

খাওয়া দাওয়া সেরে সবে সিরিয়াল দেখতে বসেছিল বনানী। আর ঠিক তখনই মোবাইলটা বেজে উঠেছিল। অচেনা নম্বর, অপরিচিত কণ্ঠস্বর। টিভির পর্দা থেকে চোখ না সরিয়ে ফোনটা কানে ছুঁইয়েছিল বনানী অগাধ নির্লিপ্তি নিয়ে। ঝিমলি তখনও স্কুলে, অনন্ত কারখানায়। বিশদ

05th  March, 2023
বাবলা
আইভি চট্টোপাধ্যায়

‘অ বউদি, দেখো আবার চলে এসেছে।’ দরজা খুলেই চিত্‍কার করে মামিকে ডাকল ছবি মাসি। ‘আবার!’ ঘরের মধ্যে থেকেই চেঁচিয়ে উঠেছে মামি, ‘একদম ঢুকতে দিবি না।’ বিশদ

26th  February, 2023
সুগন্ধের মতো
নিয়তি রায়চৌধুরী

 

সতর্ক হল সৌম্য। কী সব ভাবছে সে। বোধহয় একেই বলে অবচেতন, নাহলে তো কালকের অফিস ফেরত বিকেলটাই এতক্ষণ ঘুরছিল মনে। মা বলেছিল, ফেরার পথে রুকুর জন্য একটা টিফিন-বক্স কিনে আনবি। আগেরটা পুরনো হয়ে গেছে। কফিশপ থেকে বেরিয়ে সেটা কিনতে গিয়ে কিঙ্কি বলল, দাঁড়াও আমি পছন্দ করে দিচ্ছি। বিশদ

19th  February, 2023
নাইট ক্রিম
মহুয়া সমাদ্দার

কথায় কথায় কথাটা বলেই ফেলল বিনায়ক। প্রথমে ভেবেছিল চুমকির জন্যে কোনও উপহার এনে সারপ্রাইজ দেবে তাকে। কিন্তু শেষরক্ষা করতে পারল না। পেট থেকে কথাটা নীচে পড়তেই লুফে নিল চুমকি। এটা অবশ্য জানাই ছিল বিনায়কের। এত সুন্দর ক্যাচ মিস করার মতো প্লেয়ার নয় সে। বিশদ

12th  February, 2023
প্রথম
সুন্দর  মুখোপাধ্যায়

বরানগরে জয় মিত্তির ঘাটের ঠিক পাশে যেখানে বালির ট্রাকগুলো দাঁড়ায়, তার আড়ালে একখানা একহারা গাছ গঙ্গার দিকে হেলে দাঁড়িয়ে। গাছের নীচে একটা ভাঙা তক্তাপোষ ফিট করে রেখেছে পাঁচু বোস। তাতে লেখা, ‘অনুমতি ছাড়া বসা নিষেধ। আদেশানুসারে।’ বিশদ

05th  February, 2023
মহানগরের ঘোড়ার গাড়ি
কলহার মুখোপাধ্যায়

‘অভিনেতা অক্ষয়কুমারের হাত দিয়েই বদলে গেল কলকাতার ঘোড়ার গাড়ির ইতিহাস...’ শুনেই হেঁয়ালির মতো লাগল। তবে প্রথমেই সত্য-মিথ্যা যাচাই না করে পুরোটা শোনার পর বোঝা গেল গল্পটা।
বিশদ

29th  January, 2023
স্কুলছুট
সায়ন্তনী বসু চৌধুরী

সকাল আটটা সাড়ে আটটা থেকেই আকাশে মেঘ জমছিল। বেলা বাড়তে ঝোড়ো হাওয়ার সঙ্গে শুরু হল টিপটিপ বৃষ্টি। চড়াইদিঘি স্কুলের পাশে এতক্ষণ ব্যাজার মুখে দাঁড়িয়েছিল সুখেন বাউড়ি।
বিশদ

29th  January, 2023
বর্ণাশ্রম
ভগীরথ মিশ্র

নিজে পুরোপুরি নিরক্ষর হলেও মানুষটি মনেপ্রাণে চেয়েছে, নয়ন পড়েশুনে মহা-দিগগজ হোক। সম্ভবত সেই কারণেই, একেবারে শিশুকাল থেকেই, সুযোগটি পাওয়ামাত্র, ঠিক বাচ্চাকে মোয়ার লোভ দেখানোর ভঙ্গিতে  বলত, ‘তুয়াকে কিন্তু মন দিয়ে লিখাপড়া কইরতে হব্যেক বাপ। বিশদ

22nd  January, 2023
বস্তির ছেলে
কাবেরী রায়চৌধুরী

অর্পিতার মেজাজ যে খারাপ করে দিয়েছে সে বুঝেই চায়ের কাপে চুমুক দিয়েই ডাকল, অপু! শুনছ? অপুউউ...!
অপ্রসন্ন মুখ অর্পিতার, বলল, ‘বল, কী?’  বিশদ

08th  January, 2023
অন্তরের আলো জ্বালাতেই
কল্পতরু উৎসব
সন্দীপন বিশ্বাস

১ জানুয়ারি। বাংলা নববর্ষের পাশাপাশি বাঙালির কাছে ইংরেজি নববর্ষের এই দিনটিও বেশ আনন্দের। সেই আনন্দের স্বাদ পেতে বাঙালি সেদিন বেরিয়ে পড়েন পথে। কারও গন্তব্য পার্ক স্ট্রিট, কারও চিড়িয়াখানা, কারও ইকো পার্ক, আবার কেউবা কোনও বিনোদনস্থল বা পর্যটনকেন্দ্রে চলে যান। বিশদ

01st  January, 2023
অমূল্য রতন
প্রদীপ আচার্য

একেবারে বাজপাখির মতো ছোঁ মেরে বইটাকে তুলে নিলেন প্রমদাকান্ত। উত্তেজনায় থরথর করে কাঁপছিলেন তিনি। এই বইটা তিনি এভাবে ফুটপাতে পাবেন কোনওদিন স্বপ্নেও ভাবেননি। নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। কিন্তু, তিনি এই মুহূর্তে যা দেখছেন, তা কোনও ভোজবাজি বা স্বপ্ন নয়। কোনও দৃষ্টিভ্রমও নয়। বিশদ

01st  January, 2023
দেশ-বিদেশের আলোর উৎসব
তরুণ চক্রবর্তী

আমাদের মনের আলো, আমাদের চেতনার আলো জ্বালিয়ে দিতে চেয়েই আজকের দিনটিতে এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন মহামানব যিশু খ্রিস্ট। ক্রুশবিদ্ধ অবস্থায় যন্ত্রণাক্ত হতে হতে তিনি জীবন উৎসর্গ করেছিলেন তাঁর ঘাতকদেরও ক্ষমা করে। আজ আলোই বুঝি তাঁকে প্রণামের সর্বোত্তম উপাদান। বিশদ

25th  December, 2022
অঙ্গুরীমাল
সঞ্জয় রায়

বাবার পাশে বসে বিনোদ দেখত পুকুর ধারে ভেজা মাটি খুঁড়তেই কিলবিল করতে থাকা ক্ষুদ্র কীটগুলো উঠে আসছে। বাবা বলত, ‘এগুলো মাছের খাবার।’ তারপর কিলবিল করতে থাকা সরু লম্বা লম্বা কীটগুলোকে বাবা একটা ভাঁড়ে মাটির ভিতর জমিয়ে রাখত। বিশদ

11th  December, 2022
ভালোবাসার বাগান
বিতস্তা ঘোষাল

এক নাগাড়ে কথাগুলো বলে ছেলেটি বাসে বসা মানুষগুলোর মুখের দিকে তাকাল। কী যেন নিরীক্ষণ করে সামনের সিটে বসা ছেলেটির দিকে একটা কাগজ আর পেনটা এগিয়ে দিয়ে লিখে দেখতে বলল। ছেলেটি লিখতে লিখতেই সে আবার বলে উঠল, ‘কোম্পানি শুধুমাত্র এই একটি পেনই আজ বিক্রি করছেন না, তার সঙ্গে দিচ্ছে আরও দুটো পেন,’ বিশদ

04th  December, 2022
একনজরে
নাবালিকাকে ধর্ষণ করে খুনকাণ্ডে ধৃত ‘জামাই’ মনোজ রায়ের ফাঁসির দাবি উঠেছে। বৃহস্পতিবার ধৃতকে শিলিগুড়ি আদালতে তোলার সময় এই দাবি তোলেন মৃত নাবালিকার প্রতিবেশীরা। ...

উচ্চ মাধ্যমিক দিচ্ছিলেন তনয় মান্না। বাবাকে বলেছিলেন, পরীক্ষা ভালোই হচ্ছে। পরীক্ষার দিয়ে বুধবার সন্ধ্যায় গিয়েছিলেন বন্ধুদের সঙ্গে গ্রুপ স্টাডি করতে। রাত আটটা নাগাদ স্কুটি চালিয়ে বাড়ি ফিরছিলেন। মাঝরাস্তায় একটি মালবাহী গাড়ি সটান এসে ধাক্কা মারে তনয়ের স্কুটিতে। ...

মহারাষ্ট্রের রাজনীতিতে কি নয়া সমীকরণ? এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে রাজ্যের রাজনৈতিক মহলে। রাজ্যের উপ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের পোস্ট করা একটি ছবি জল্পনা উস্কে দিয়েছে। সম্প্রতি তিনি বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। ...

আগামী অর্থবর্ষে প্রায় ২৪ হাজার তরল বর্জ্য নিষ্কাশন ইউনিট বসানোর লক্ষ্যমাত্রা নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।   বর্জ্য নিষ্কাশন ব্যবস্থাপনা গড়ে তোলার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে নবান্ন। সেই অনুযায়ী এখন থেকেই প্রয়োজনীয় পদক্ষেপ করছে পঞ্চায়েত দপ্তর।  ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

মেয়াদি সঞ্চয় থেকে অর্থাগম যোগ আছে। সন্তানের আবদার মেটাতে অর্থ ব্যয়। ধর্মকর্মে মন আকৃষ্ট হবে। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব যক্ষ্মা দিবস
বিশ্ব আবহাওয়া দিবস

১৬০৩: ইংল্যান্ডের রানী প্রথম এলিজাবেথের মৃত্যু
১৬৯৩: ইংরেজ সূত্রধর ও ঘড়ি-নির্মাতা জন হ্যারিসনের জন্ম
১৮৬১: লন্ডনে প্রথম ট্রাম চলাচল শুরু হয়
১৮৭৪:  বিশ্বের অন্যতম সেরা জাদুকর হ্যারি হুডিনির জন্ম
১৯০৫: ফরাসি লেখক জুল ভার্নের মৃত্যু
১৯৩৩: এড্লফ হিটলার জার্মানির একনায়ক হন
১৯৫৬: পাকিস্তানকে ইসলামী প্রজাতন্ত্র ঘোষণা করা হয়
১৯৬১: ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ডিন জোন্সের জন্ম
১৯৬৫: মার্কিন পেশাদার কুস্তীগির দ্য আন্ডারটেকারের জন্ম
১৯৭৯: অভিনেতা ইমরান হাসমির জন্ম
২০০৫: সঙ্গীতপরিচালক,আবহসঙ্গীতপরিচালক ও যন্ত্র সঙ্গীত শিল্পী ভি বালসারার মৃত্যু
২০২২: টলিউড অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮১.৩৩ টাকা ৮৩.০৭ টাকা
পাউন্ড ৯৯.৬৭ টাকা ১০৩.০৭ টাকা
ইউরো ৮৮.১২ টাকা ৯১.২৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৫৯,৯০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৫৬,৮৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৫৭,৭০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬৯,৪০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬৯,৫০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৯ চৈত্র, ১৪২৯, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩। তৃতীয়া ২৮/১৭ অপরাহ্ন ৫/১২। অশ্বিনী নক্ষত্র ১৯/১২ দিবা ১/২২। সূর্যোদয় ৫/৪১/২২, সূর্যাস্ত ৫/৪৫/৮। অমৃতযোগ দিবা ৭/১৬ মধ্যে পুনঃ ৮/৪ গতে ১০/৩০ মধ্যে পুনঃ ১২/৫৫ গতে ২/৩২ মধ্যে পুনঃ ৪/৯ গতে অস্তাবধি। রাত্রি ৭/২১ গতে ৮/৫৬ মধ্যে পুনঃ ৩/১৬ গতে ৪/৪ মধ্যে। মাহেন্দ্রযোগ রাত্রি ১০/৩১ গতে ১১/১৯ মধ্যে পুনঃ ৪/৪ গতে উদয়াবধি। বারবেলা ৮/৪২ গতে ১১/৪৩ মধ্যে। কালরাত্রি ৮/৪৪ গতে ১০/১৪ মধ্যে। 
৯ চৈত্র, ১৪২৯, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩। তৃতীয়া রাত্রি ৭/৩০। অশ্বিনী নক্ষত্র দিবা ৩/৫০। সূর্যোদয় ৫/৪৩, সূর্যাস্ত ৫/৪৫। অমৃতযোগ দিবা ৭/৫ মধ্যে ও ৭/৫৫ গতে ১০/২৪ মধ্যে ও ১২/৫৩ গতে ২/৩২ মধ্যে ও ৪/১১ গতে ৫/৪৬ মধ্যে এবং রাত্রি ৭/২৩ গতে ৮/৫৬ মধ্যে ও ৩/৭ গতে ৩/৫৩ মধ্যে। মাহেন্দ্রযোগ রাত্রি ১০/২৯ গতে ১১/১৫ মধ্যে ও ৩/৫৩ গতে ৫/৪২ মধ্যে। বারবেলা ৮/৪৩ গতে ১/৪৪ মধ্যে। কালরাত্রি ৮/৪৫ গতে ১০/১৪ মধ্যে। 
১ রমজান।

ছবি সংবাদ

এই মুহূর্তে
কালীঘাটে জনতা দলের (সেকুলার) নেতা কুমারস্বামীকে স্বাগত জানালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

05:26:00 PM

৩৫৩ পয়েন্ট পড়ল সেনসেক্স

03:10:12 PM

রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ
লোকসভায় সদস্যপদ খোয়ালেন রাহুল গান্ধী। আজ, শুক্রবার সেই বিষয়ে লোকসভার ...বিশদ

02:24:00 PM

কুপওয়ারায় অনুপ্রবেশকারী জঙ্গিকে নিকেশ করল নিরাপত্তা বাহিনী
উপত্যকায় নিকেশ এক জঙ্গি। আজ, শুক্রবার জম্মু-কাশ্মীরের কুপওয়ারা জেলার জাব্দির ...বিশদ

02:00:25 PM

মুর্শিদাবাদে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই ব্যক্তি

01:47:17 PM

২৪ পয়েন্ট উঠল সেনসেক্স

01:38:25 PM