Bartaman Patrika
বিকিকিনি
 

 টুকরো  খবর

চায়ের কাপে তুফান তুলবে কেভেন্টার অ্যাগ্রো
কোভিড সংক্রমণের জন্য রাজ্যের চা বিক্রেতাদের জীবিকানির্বাহ বেশ কষ্টসাধ্য হয়ে পড়েছে। তাই কেভেন্টার অ্যাগ্রোর জনপ্রিয় ব্র্যান্ড মেট্রো নতুন ধরনের দুধ বাজারজাত করেছে। বিশেষভাবে প্রস্তুত এই দুধের নাম ‘মেট্রো স্পেশাল মিল্ক’। চায়ের দোকানের কর্মীদের কথা মাথায় রেখে তৈরি হয়েছে এই দুধ। তবে চা-প্রেমী সাধারণ মানুষ বাড়িতেও এটি ব্যবহার করতে পারেন। সংস্থার মতে, এই দুধ স্বাদে-গন্ধে অতুলনীয়। পরিমাণে লাগেও অনেক কম। ৫০০ মিলির পাউচে পাওয়া যাচ্ছে। দাম ২৫ টাকা। মেট্রো স্পেশাল মিল্ক কলকাতা, ব্যারাকপুর, কৃষ্ণনগর, বর্ধমান, দুর্গাপুর ও আসানসোলের ছোট-বড় রিটেল শপে পাওয়া যাবে।

পছন্দের ঠিকানার হদিশ দেবে সোলারিস শালিমার প্রকল্প
রিয়েল এস্টেট সংস্থা ইডেন রিয়েলটি গ্রুপ হাওড়ায় তাদের ‘সোলারিস শালিমার’ প্রকল্পে লটারির মাধ্যমে আবেদনের শেষ তারিখ ঘোষণা করেছে। আপাতত ৮৩২টি ২ বিএইচকে-৩ বিএইচকে ফ্ল্যাটের জন্য আবেনপত্র নেওয়া হচ্ছে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ২৯ আগস্ট। শালিমার স্টেশনের কাছাকাছি এই প্রোজেক্টটি ৯ একর জায়গা জুড়ে ছড়ানো। এতে মোট ৮টি জি প্লাস ১২ টাওয়ার আছে। সংস্থার দাবি, এখানে যাঁরা ফ্ল্যাট কিনবেন, তাঁরা বিশ্বমানের সুযোগ সুবিধা পাবেন। ২ বিএইচকে-৩ বিএইচকে মিলিয়ে মোট দেড় হাজার ফ্ল্যাট আছে। দাম শুরু যথাক্রমে ২০.৭৫ লক্ষ ও ৩১.৯৫ লক্ষ টাকা থেকে। সংস্থার আশা, ২০২৫ সালের মধ্যে প্রোজেক্টটির কাজ সম্পূর্ণ হবে। 

ছাত্রীদের উচ্চশিক্ষার স্বপ্ন দেখাচ্ছে ইন্ডিয়ান অয়েল
মেধাবী ছাত্রীদের উচ্চশিক্ষার জন্য ‘ইন্ডিয়ান অয়েল মেধা ছাত্রবৃত্তি যোজনা’ নামে একটি স্কলারশিপ ঘোষণা করল ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষ। বোর্ডের পরীক্ষায় দশম শ্রেণিতে যারা উল্লেখযোগ্য ফল করেছে তাদেরই এই স্কলারশিপ দেওয়া হবে। মোট ৩০টি রাজ্য এবং কেন্দ্রীয় বোর্ড থেকে পাশ করা ছাত্রী এর সুবিধা পাবে। ইন্ডিয়ান অয়েলের চেয়ারম্যান শ্রীকান্ত মাধব বৈদ্য জানান, এই প্রকল্পে ২০২০-২০২১ সালে পাশ করা মোট ২২৫০ ছাত্রী এই স্কলারশিপ পাবে। এই খাতে মোট ২.২৫ কোটি টাকা খরচ করা হবে। প্রত্যেকের হাতে ১০ হাজার টাকা এবং শংসাপত্র তুলে দেওয়া হবে। মূলত উচ্চশিক্ষায় মেধাবী ছাত্রীদের সাহায্য করতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।  

নরনামেন্ট-এর নতুন স্টোর কলকাতার এলগিনে 
দেশের অন্যতম জুয়েলারি সংস্থা নরনামেন্ট কলকাতার এলগিন রোডে প্ল্যাটিনাম মল-এ একটি এক্সক্লুসিভ স্টোর খুলেছে। গত ২২ জুলাই এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মডেল দিতি সাহা ও জেসিকা অ্যারোন, সংস্থার প্রতিষ্ঠাতা সুষমা মালু, ক্রিয়েটিভ ডিরেক্টর প্রোদ্যুমান মালু প্রমুখ। রকমারি গয়না দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে স্টোরটিকে। এখানে পাওয়া যাবে নিত্যনতুন নকশার সোনা, রুপো, হীরের তৈরি ব্রাইডাল নেকলেস, কানের দুল, আংটি, ব্রেসলেট প্রভৃতি। পুরুষদের জন্যও স্টাইলিশ গয়নার সম্ভার পাবেন এখানে। নরনামেন্টের গয়নার দাম শুরু পাঁচ হাজার টাকা থেকে। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সমস্ত কোভিড স্বাস্থ্যবিধি মেনে স্টোর খোলা  থাকছে। ক্রেতারা স্টোরের পাশাপাশি সংস্থার ওয়েবসাইট  www.nornament.com থেকেও পছন্দের গয়না কেনাকাটা করতে পারেন।

স্বাধীনতার অনুষ্ঠানে সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন
স্বাধীনতার ৭৫তম বর্ষ উপলক্ষে ‘সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশন’ একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল। শ্যামবাজারে সংগঠনের সভাঘরে এটি অনুষ্ঠিত হয়। সূচিত হয় দেশাত্মবোধক গানের মাধ্যমে। বক্তব্য রাখেন সংগঠনের সম্পাদক সঞ্জীব আচার্য। এই অনুষ্ঠানে আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের বস্ত্র উপহার দেওয়া হয়। বিশেষ সম্মান জানানো হয় সুন্দরবনের বাসিন্দা জ্যোৎস্না শী-কে। এই জ্যোৎস্নাদেবীই  উপস্থিত বুদ্ধি ও সাহসে ভর দিয়ে সাক্ষাৎ বাঘের মুখ থেকে তাঁর স্বামী শঙ্কর শী-কে ফিরিয়ে এনেছিলেন। জ্যোৎস্নাদেবীর এই অদম্য সাহসকে সম্মান জানিয়ে তাঁর হাতে আর্থিক সাহায্য ও স্মারক তুলে দেন সঞ্জীববাবু। শুধু তা-ই নয়, তাঁর পরিবারের সব সদস্যকে এক বছরের জন্য বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়ার কথাও এই অনুষ্ঠানে ঘোষণা করা হয়। এসবের পাশাপাশি এদিন সংগঠনের উদ্যোগে কলকাতার বিভিন্ন ক্লাবে অনুষ্ঠিত হয় বস্ত্র বিতরণের কর্মসূচি। থ্যালাসেমিয়া পরীক্ষার জন্য কুপনও বিলি করা হয়। 

বিদ্যুৎ সমস্যা মেটাবে লুমিনাস-এর নয়া ইনর্ভাটার
স্নাইডার ইলেকট্রিকের অন্যতম ব্র্যান্ড লুমিনাস একটি উচ্চমানের ইনভার্টার বাজারজাত করেছে। মডেলটির নাম ‘আইকন ১১০০’।  সংস্থার মতে, এর ভিএ (ভোল্ট-অ্যাম্পিয়ার) রেটিং  ৯০০ ভিএ ক্ষমতার। পিক লোড পাওয়া যাবে ৭৫৬ ওয়াট। এতে অত্যাধুনিক টল টিউবুলার ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যার ক্ষমতা ১৫০এএইচ-২২০এএইচ। এটি ব্যবহার করাও সহজ। বছরভর পরিচর্যারও তেমন দরকার পড়বে না। বাড়তি গুরুত্ব পেয়েছে এর নিরাপত্তা ব্যবস্থা। স্লিক ডিজাইনের এই ইনভার্টারটি দেখতে খুব সুন্দর। দামও বেশি নয়। ৮,৫০০ টাকা থেকে ৯,৫০০ টাকার মধ্যে আইকন ১১০০ মডেলটি পাওয়া যাচ্ছে।   

ব্রিটিশ  কাউন্সিল-এর এডুকেশন ফেয়ার 
উচ্চশিক্ষার প্রয়োজনে যাঁদের ইংল্যান্ড পাড়ি দেওয়ার ইচ্ছা, তাঁদের জন্য ভালো খবর। ব্রিটিশ কাউন্সিল সেই সমস্ত পড়ুয়ার কথা ভেবে আজ শনিবার অনলাইনে একটি এডুকেশন ফেয়ার-এর আয়োজন করেছে। নাম দেওয়া হয়েছে ‘স্টাডি ইউকে ভার্চুয়াল ফেয়ার’। এখানে ইংল্যান্ডের ৩৫টি বিশ্ববিদ্যালয়ে পড়ার খুঁটিনাটি, থাকার ব্যবস্থা, ভিসা, শিক্ষাগত যোগ্যতা, স্কলারশিপ প্রভৃতি জরুরি বিষয় সম্পর্কে বিস্তারিত জানা যাবে। মেলাটি দুপুর ২.৩০মিনিট থেকে ৩টে এবং ৩.১৫মিনিট থেকে ৩.৪৫মিনিট পর্যন্ত মোট দুই পর্বে হবে। মেলা সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে www.britishcouncil.in ওয়েবসাইটে। গত বছর ব্রিটিশ কাউন্সিল অনলাইনে আগস্ট ও ডিসেম্বর মাসে দু’টি এডুকেশন ফেয়ারের আয়োজন করেছিল। প্রায় এগারো হাজার ছাত্রছাত্রী এতে অংশ নিয়েছিলেন।     

ভিভো-র আকর্ষণীয় স্মার্টফোন
সম্প্রতি ভিভো একটি উচ্চপ্রযুক্তির ফোর-জি স্মার্টফোন বাজারে এনেছে। মডেলটির নাম ‘ওয়াই৫৩এস’। এতে অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। ফুল এইচডি প্লাস এই ঝকঝকে ডিসপ্লের রেজোলিউশন ২৪০৮x১০৮০। এর ডিসপ্লের আকার ৬.৫৮ ইঞ্চি। এতে ৮জিবি র‌্যাম এবং ১২৮জিবি স্টোরেজের সুবিধা আছে। প্রয়োজনে স্টোরেজ এক টিবি পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে। পাশাপাশি এর ৮জিবি-র সঙ্গে চাইলে আপনি আর একটি অতিরিক্ত ৩জিবি র‌্যাম লাগিয়ে নিতে পারবেন। অর্থাৎ স্টোরেজের মতো র‌্যামের ক্ষমতাও প্রয়োজন মতো বাড়িয়ে নেওয়া যাবে। এই অতিরিক্ত রম এবং র‌্যাম লাগানোর জন্য আলাদা স্লটও রয়েছে। এর প্রসেসরও বেশ শক্তিশালী। উচ্চক্ষমতার জন্য ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি৮০ প্রসেসর। এতে ৬৪এমপি ও ২এমপি— মোট দু’টি ব্যাক ক্যামেরা রয়েছে। সামনে ১৬এমপি-র একটি ফ্রন্ট ক্যামেরা আছে। রয়েছে ভয়েস রেকডিংয়ের সুবিধাও। ব্যাটারি ক্ষমতা ৫০০০এমএএইচ। দ্রুত চার্জের জন্য এতে রয়েছে ১৮ ওয়াটের ফাস্ট চার্জার। ডিপ সি ব্লু এবং ফ্যানটাস্টিক রেনবো এই দুই রঙে পাওয়া যাবে। দাম ১৯,৪৯০ টাকা। ভিভো ইন্ডিয়া ই-স্টোর, ফ্লিপকার্ট, অ্যামাজন, টাটাক্লিক্স সহ একাধিক জায়গায় পাওয়া যাবে মডেলটি।

ঝন্ডু বাম-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর সোনু সুদ
এফএমসিজি প্রোডাক্ট প্রস্তুতকারী সংস্থা ইমামি লিমিটেডের জনপ্রিয় ব্র্যান্ড ঝন্ডু বাম-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন বলিউড অভিনেতা সোনু সুদ। কোভিড পরিস্থিতিতে দেশ জুড়ে সোনু সুদের মানবিক কর্মকাণ্ডে অভিভূত হয়ে সংস্থাটি তাঁকে নিজেদের ব্র্যান্ডের মুখ হিসেবে বেছে নিয়েছে। এজন্য একটি প্রচারাভিযানও করা হয়েছে। অভিযানটির নাম দেওয়া হয়েছে ‘চলে চলো’। বিভিন্ন বৈদ্যুতিন ও ডিজিটাল মাধ্যমে এটি সম্প্রচারিত হচ্ছে। শতাধিক বছরের পুরনো এই ব্র্যান্ডটিকে আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংস্থাটি জানিয়েছে। 

গয়নার আভিজাত্যে পূর্ণ পিজিআই-এর ইভারা
আধুনিক ও ফ্যাশনসচেতন মহিলাদের জন্য ‘প্ল্যাটিনাম গিল্ড ইন্টারন্যাশনাল’ একটি বিশেষ সম্ভার সাজিয়েছে। নতুন সম্ভারটির নাম ‘ইভারা’। এতে পাওয়া যাবে ডিজাইনার নেকওয়্যার, কানের দুল, ব্রেসলেট, আংটি, হার প্রভৃতি গয়না। সংস্থার মতে, ইভারা কালেকশনের প্রতিটি আইটেম নিখুঁতভাবে নকশা করা। প্ল্যাটিনামের সঙ্গে রকমারি স্টোন দিয়ে গয়নাগুলি সাজানো হয়েছে। হাল্কা ওজনের এই গয়না অফিস, উৎসব-অনুষ্ঠান বা বাড়ি সর্বত্র পরা যাবে। এমনকী, প্রিয়জনকে উপহার দেওয়া জন্যও এগুলো আদর্শ বলে সংস্থার মত। দাম শুরু ১৫ হাজার টাকা থেকে। পাওয়া যাচ্ছে দেশের প্রথম সারির সব গয়নার স্টোরে।

কম দামে অভিজাত ঘড়ির সন্ধানে টাইটান সোনাটা
এখনই যাঁদের হাতঘড়ি কেনার পরিকল্পনা রয়েছে, তাঁদের জন্য ভালো খবর। সম্প্রতি টাইটান কোম্পানি লিমিটেড কম দামের মধ্যে একটি দুর্দান্ত  হাতঘড়ির কালেকশন নিয়ে এসেছে। কালেকশনটির নাম ‘এপিক বাই সোনাটা’। এতে মহিলা ও পুরুষ উভয়ের জন্য অনেক ধরনের স্টাইলিশ ঘড়ি পাওয়া যাবে। এর ডায়ালের শেপ, নকশা, রঙের ব্যবহার, উচ্চমানের প্রযুক্তি, ভালোমানের বেল্ট ও চেন প্রভৃতি নজর কাড়বে। এই কালেকশন তৈরিতে সকল বয়সের ক্রেতার প্রয়োজনীয়তা ও পছন্দের বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে। দাম শুরু ৪৯৯ টাকা থেকে। ‘এপিক বাই সোনাটা’ কেবল অনলাইন শপিং প্ল্যাটফর্ম ফ্লিপকার্টেই পাওয়া যাবে।

কুচিনা-র মুম্বই আউটলেট
কুচিনা হোমমেকার্স প্রাইভেট লিমিটেড মুম্বইয়ে একটি এক্সক্লুসিভ ব্র্যান্ড আউটলেট (ইবিও) খুলল। ফলে মহারাষ্ট্রে এই সংস্থার মোট ইবিও সংখ্যা হল ছয়। পশ্চিম আন্ধেরির লক্ষ্মী ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের লক্ষ্মী প্লাজায় এটি খোলা হয়েছে। এই আউটলেটটি প্রায় পাঁচশো বর্গফুটের। এখানে সংস্থার প্রিমিয়াম সব প্রোডাক্ট যেমন— চিমনি, হবস, কুকটপ, বিল্ট-ইন আভেন, বিল্ট-ইন মাইক্রোওয়েভ, ডিশওয়াশার, ইনডাকশন কুকার, হ্যান্ড ব্লেন্ডার, টোস্টার, ওটিজি, ইলেকট্রিক কেটলি, স্যান্ডউইচ মেকার প্রভৃতি মিলবে। সংস্থার মতে, ইবিও-র জন্য কুচিনার প্রতিটি প্রোডাক্টই ক্রেতাদের প্রয়োজনের কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে। 
স্নেহাশিস  সাউ
21st  August, 2021
তারকাদের কেনাকাটা

রাত পোহালেই রাখি। ভাইবোনের সম্পর্ককে সামাজিকভাবে পালনের এক বিশেষ দিন। ভাইয়ের হাতের রাখি আর বোনের হাতের উপহার মিলিয়ে এই দিন অন্য আর পাঁচটা দিনের চেয়ে কোথাও একটু আলাদা তো বটেই! আর এমন একটা দিনে নিজেদের চেনা রুটিন বদলে ফেলেন টলিউডে ছোটপর্দার অভিনেতা-অভিনেত্রীরাও। বিশদ

21st  August, 2021
প্রদর্শনী সংবাদ

কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটি এবং কলকাতা পার্টিশন মিউজিয়াম ট্রাস্ট-এর যৌথ উদ্যোগে একটি বিশেষ প্রদর্শনী চলছে। নাম ‘দ্য লেগ্যাসি অব লস : পার্সপেক্টিভস অন দ্য পার্টিশন অব বেঙ্গল’। বিশদ

21st  August, 2021
রাখির দিনের উপহার

ভাইবোনের মিষ্টি সম্পর্ক এমনিতেই ভালোবাসা ও খুনসুটিতে ভরা। তার মধ্যে বিশেষ কোনও দিন এলে তো কথাই নেই! উপহার ও উদ্‌যাপন নিয়ে চর্চা শুরু হয়ে যায়। সামনেই রাখি। চিরচেনা জিনিস ছেড়ে এবার একটু অন্যরকম ভাবুন। কিছু অফবিট গিফটের হদিশ দিচ্ছেন মনীষা মুখোপাধ্যায়।
বিশদ

14th  August, 2021
 টুকরো  খবর

১৬তম বছর পূর্ণ করল রাজ্যের অন্যতম বেসরকারি ম্যানেজমেন্ট শিক্ষা প্রতিষ্ঠান গান্ধী ইনস্টিটিউট। গত ৫ আগস্ট বিশেষ এই দিনটিকে উদ্‌যাপন করতে সল্টলেক সেক্টর ৫-এ  একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। বিশদ

14th  August, 2021
ঘরে বসেই
রেস্তরাঁর খাবার

স্বাদের সঙ্গে আপস নয়। এদিকে করোনা আবহে ঘন ঘন রেস্তরাঁয় যেতে ভয়। ওয়ার্ক ফ্রম হোম সামলে রান্না করার সময়ও কমিয়ে ফেলতে চান কেউ কেউ। সমাধান কনভেকশন আভেন ও ওটিজি। কোন ব্র্যান্ড নেবেন, দামই বা কেমন? জানাচ্ছেন মনীষা মুখোপাধ্যায়।
বিশদ

07th  August, 2021
 টুকরো  খবর

ফোর্ড ফিগো-র অটোমেটিক গাড়ি: বিশ্বের অন্যতম গাড়ি প্রস্তুতকারী সংস্থা ফোর্ড তাদের জনপ্রিয় হ্যাচব্যাক গাড়ি ‘ফিগো’-র দু’টি নতুন ভ্যারিয়েন্ট বাজারে এনেছে। দু’টিই অটোমেটিক। মডেল দু’টির নাম টাইটানিয়াম ও টাইটেনিয়াম প্লাস। এর ইউএসপি— সিক্স স্পিড অটোমেটিক ট্রান্সমিশন, টর্ক কনভার্টার, ভারত স্টেজ ৬ ও তিনটি সিলিন্ডার। বিশদ

07th  August, 2021
পুস্তক  সমাচার  
শরৎকথা

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কথাসাহিত্যের এক অসম্ভব গুণ সহজ ভাষা ও সরল বাচনভঙ্গি। গল্প বলার ধরনটাই এত মধুর যে চট করে পাঠককে আকৃষ্ট করে ফেলে। চরিত্রের গভীরতা বা বহুকৌণিক বক্তব্যের প্রসঙ্গ নিয়ে হয়তো কিঞ্চিৎ বিতর্ক থাকলেও থাকতে পারে। বিশদ

07th  August, 2021
তীরন্দাজ

শিশু-কিশোর থেকে শুরু করে প্রাপ্তমনস্ক, সবরকমের পাঠকের কাছেই অন্যতম জনপ্রিয় শীর্ষেন্দু মুখোপাধ্যায়। গোয়েন্দা চরিত্র নির্মাণেও যথেষ্ট মুনশিয়ানার পরিচয় রেখেছেন বর্ষীয়ান এই সাহিত্যিক। বিশদ

31st  July, 2021
ত্বক ও চুলের যত্নে বিউটি প্রোডাক্ট 

বিউটি ক্লিনিক কাম ডিজাইনার স্টোর ও প্রশিক্ষণ কেন্দ্র, ‘স্বপ্নে সাজো’ ত্বক ও চুলের যত্নে ফোকাস নামে নতুন একটি প্রোডাক্ট রেঞ্জ বাজারে এনেছে। বিশদ

31st  July, 2021
প্যানাসোনিক-এর মিক্সার গ্রাইন্ডার

হরেকরকম নিত্য প্রয়োজনীয় বৈদ্যুতিন সামগ্রী প্রস্তুতকারী সংস্থা প্যানাসোনিক এবার মিক্সার গ্রাইন্ডারের একটি রেঞ্জ বাজারজাত করেছে। রেঞ্জটির নাম ‘মনস্টার’। বিশদ

31st  July, 2021
শপার্স স্টপের প্রচারাভিযান 

মহিলাদের সৌন্দর্য চর্চায় লিপস্টিকের ভূমিকা অনস্বীকার্য। এই বিষয়টিকে মাথায় রেখে দেশের অন্যতম ফ্যাশন ও বিউটি ব্র্যান্ড শপার্স স্টপ ওয়ার্ল্ড স্টপ লিপস্টিক ডে উপলক্ষে ‘মাই ম্যাজিক স্টিক’ নামের একটি বিশেষ প্রচারাভিযানের আয়োজন করেছিল। বিশদ

31st  July, 2021
সাফোলা মিলমেকার সয়া কুকবুক

যাঁরা রান্না নিয়ে পরীক্ষানিরীক্ষা করতে চান তাঁদের জন্য ভালো খবর। ম্যারিকো লিমিটেডের সাফোলা মিলমেকার ব্র্যান্ড রেসিপির ওপর একটি ই-কুকবুক প্রকাশ করেছে। বিশদ

31st  July, 2021
ভিভো-র অত্যাধুনিক স্মার্টফোন

সম্প্রতি ভিভো একটি উচ্চপ্রযুক্তির ৫জি স্মার্টফোন বাজারে এনেছে।  ‘ওয়াই৭২’ নামে এই মডেলটিতে লেটেস্ট অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। এর ডিসপ্লের আকার ৬.৫৮ ইঞ্চি। বিশদ

31st  July, 2021
প্রিটিয়স-এর  ফ্রেন্ডশিপ ডে কালেকশন

আগস্ট মাসের প্রথম রবিবার মানেই বন্ধুত্বের দিন। এমন দিনে একটা মন ভালো করা উপহার ও ভালোবাসা দিয়ে বন্ধুকে জানান দিতে পারেন তাঁর প্রতি আপনার অনুভূতি। বিশদ

31st  July, 2021
একনজরে
দীর্ঘ ১১ মাসের আইনি কচকচানির অবসান। ডেফিনেটিভ এগ্রিমেন্টে সই না হলেও আসন্ন আইএসএলে খেলবে এসসি ইস্ট বেঙ্গল। টার্মশিটের ভিত্তিতেই ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নেবে লাল-হলুদ। বুধবার ...

‘তালিবানের সেবায় পাকিস্তান নিজেকে নিয়োজিত করেছে। তালিবদের কখনই চাপের মুখে পড়তে হয়নি। পাকিস্তানকে ওরা বেস হিসেবে ব্যবহার করেছে। নির্দিষ্ট কোনও এলাকা নয়, গোটা পাকিস্তানই তাদের সাহায্য করতে উঠেপড়ে লেগেছিল।’ ...

‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পে সুবিধা পাওয়ার জন্য মালদহে তিন লক্ষেরও বেশি আবেদনপত্র জমা পড়েছে। ‘দুয়ারে সরকার’ কর্মসূচির আওতায় প্রথম ন’দিনের শিবিরে ওই আবেদন জমা পড়েছে বলে ...

দুয়ারের সরকারের ক্যাম্পে ছাতা মাথায় দাঁড়িয়ে আছেন মহিলারা। অন্যান্য লাইনে হুড়োহুড়ি থাকলেও শান্ত হয়েই প্রতীক্ষায় মহিলারা। অধিকাংশের মুখেই চওড়া হাসি। কোনও তাড়া নেই তাঁদের। কারণ ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

হঠাৎ নেওয়া সিদ্ধান্তে বিপদে পড়তে পারেন। চলচিত্র ও যাত্রা শিল্পী, পরিচালকদের শুভ দিন। ধনাগম হবে। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৭২৩ - অণুবীক্ষণ যন্ত্রের আবিষ্কারক ওলন্দাজ বিজ্ঞানী আন্তেনি ভান লিউভেনহুকের মৃত্যু
১৮৬৯ - রহস্য কাহিনীকার ও সম্পাদক দীনেন্দ্র কুমার রায়ের জন্ম
১৯১০: নোবেল জয়ী সমাজসেবী মাদার টেরিজার জন্ম
১৯২০ - মার্কিন যুক্তরাষ্ট্রে নারীদের ভোটাধিকার স্বীকৃত হয়
১৯২০: অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের জন্ম
১৯২৭ - ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি কলকাতায় প্রথম বেতার সম্প্রচার শুরু করে
১৯৩৪: কবি ও গীতিকার অতুলপ্রসাদ সেনের মৃত্যু
১৯৪৩ - আজাদ হিন্দ ফৌজ আনুষ্ঠানিকভাবে গঠিত হয়
১৯৫৫ - সত্যজিত্ রায়ের চলচ্চিত্র ‘পথের পাঁচালী’র মুক্তি লাভ
১৯৫৬: রাজনীতিক মানেকা গান্ধীর জন্ম
১৯৬৮: চিত্র পরিচালক মধুর ভাণ্ডারকরের জন্ম 
২০০৩ - লেখক ও ঔপন্যাসিক বিমল করের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭৩.৩৭ টাকা ৭৫.০৮ টাকা
পাউন্ড ১০০.১১ টাকা ১০৩.৫৭ টাকা
ইউরো ৮৫.৫৯ টাকা ৮৮.৭১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৪৮, ২০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৫,৭৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৬, ৪৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬৪, ০০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬৪, ১০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৯ ভাদ্র ১৪২৮, বৃহস্পতিবার, ২৬ আগস্ট ২০২১। চতুর্থী ২৯/৪৪ অপরাহ্ন ৫/১৪। রেবতী নক্ষত্র ৪২/৫১ রাত্রি ১০/২৯। সূর্যোদয় ৫/২০/৫২, সূর্যাস্ত ৫/৫৬/১২। অমৃতযোগ রাত্রি ১২/৫৩ গতে ৩/৩ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৭/০ মধ্যে পুনঃ ১০/২৩ গতে ১২/৫৪ মধ্যে। বারবেলা ২/৪৭ গতে অস্তাবধি। কালরাত্রি ১১/৩৮ গতে ১/৪ মধ্যে।
৯ ভাদ্র ১৪২৮, বৃহস্পতিবার, ২৬ আগস্ট ২০২১। চতুর্থী অপরাহ্ন ৫/৩৪। রেবতী নক্ষত্র রাত্রি ১১/৫৫। সূর্যোদয় ৫/২০, সূর্যাস্ত ৬/০। অমৃতযোগ রাত্রি ১২/৪৩ গতে ৩/৪ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৭/৩ মধ্যে ও ১০/১৯ গতে ১২/৪৪ মধ্যে। কালবেলা ২/৫০ গতে ৬/০ মধ্যে। কালরাত্রি ১১/৪০ গতে ১/৫ মধ্যে।
১৭ মহরম।

ছবি সংবাদ

এই মুহূর্তে
তৃতীয় টেস্ট: প্রথম ইনিংসে ইংল্যান্ড ২৯৮/৩ (চা বিরতি) 

08:49:20 PM

কয়েক ঘণ্টার মধ্যেই ফের কাবুল বিমানবন্দরের বাইরে দ্বিতীয় বিস্ফোরণ

08:44:00 PM

কাবুল বিস্ফোরণে ১৩ জনের মৃত্যু, রয়েছে একাধিক শিশুও 

08:21:08 PM

করোনা: গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্ত ৭১৭, মৃত ৯ 

08:03:25 PM

কাবুল বিমানবন্দরের বাইরে বিস্ফোরণ, হতাহতের খবর পাওয়া যায়নি 

07:54:59 PM

কমতে পারে কোভিশিল্ড ভ্যাকসিনের দুটি ডোজের ব্যবধান: সূত্র 

06:01:10 PM