Bartaman Patrika
প্রচ্ছদ নিবন্ধ
 

অর্ধশতবর্ষে শ্বেত বিপ্লব 
কল্যাণ বসু

‘আমার সন্তান যেন থাকে দুধে ভাতে...’
রায়গুণাকর ভারতচন্দ্রের ‘অন্নদামঙ্গল’ কাব্যে ঈশ্বরী পাটনীর কালজয়ী বর প্রার্থনা ছিল এটাই। ‘অন্নপূর্ণা ও ঈশ্বরী পাটনী’র এই অবিস্মরণীয় পংক্তিতে সন্তানের মঙ্গলচিন্তা যেমন রয়েছে, তেমনই রয়েছে সন্তানের মঙ্গলার্যে বিরাট কোনও লোভ না দেখিয়ে শুধুমাত্র দুধ-ভাতের আজীবন জোগান প্রার্থনা করা। সুস্থ-সবল সন্তানের জন্য ভাতের সঙ্গে দুধের অপরিহার্যতার কথাও আষ্টেপৃষ্টে জড়িয়ে রয়েছে এই প্রার্থনায়।
আসলে প্রায় পৌনে তিনশো বছর আগে দুধ সম্পর্কে যে মূল্যায়ন ছিল তা আজও বর্তমান। বরং বহুলাংশে তা বেড়েছে। কারণ, প্রোটিনের তরল উৎস হিসেব এর পুষ্টিমূল্য অপরিসীম। গোদুগ্ধের বিভিন্ন উপাদানের আন্তর্জাতিক গড়ে চোখ রাখলেই তা স্পষ্ট হবে। দুধে জল, কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন এবং ভিটামিন ও খনিজ লবনের শতকরা পরিমাণ যথাক্রমে ৮৬.৫, ৪.৮, ৪.৫, ৩.৫ এবং ০.৭। তাই ‘গোরুর দুধে সোনা আছে’ মন্তব্য অবিজ্ঞানসুলভ হলেও, গোদুগ্ধ যে নিজগুণে মহিমান্বিত, তা সর্বৈব সত্য। সেজন্যই হয়তো একালের জীবনমুখী গানেও শোনা যায়, ‘দুধ না খেলে হবে না ভালো ছেলে।’
তবে দুগ্ধমাহাত্ম্যের কথা বহু আগে থেকে জানা থাকলেও, সবার কাছে তা সহজলভ্য ছিল না। বাটি ভর্তি দুধ-কলা, আম, কাঁঠাল চটকে তা সেবন করার সময় মোটা গোঁফে তার ছাপ রাখাটা যেন ছিল জমিদারি কালচার। দু’কাপ চায়ে আধসের দুধ মিশিয়ে পান করার সামর্থ্য, প্রাপ্যতা ও বিলাসিতা ক’জনেরই বা আর ছিল! ১৯৭০ সালের আগে ভারত ছিল দুধ উৎপাদনে ঘাটতিপূর্ণ দেশ এবং বিশ্বে পঞ্চাশতম স্থানে। কিন্তু ওই বছর গুজরাতের আনন্দ জেলায় শুরু হয় ‘অপারেশন ফ্লাড’ (দুধের বন্যা বা পর্যাপ্ততা বোঝাতে)। মূলত গোরুর দুধকেন্দ্রিক এই সমবায় আন্দোলন ‘শ্বেত বিপ্লব’ নামেও গোটা বিশ্বে পরিচিত। ফল ফলতে শুরু করল। তিন দশকের মধ্যে দুধ উৎপাদনে বিশ্বে পঞ্চাশতম স্থান থেকে ভারত উঠে এল প্রথম স্থানে। ১৯৯৮ সালে আমেরিকাকে পিছনে ফেলে দিয়ে ভারতের এই শিরোপা অর্জন। বিপ্লব তো বটেই!
বিপ্লব সম্পর্কে একটা প্রবাদসম কথা আছে। ‘এভরি রেভ্যুলিউশন ওয়াজ ফার্স্ট আ থট ইন ওয়ান ম্যানস মাইন্ড’। বিশ্বে ‘গ্রিন রেভ্যুলিউশন’ বা সবুজ বিপ্লবের পিছনে যেমন নরম্যান বোরলগ, যাঁকে সবুজ বিপ্লবের জনক বা ‘বিশ্বের অন্নদাতা’ বলা হয়, তেমনই ভার্গিস ক্যুরিয়েনকে বলা হয় ভারতে ‘শ্বেত বিপ্লবের জনক’ বা ‘সিল্ক ম্যান অব ইন্ডিয়া’। তাঁর জন্ম তারিখ ২৬ নভেম্বরকে ‘জাতীয় দুগ্ধ দিবস’ হিসেবে মান্য করা হচ্ছে ২০১৪ সাল থেকে। কেরলের কালিকটে (বর্তমানে কোঝিকোড়) জন্ম নেওয়া এই ব্যক্তিটির পুরস্কারের তালিকায় চোখ রাখলেই বোঝা যায় ডেয়ারি শিল্পে তাঁর অবদান কতখানি। আন্তর্জাতিক স্তরে ‘অর্ডার অব এগ্রিকালচারাল মেরিট’ (ফ্রান্স ১৯৯৭), ‘ওয়ার্ল্ড ফুড প্রাইজ’ (১৯৮৯), ‘ইন্টারন্যাশনাল পার্সন অব দ্য ইয়ার’ (১৯৯৩), ‘ওয়াটেলার পিস প্রাইজ’ (১৯৮৬, নেদারল্যান্ড), ‘রামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড’ (১৯৬৩)। আর জাতীয় স্তরে ‘কৃষি রত্ন’ (১৯৮৬), ‘পদ্মশ্রী’ (১৯৬৫), ‘পদ্মভূষণ’ (১৯৯৬), ‘পদ্মবিভূষণ’ (১৯৯৯)-এ ভূষিত তিনি। মূলত তাঁর নেতৃত্বেই সাফল্যের চূড়ায় পৌঁছতে পেরেছিল ‘শ্বেত বিপ্লব’।
গুজরাতের আনন্দ জেলায় এদেশের প্রথম ডেয়ারি প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৩০ সালে। ‘পলসন’ ব্র্যান্ড হিসেবে। কিন্তু ওই ডেয়ারিতে দোয়ানো দুধ নিয়ে আসা গ্রামের মানুষেরা নানাভাবে বঞ্চিত হতেন। কারণ, সরকার এই প্রান্তিক দুধচাষিদের দুধ সংগ্রহ করে মুম্বই শহরে তা সরবরাহের একচেটিয়া ক্ষমতা দিয়েছিল পলসনকে। বঞ্চিত হতে হতে কাইরা অঞ্চলের দুধ সরবরাহকারীদের মধ্যে অসন্তোষ বাড়ছিল ক্রমশ। তাঁরা তখন স্থানীয় নেতা ত্রিভূবনদাস প্যাটেলের নেতৃত্বে সর্দার বল্লভভাই প্যাটেলের শরণাপন্ন হন। তিনি বিক্ষুব্ধ কৃষকদের (ডেয়ারি বা দুধ-কৃষক) আলাদাভাবে একটা সমবায় গড়ার পরামর্শ দেন। সেই মোতাবেক জন্ম নিয়েছিল ‘কাইরা ডিস্ট্রিক্ট কো-অপারেটিভ মিল্ক প্রোডিউসারস ইউনিয়ন’। এই সমবায় আন্দোলন যাতে আরও জোরদার হয়, সেজন্য তিনি কৃষকদের কাছে মোরারজি দেশাইকে পাঠান। এরপর গ্রামে গ্রামে এরকম সমবায় গড়ে উঠতে লাগল। ১৯৪৬ সালের ১৪ ডিসেম্বর ‘আনন্দ মিল্ক ইউনিয়ন লিমিটেড’ (যা ‘আমূল’ নামে সকলের কাছে পরিচিত) রেজিস্টার্ড হয়। এর প্রতিষ্ঠাতা সেই ত্রিভূবনদাস প্যাটেল। ১৯৪৮ সালের জুন মাসে কাইরা কো-অপারেটিভ ‘বোম্বে মিল্ক স্কিম’-এর জন্য দুধের পাস্তুরাইজেশন শুরু করে। ১৯৪৯ সালে ডঃ ক্যুরিয়েন আমূলে যোগদান করেন এবং প্রকৃত শ্বেত বিপ্লবের গতি জোর পায়।
যে সমবায় মডেলের দ্বারা সাফল্যের মুখ দেখা, তা ‘আনন্দ প্যাটার্ন’ নামে ততদিনে দেশ-বিদেশে আলোচিত। এই মডেলের বৈশিষ্ট্য হল প্রান্তিক দুধ-চাষিরা সংগৃহীত দুধ এনে দেবেন গ্রামের সমবায় সমিতিতে। সেখান থেকে সব গ্রামের মিলিত দুধ যাবে জেলার দুগ্ধ ইউনিয়নে। সবশেষে রাজ্য দুগ্ধ পরিষদে গিয়ে তা গচ্ছিত হবে। আমূলের ক্ষেত্রে ক্যুরিয়েনের এই তিন ধাপবিশিষ্ট সমবায় মডেলের সফল রূপায়ণ দেখে তদানীন্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রী জাতীয় ডেয়ারি উন্নয়ন নীতির ক্ষেত্রেও তা অনুসরণের পরিকল্পনা করেন। আসলে এই মডেলের সাফল্যের পিছনে চারটে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর ছিল। এক, প্রান্তিক দুধ চাষিদের হাতেই থাকছে তাঁদের ডেয়ারির মালিকানা। দুই, তাঁদের নির্বাচিত প্রতিনিধিরাই গ্রামীণ সমবায় সোসাইটি এবং জেলার ইউনিয়নগুলি নিয়ন্ত্রণ করেন। তিন, ডেয়ারি চালানো এবং ব্যবসা পরিচালনার জন্য পেশাদার লোক নিয়োগ করে তারা। চার, সমবায়গুলি দুধ চাষিদের চাহিদা ও দাবির বিষয়ে সহানুভূতিশীল ও সক্রিয়।
এই মডেলের উপর ভিত্তি করেই ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত হয় ‘জাতীয় ডেয়ারি উন্নয়ন পর্ষদ’ (এনডিডিবি) চেয়ারম্যান পদে অভিষিক্ত হন ডঃ ক্যুরিয়েন। এর পাঁচ বছর বাদে ১৯৭০ সাল থেকে শুরু হল ডঃ ক্যুরিয়েনের ‘বিলিয়ন-লিটার আইডিয়া’ রূপায়ণের স্বপ্নের প্রকল্প ‘অপারেশন ফ্লাড’। এই প্রকল্পের মুখ্য উদ্দেশ্যগুলি ছিল প্রচুর দুধ উৎপাদনের মাধ্যমে দেশকে স্বয়ংসম্পূর্ণ করে তোলা, যাতে প্রতিটি নাগরিক দুধের সঠিক জোগান পেতে পারেন। এর সঙ্গে দুধের গুণমান উন্নত করা, ভারতের শহর ও নগরের দুধ উৎপাদনকারী ও ভোগকারীদের মধ্যে জাতীয় ‘মিল্ক গ্রিড লিঙ্কিং’-এর ব্যবস্থা করা, ঋতুনির্ভর এবং আঞ্চলিক মূল্য পার্থক্য কমিয়ে আনা, ভোক্তাদের সঠিক দামে দুধ পাওয়ার ব্যবস্থা করা, উৎপাদক ও ভোগকারীদের মাঝে মধ্যস্বত্বকারীদের বিলোপ ঘটানো, গ্রামীণ মানুষদের উপার্জন বাড়িয়ে দারিদ্র্য দূরীকরণ ইত্যাদি বিষয়গুলিও ছিল এই প্রকল্পের লক্ষ্য।
এই প্রকল্প রূপায়িত হয়েছিল তিনটি ধাপে। প্রথম ধাপের সময় ১৯৭০-১৯৮০। ঠিক হয়েছিল ১৯৭৫-এর মধ্যেই প্রকল্প রূপায়িত হবে। কিন্তু সেটা হয়েছিল ১৯৭৯ সালে। প্রকল্পের এই ধাপে ব্যয় হয়েছিল ১১৬ কোটি টাকা। ‘বিশ্ব খাদ্য প্রকল্প’-র মাধ্যমে ইউরোপীয় ইকনমিক কমিউনিটি ভারতকে যে স্কিমড গুঁড়ো দুধ ও মাখন-তেল দিয়েছিল, তা বিক্রি করে এই ধাপের অর্থের জোগান হয়েছিল। এই ধাপে চারটে মেট্রোপলিটন শহরের (দিল্লি, মুম্বই, কলকাতা ও চেন্নাই) উপভোক্তাদের সঙ্গে দেশের ১৮টি অগ্রগণ্য দুগ্ধশালার (মিল্ক শেড) সংযোগ স্থাপন সম্ভব হয়েছিল।
প্রথম ধাপের লক্ষ্য ছিল ওই চার মহানগরে মার্কেটিংয়ের দ্বারা ডেয়ারি বিভাগকে সংগঠিত করা, গ্রামীণ ডেয়ারি পশুদের উন্নতি ঘটিয়ে দুধের উৎপাদন ও সংগ্রহ বাড়ানো এবং দুধের বাজারে দুধ চাষিদের ভাগ বাড়ানো। দ্বিতীয় ধাপে (১৯৮০-১৯৮৫) মিল্ক শেডের সংখ্যা ১৮ থেকে বেড়ে হল ১৩৬। প্রান্তিক দুধ চাষির সংখ্যা ৪২ লক্ষ ৫০ হাজার, যাঁরা দেশের ৪৩ হাজার গ্রামীণ সমবায়ের সঙ্গে যুক্ত। দুধের গুঁড়ো উৎপাদন ২২ হাজার টন থেকে বেড়ে ১ লক্ষ ৪০ হাজার টন হল। শহরে ২৯০টি দুধের আউটলেট খোলা হল। তৃতীয় ধাপে (১৯৮৫-১৯৯৬) মিল্ক শেডের সংখ্যা ১৩৬ থেকে বেড়ে হল ১৭৩, ডেয়ারি সমবায়ের সংখ্যা বেড়ে হল ৭৩ হাজার। এই ধাপে মূলত গবাদি পশুর স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে গবেষণা ও উন্নতির দিকে গুরুত্ব দেওয়া হল।
প্রকল্প শুরুর ২৮ বছরের মাথায় দুধ উৎপাদনে পঞ্চাশতম দেশ থেকে প্রথম স্থানে উঠে এল ভারত। আরও কিছু তথ্যে নজর রাখলে বোঝা যাবে এই প্রকল্পের সাফল্য কতখানি। ১৯৭০ সালে দুধ উৎপাদনের পরিমাণ ছিল ২ কোটি টন। বর্তমানে তা ১৬ কোটি ৭০ লক্ষ মেট্রিক টন। প্রতি বছর উৎপাদন বৃদ্ধির হার প্রায় ৪.৫ শতাংশ, যখন বিশ্বে এই হার ১.৮ শতাংশ। আর এই বৃদ্ধিতে ভারতের অবদান ১ শতাংশ। দুধের মাথা পিছু দৈনিক ব্যবহার এদেশে ১৯৫০-৫১ সালে ছিল ১৩০ গ্রাম। ২০১৭-১৮ তে এসে তা বেড়ে হয়েছে ৩৭৪ গ্রাম, বিশ্বের ক্ষেত্রে যা ২৯৪ গ্রাম। দেশে উৎপাদিত প্রধান দুই শস্য ধান ও গমের একত্র মূল্য যা, তার থেকে উৎপাদিত দুধের মূল্য বেশি— ৬.৫ লক্ষ কোটি টাকা।
এই বিরাট সাফল্যের অনুষঙ্গ হিসেবে বিতর্কও আছে। ঠিক যেমন কৃষিক্ষেত্রে উৎপাদন বাড়াতে সবুজ বিপ্লবের জন্য উচ্চফলনশীল বীজ, তার জন্য প্রয়োজনীয় রাসায়নিক সার এবং জলের চাহিদার বাহুল্য নিয়ে বিতর্ক, ঠিক তেমনই শ্বেত বিপ্লবের ক্ষেত্রে অন্যতম বিতর্ক উচ্চ দুগ্ধ উৎপাদনকারী বিদেশি গবাদি আমদানি নিয়ে। উচ্চফলনশীল বীজের সার-জলের চাহিদা যেমন খুব বেশি, তেমনই এইসব উচ্চ দুগ্ধউৎপাদনকারী গবাদিদের খাই-খরচও এত বেশি যে, ভারতীয় প্রেক্ষাপটে সমস্যার কারণ বইকি!
তবে সব বড় কাজের কিছু ভুলত্রুটি থাকেই। তা সেই কাজের মহত্বকে খাটো করতে পারে না। ‘অপারেশ ফ্লাড’-এর অবদান ভারতবর্ষে সেরকমই। এটি বিশ্বের সর্ববৃহৎ ডেয়ারি উন্নয়ন প্রকল্প যার মাধ্যমে ডেয়ারি ফার্মই হয়ে উঠেছে ভারতের সর্ববৃহৎ স্ব-বহমান (সেলফ-সাসটেনেবল) গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টিকারী ব্যবস্থা। আর এতে মহিলাদের বিপুল অংশগ্রহণও উল্লেখযোগ্য। বস্তুত, সমবায় আন্দোলনের জয়ধ্বজা উড়িয়েছে এই শ্বেত বিপ্লব। প্রায় ১০১ বছর আগে রবীন্দ্রনাথ দেশের তথা বিশ্বের দারিদ্র্য দূরীকরণে সমবায় আন্দোলনের গুরুত্বের কথা সবিস্তারে বলেছিলেন যার একটা অংশ এই শ্বেত বিপ্লবের ক্ষেত্রে হুবহু মিলে যায়। তিনি লিখেছিলেন, ‘কোনও চাষির গোয়ালে যদি তার নিজের প্রয়োজনের অতিরিক্ত এক সের মাত্র দুধ বাড়তি থাকে, সে দুধ লইয়া সে ব্যবসা করিতে পারে না। কিন্তু একশো, দেড়শো চাষি আপন বাড়তি দুধ একত্র করিলে মাখন-তোলা কল আনাইয়া ঘিয়ের ব্যবসা চালাইতে পারে।...এমনি করিয়া অনেক গৃহস্থ অনেক মানুষ একজোট হইয়া জীবিকা নির্বাহ করিবার যে উপায় তাহাকেই য়ুরোপে আজকাল কো-অপারেটিভ-প্রণালী এবং বাংলায় ‘সমবায়’ নাম দেওয়া হইয়াছে। আমার কাছে মনে হয়, এই কো-অপারেটিভ-প্রণালীই আমাদের দেশকে দারিদ্র্য হইতে বাঁচাইবার একমাত্র উপায়। আমদের দেশ কেন, পৃথিবীর সকল দেশেই এই প্রণালী একদিন বড়ো হইয়া উঠিবে।’ তাঁর এই ভবিষ্যদ্বাণীকেই প্রবলভাবে প্রতিষ্ঠিত করেছে এই শ্বেত বিপ্লব। দেশের প্রতিটি সন্তান যেন থাকে দুধে-ভাতে, এই হোক শ্বেত বিপ্লবের সুবর্ণ জয়ন্তী বছরের অঙ্গীকার। 
24th  November, 2019
রাজ সিংহাসন
প্রণবকুমার মিত্র

 দরবারে আসছেন মহারাজ। শিঙে, ঢাক, ঢোল, কাঁসর ঘণ্টার বাদ্যি আর তোপের শব্দ সেটাই জানান দিচ্ছে। তারপর সাঙ্গপাঙ্গ নিয়ে মহারাজ ধীর পায়ে গিয়ে বসলেন রাজ সিংহাসনে। আগেকার দিনে রূপকথার গল্পে এটাই বলা হতো।
বিশদ

08th  December, 2019
আ ম্মা হী ন তামিল রাজনীতি
রূপাঞ্জনা দত্ত

২৪ ফেব্রুয়ারি। তামিলনাড়ুর কাছে এটা একটা বিশেষ দিন। মন্দিরে মন্দিরে উপচে পড়ত ভিড়। সবার একটাই প্রার্থনা, ‘আম্মা নাল্লামাগা ইরঙ্গ’। ‘আপনি ভালো থাকুন’। ওইদিন তিনিও যেতেন মন্দিরে। নিজের জন্মদিনে ভক্তদের ভালোবাসা বিলোতে। সেটাকে অবশ্য ‘পুরাচি থালাইভি’র আশীর্বাদ বলেই গণ্য করত সবাই।   বিশদ

01st  December, 2019
অচেনা অযোধ্যা
সমৃদ্ধ দত্ত

 সরযূ নদীর নয়াঘাটে মাঝেমধ্যেই দেখা যাবে এক টানাপোড়েনের দৃশ্য। গোন্দা জেলার মানকপুর গ্রামের রমাদেবী নিজের মেয়ের সামনে হাতজোড় করে বলছেন, ‘আমাকে ছেড়ে দে রে..আমি কয়েকদিন পর আবার চলে যাব..সত্যি বলছি যাব।’ মেয়ে জানে মায়ের কথার ঠিক নেই। আজ বিশ্বাস করে ছেড়ে দিলে, সত্যিই কবে যাবে, কোনও ঠিক নেই।
বিশদ

17th  November, 2019
বিস্মৃতপ্রায় সুরেন্দ্রনাথ
রজত চক্রবর্তী

কালো পুলিস ভ্যানটা ঢুকতেই উত্তেজিত জনতা যেন তাতে ঝাঁপিয়ে পড়তে চাইছে। আন্দোলনের নেতৃত্বে স্বয়ং ‘বাংলার বাঘ’ আশুতোষ মুখোপাধ্যায়। হবে নাই বা কেন! বাংলার জাত্যাভিমানকে পরিচিতি দিয়েছিলেন পুলিস ভ্যানের ভিতরে বসে থাকা ব্যক্তিটিই। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। আজ তাঁর জন্মদিন। বিশদ

10th  November, 2019
সুরেন্দ্রনাথের সাংবাদিক সত্ত্বা 
ডাঃ শঙ্করকুমার নাথ

১৮৮৩ সালে কলকাতা হাইকোর্ট ‘The Bengalee’ পত্রিকার সম্পাদক সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং মুদ্রাকার-প্রকাশক রামকুমার দে’র নামে রুল জারি করার নির্দেশ দিল এবং পরের দিন তা কার্যে পরিণত হল। বলা হল— ‘আদালত অবমাননা করার অপরাধে কেন জেলে যাইবেন না, তাহার কারণ প্রদর্শন করুন।’ 
বিশদ

10th  November, 2019
আরাধনা ৫০
সমৃদ্ধ দত্ত

 রবি শর্মার বাড়িতে গুরু দত্ত এসেছেন। প্রায় মধ্যরাত। এত রাতে কী ব্যাপার? রবি শর্মা চোখে জিজ্ঞাসু দৃষ্টি। গুরু দত্ত বললেন, ‘রবি আমি একটা গান চা‌ই। একটি মানুষ অনেক রাত পর্যন্ত মুশায়রার আসর থেকে বাড়ি ফিরেছে। তার সবেমাত্র বিয়ে হয়েছে। অপূর্ব সুন্দরী স্ত্রী। সেই মেয়েটি স্বামীর জন্য অপেক্ষা করে করে একসময় ঘুমিয়ে পড়েছে। স্বামী ভদ্রলোক বাড়ি ফিরে দেখছেন স্ত্রী গভীর ঘুমে আচ্ছন্ন।
বিশদ

03rd  November, 2019
ডাকাত কালী
সুভাষচন্দ্র বন্দ্যোপাধ্যায়

 কয়েকশো বছর আগের কাহিনী। তখন এখানে চারপাশে ঘন জঙ্গল। বহু জায়গায় সূর্যালোক পর্যন্ত পৌঁছত না। ছিল একাধিক হিংস্র পশুও। পাশেই সরস্বতী নদীর অববাহিকা। সেখানে বহু ডাকাতের বসবাস ছিল। বাংলার বিখ্যাত রঘু ও গগন ডাকাতও এই পথ দিয়ে ডাকাতি করতে যেতেন।
বিশদ

27th  October, 2019
মননে, শিক্ষায় পুরোপুরি বাঙালি

সুইডিশ অ্যাকাডেমি ঘোষণাটা করার পর কিছু সময়ের অপেক্ষা। আগুনের মতো খবরটা ছড়িয়ে গিয়েছিল গোটা দেশে... একজন বাঙালি, একজন ভারতীয় আরও একবার জগৎসভায় দেশের নাম উজ্জ্বল করেছেন। অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। অমর্ত্য সেনের পর অর্থনীতিতে নোবেল পাচ্ছেন তিনি। বিশদ

20th  October, 2019
অর্থনীতিতে নীতি
অনির্বাণ মুখোপাধ্যায়

 লেখাটা শুরু করা যেতে পারে আমার ছাত্রজীবনে রাশিবিজ্ঞানের ক্লাসে শোনা একটা গল্প দিয়ে। কোনও একসময় ইংল্যান্ডের স্কুলশিক্ষা দপ্তর ঠিক করেছিল, স্কুলের বাচ্চাদের দুধ খাইয়ে দেখবে তাদের স্বাস্থ্যের উপর তার কোনও সুপ্রভাব পড়ে কি না। সেইমতো স্কুলগুলিতে কোনও একটি ক্লাসের অর্ধেক বাচ্চাকে দুধ খাওয়ানো হয় এবং বাকিদের তা দেওয়া হয়নি। বিশদ

20th  October, 2019
বাহন কথা 
রজত চক্রবর্তী

আকাশে সোনার থালার মতো চাঁদ। বাড়িতে বাড়িতে দোরগোড়া থেকে লতানে ধানের শিষ। এঁকে বেঁকে চলে গিয়েছে চৌকাঠ ডিঙিয়ে, ডাইনিংয়ের পাশ দিয়ে প্রতিটি ঘরে ঘরে... এমনকী সিঁড়ির পাশ দিয়েও উঠেছে দোতলায়। ধানের শিষের পাশে পাশে ছোট্ট ছোট্ট সুন্দর পায়ের ছাপ।  
বিশদ

13th  October, 2019
প্র তি মা র বি ব র্ত ন
সোমনাথ দাস

বর্ষা আর শরৎ এখন মিলেমিশে একাকার। বিশ্ব উষ্ণায়নের কৃপাদৃষ্টিতে শহরবাসীর পক্ষে আর এই দু’টি ঋতুকে আলাদা করা সম্ভব নয়। তবে ভাদ্রের সমাপ্তি এবং আশ্বিনের সূচনা বাঙালির জীবনে নিয়ে আসে এক অনাবিল আনন্দ। মা দুর্গার আগমনবার্তায় আমাদের হৃদয় নেচে ওঠে।   বিশদ

29th  September, 2019
পুজোর ফুলের যন্ত্রণা
বিশ্বজিৎ মাইতি

 বিশ্বজিৎ মাইতি: হাওড়া‑খড়্গপুর রেলওয়ে শাখার বালিচক স্টেশন। মার্চ মাসের এক শুক্রবারের সকালে বেশ কয়েকজনকে ধরেছেন টিটি। বিনা টিকিটে ট্রেন সফর। তাঁদের মধ্যে এক যুবকের হাতে গোটা চারেক বস্তা। হাতে একগুচ্ছ ব্যাগ। গাল ভর্তি দাড়ি। উসকো-খুসকো চুল। পরনে নানান দাগে ভর্তি জামা ও হাফপ্যান্ট। করুণ চোখে আচমকাই নিজের মানিব্যাগ টিটির মুখের সামনে দেখিয়ে ধরা গলায় বলল, ‘স্যার একটা টাকাও নেই। পুরো শরীর চেক করে দেখুন...।
বিশদ

22nd  September, 2019
ভো-কাট্টা

বিশ্বকর্মা পুজোর সঙ্গে ঘুড়ি ওড়ানোটা সমার্থক হয়ে গিয়েছে। বিশ্বকর্মা পুজো মানেই আকাশজোড়া ঘুড়ির আলপনা। অসংখ্য ঘুড়ির ভেলায় যেন স্বপ্ন ভাসে। বহু কৈশোর আর যৌবনের মাঞ্জায় লেগে আছে ঘুড়ি ওড়ানোর স্মৃতি। যে ছেলেটা কোনওদিন সকাল দেখেনি, সেও বিশ্বকর্মা পুজোর দিনে সূর্য ওঠার আগেই ঘুড়ি-লাটাই নিয়ে ছাদে উঠে যায়।  
বিশদ

15th  September, 2019
নির্মাণশিল্পী বিশ্বকর্মা
সন্দীপন বিশ্বাস

জরাসন্ধ তখন প্রবল প্রতাপান্বিত। বারবার মথুরা আক্রমণ করছিলেন। কিন্তু সপ্তদশ প্রচেষ্টাতেও মথুরা জয় করা তাঁর পক্ষে সম্ভব হয়নি। তাই ফের তিনি মথুরা আক্রমণের প্রস্তুতি নিতে লাগলেন। কৃষ্ণ অবশ্য জানতেন জরাসন্ধ কিছুতেই মথুরা জয় করতে পারবেন না।
বিশদ

15th  September, 2019
একনজরে
সংবাদদাতা, পুরাতন মালদহ: ডেঙ্গু নিয়ে আতঙ্ক ছড়িয়েছে চাঁচলে। এই সপ্তাহেই চাঁচলের খরবা প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। কলকাতার একটি নার্সিংহোমে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তাঁর।  ...

তিরুবনন্তপুরম, ৯ ডিসেম্বর: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বিরাট কোহলি নিজের ব্যাটিং পজিশন ছেড়ে দিয়েছিলেন শিবম দুবেকে। তিন নম্বরে ব্যাট করার সুযোগটা দারুণভাবে কাজে ...

ওয়েলিংটন, ৯ ডিসেম্বর (এএফপি): ছবির মতো সুন্দর হোয়াইট আইল্যান্ড। ভ্রমণের আনন্দে মশগুল পর্যটকের দল। ভরদুপুরে হঠাৎ করে জেগে উঠল আগ্নেয়গিরি। সোমবার নিউজিল্যান্ডের এই ঘটনায় মৃত্যু হল অন্তত পাঁচজনের। জখম ১৮ জন। সরকারি সূত্রে খবর, আটকে পড়েছেন বহু পর্যটক। তাঁদের উদ্ধারের ...

জম্মু, ৯ ডিসেম্বর (পিটিআই): কয়েকদিন বন্ধ থাকার পর ফের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে গুলি চালাল পাক সেনা। সোমবার ভোর পৌনে চারটে নাগাদ জম্মু ও কাশ্মীরের পুঞ্চ সেক্টরে ভারতীয় সেনার চৌকি লক্ষ্য করে তারা গুলি চালায়। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

কর্মপ্রার্থীদের ক্ষেত্রে শুভ। সরকারি ক্ষেত্রে কর্মলাভের সম্ভাবনা। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আসবে। প্রেম-ভালোবাসায় মানসিক অস্থিরতা থাকবে। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব মানবাধিকার দিবস,
১৮৭০- ঐতিহাসিক যদুনাথ সরকারের জন্ম,
১৮৮৮- শহিদ প্রফুল্ল চাকীর জন্ম,
২০০১- অভিনেতা অশোককুমারের মৃত্যু  



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭০.৪৪ টাকা ৭২.১৪ টাকা
পাউন্ড ৯২.০৭ টাকা ৯৫.৩৭ টাকা
ইউরো ৭৭.৩৪ টাকা ৮০.২৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৩৮,২৮৫ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৬,৩২৫ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩৬,৮৭০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪৩,৫০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪৩,৬০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২৩ অগ্রহায়ণ ১৪২৬, ১০ ডিসেম্বর ২০১৯, মঙ্গলবার, ত্রয়োদশী ১১/২৬ দিবা ১০/৪৪। কৃত্তিকা ৫৯/২৯ শেষ রাত্রি ৫/৫৭। সূ উ ৬/৯/৩১, অ ৪/৪৮/৪৩, অমৃতযোগ দিবা ৬/৫২ মধ্যে পুনঃ ৭/৩৫ গতে ১১/৮ মধ্যে। রাত্রি ৭/২৯ গতে ৮/২২ মধ্যে পুনঃ ৯/১৬ গতে ১১/৫৬ মধ্যে পুনঃ ১/৪৩ গতে ৩/৩০ মধ্যে পুনঃ ৫/১৭ গতে উদয়াবধি, বারবেলা ৭/২৮ গতে ৮/৪৮ মধ্যে পুনঃ ১২/৪৮ গতে ২/৮ মধ্যে, কালরাত্রি ৬/২৮ গতে ৮/৮ মধ্যে। 
২৩ অগ্রহায়ণ ১৪২৬, ১০ ডিসেম্বর ২০১৯, মঙ্গলবার, ত্রয়োদশী ১০/২/৪৮ দিবা ১০/১২/৫। কৃত্তিকা ৬০/০/০ অহোরাত্র, সূ উ ৬/১০/৫৮, অ ৪/৪৯/১৩, অমৃতযোগ দিবা ৭/৩ মধ্যে ও ৭/৪৫ গতে ১১/৬ মধ্যে এবং রাত্রি ৭/৩৫ গতে ৮/২৯ মধ্যে ও ৯/২৩ গতে ১২/৪ মধ্যে ও ১/৫২ গতে ৩/৩৯ মধ্যে ও ৫/২৭ গতে ৬/১২ মধ্যে, কালবেলা ১২/৪৯/৫৩ গতে ২/৯/৩৯ মধ্যে, কালরাত্রি ৬/২৯/২৬ গতে ৮/৯/৩৯ মধ্যে।
 
মোসলেম: ১২ রবিয়স সানি 

ছবি সংবাদ

এই মুহূর্তে
ইতিহাসে আজকের দিনে
বিশ্ব মানবাধিকার দিবস ১৮৬৮- বিশ্বের প্রথম ট্রাফিক বাতি লন্ডনের প্যালেস অব ...বিশদ

04:28:18 PM

আজকের রাশিফল  
মেষ: প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আসবে। বৃষ: অর্থভাগ্য খুব ভালো না হলেও ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে 
বিশ্ব মানবাধিকার দিবস১৮৭০- ঐতিহাসিক যদুনাথ সরকারের জন্ম,১৮৮৮- শহিদ প্রফুল্ল চাকীর ...বিশদ

07:03:20 PM

ঘুড়ির সুতোয় গলা কেটে মৃত স্কুলছাত্র 
চিনা মাঞ্জার বলি স্কুলছাত্র। সুতোর ধারে গলা কেটে মৃত্যু হল ...বিশদ

06:20:33 PM

২৪৮ পয়েন্ট পড়ল সেনসেক্স 

04:02:02 PM

আইলিগ: ইস্ট বেঙ্গল ৪-১ গোলে হারাল নেরোকাকে 

04:01:36 PM