শরীর ভালো যাবে না। সাংসারিক কলহবৃদ্ধি। প্রেমে সফলতা। শত্রুর সঙ্গে সন্তোষজনক সমঝোতা। সন্তানের সাফল্যে মানসিক ... বিশদ
ভলক্যানো রোল
উপকরণ: মাগুরো টুনা মাছ ১০ গ্রাম, কিং স্যামন ১০ গ্রাম, অ্যাভোগ্যাডো ১০ গ্রাম, উনাগি মাছ ১০ গ্রাম, হিমাচি মাছ ১০ গ্রাম, সুশি রাইস ৪০ গ্রাম, সুশি ভিনিগার ১৫ মিলি, নুরি শিট ১টি, কিং প্রন ২পিস, স্পাইসি মেওনিজ ১৫ গ্রাম, ওয়াসাবি মেওনিজ ১০ গ্রাম, মাইক্রো গ্রিনস ১০ গ্রাম, টেম্পুরা ময়দা কাপ, বরফ ঠান্ডা জল প্রয়োজন মতো।
পদ্ধতি: বরফ ঠান্ডা জলে টেম্পুরা ময়দা গুলে ঘন একটা ব্যাটার তৈরি করে নিন। তাতে অল্প নুন মেশান। ইতিমধ্যে সব মাছ ও অ্যাভোগ্যাড সরু, পাতলা স্লাইস করে কেটে নিন। নোরি শিট পেতে তার ওপর সুশি রাইস সাজান। তারপর মাছ ও অ্যাভোগ্যাডোর মিশ্রণের একটা আস্তরণ তৈরি করুন। এবার নুরি শিট টাইট করে মুরিয়ে নিন। এই শিট টেম্পুরা ব্যাটারে ডুবিয়ে ভেজে নিন। অতিরিক্ত তেল ঝরিয়ে রাখুন। তারপর তা আটটা মোটামুটি সমান টুকরো করে কেটে নিন। এই টুকরোগুলো পাশাপাশি ও ওপরনীচ করে সাজিয়ে একটা প্যাটার্ন তৈরি করুন। স্পাইসি মেওনিজ ও ওয়াসাবি মেওনিজ একে একে এই সুশির ওপর ঢেলে দিন। ওপর থেকে মাইক্রোগ্রিনস সাজিয়ে পরিবেশন করুন।
(অচেনা মাছ ও নুরি শিট স্পেনসার বা অন্য কোনও হাইপার মার্কেটে অর্ডার দিয়ে কিনতে পারেন। নাহলে অনলাইন অর্ডার দিতে পারেন। একান্ত না পেলে চাপড়া চিংড়ি ও বাসা মাছ ব্যবহার করতে পারেন আর নুরি শিটের বদলে রাইস পেপার ব্যবহার করতে পারেন।)
তড মন খাও পড
উপকরণ: টিনড কর্ন ৬০ গ্রাম, স্প্রিং রোল শিট ১০০ গ্রাম, আলু ২০ গ্রাম, ধনে পাতা ১০ গ্রাম, লঙ্কা ১০ গ্রাম, নুন ও মরিচ স্বাদ মতো, সুইট চিলি স্যস ১৫ মিলি, পুদিনা পাতা ১০ গ্রাম, মাইক্রো গ্রিনস ১০ গ্রাম।
পদ্ধতি: স্প্রিং রোল শিটগুলো একে অপরের ওপর রেখে তা একসঙ্গে রোলের মতো গুটিয়ে নিন। তারপর তা সরু সুতোর মতো ফালি করে কেটে নিন। আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে চটকে মেখে নিন। তার সঙ্গে কর্ন, ধনেপাতা কুচি, লঙ্কাকুচি, পুদিনা পাতাকুচি, নুন ও মরিচ মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করুন। এবার এই মিশ্রণ প্যাটির আকারে গড়ে তা হালকা সেঁকে নিন। স্প্রিং রোল শিট থেকে সুতোর মতো ফালি দিয়ে একেকটা প্যাটি বারবার জড়িয়ে নিন। এমনভাবে জড়াবেন যাতে সুতোগুলো ওপর দিকে উঠে থাকে আর প্যাটিটা নীচের দিকে থাকে। অনেকটা আগুনের শিখার মতো দেখাবে। এরপর তা ছাঁকা তেলে লালচে করে ভেজে তুলুন। একটা ছড়ানো বাটিতে এমভাবে সাজান যাতে মনে হয় আগুন জ্বলছে। ওপর থেকে সুইট চিলি স্যস ছড়িয়ে দিন। তার ওপরে মাইক্রো গ্রিনস সাজিয়ে পরিবেশন করুন।