Bartaman Patrika
বিশেষ নিবন্ধ
 

জঙ্গলমহলে ভোট মানে এখন উৎসব!
মৃণালকান্তি দাস

ডাচ সিনেমা পরিচালক উই‍‌লি লিন্ডওয়ার ছ’জন মহিলার সাক্ষাৎকার নিয়ে একটা বই গেঁথেছিলেন। যাঁরা ওয়েস্টারবর্ক, আউসউৎস-বার্কেনিউ, বেরগেন-বেলসেনের ইহুদি নিধন মোচ্ছব অতিক্রম করেও বেঁচেছিলেন। ফিরে এসেছিলেন মৃত্যুশিবির থেকে। ভূমিকায় উইলি লিখেছিলেন, এঁদের অধিকাংশই প্রথমে কোনও কথা বলতে পারেন না। অনেক পরে হয়তো কেউ কেউ পারেন। যখন পারেন তখন টানা বলে যান। যেন সেই দুঃসহ স্মৃতি থেকে ক্যাথারসিস চাইছেন। যেন বলতে চাইছেন যারা বেঁচে আছে, বেঁচে থাকবে, তারা যেন তাঁদের কথা শুনতে পায়!
ঠিক যেমন মৌপাল-গড়মান-পীড়াকাঁটা-শালবনীর কুন্তি মাহাতোরা আজ বলেন, যাঁরা বেঁচে আছেন, বেঁচে থাকবেন বিবেকে-শরীরে, তাঁরা শুনে নিন, এইসব মহিলাকে তাঁদের সহ্যের সীমার দিকে হেঁটে যেতে হ‍‌য়েছিল। সেই সীমা পার করেও তাঁরা বেঁচে আছেন, কেউ কথা বলতে পারেন, কেউ এখনও বলতে পারেন না। যেমন শেফালি মাহাতো মাওবাদীদের হাতে তাঁর স্বামীর খতম হওয়া দিনের কথা এখনও বলতে পারেন না...।
আর যাঁরা বলতে পারেন, কুন্তি মাহাতোর মতো, তাঁদের টানা কথার শেষে আপনি এসে মুখোমুখি দাঁড়াবেন এমন এক-একটা লাশের সামনে। যেমন ভাদুতলা কিংবা ধান্যশোলের কেউ কেউ ফিসফিসিয়ে বলে যাবেন, ছ’ফুটের উপর লম্বা ছিল রণজিৎদা, বয়স বড়জোর উনচল্লিশ চল্লিশ হবে। আমরা যখন খুঁজে পাই তখন গাছের গায়ে বাঁধা। শরীরের তলার দিকের পুরোটাই পোড়ানো...।
জঙ্গল এখানে চোখ টানে...লাল মাটি ছুঁয়ে আসা ঠান্ডা হাওয়ায় শরীর জুড়োয়। আর মন পড়ে থাকে, সেই ২০০৮-এর মে মাসে। জ্ঞানেশ্বরী এক্সপ্রেসে সেই নাশকতা... অসহায় মানুষের হত্যাকাণ্ড, আর্তনাদ এখনও যেন সর্ডিহা আর খেমাশুলি স্টেশনের মাঝের এই রেললাইনের পাশে দাঁড়ালে শোনা যায়। শহর মেদিনীপুর থেকে আপনি যদি দক্ষিণ-পশ্চিমে টানা চলে যান নয়াগ্রামের দিকে, অথবা উত্তর-প‍‌শ্চিমে ঝাড়গ্রাম, শিলদা, বেলপাহাড়ির দিকে, অথবা উত্তরে এগিয়ে গিয়ে আবার পশ্চিম ঘেঁষে শালবনী-গোয়ালতোড়... অগণন গাঁয়ের এক-একটা বাঁক চিহ্নিত হয় এক-একজন গরিব মানুষের পড়ে থাকা লা‍‌শের স্মৃতি দিয়ে। এক-একটি ছোট গাঁ এক-একজন নিখোঁজ হওয়া মানুষের নাম দিয়ে। এক একটি জঙ্গল এক একটি গাঁয়ের যৌথ আতঙ্কের বৃত্তান্ত দিয়ে। মৃত্যুই এখানে যেন মাইলফলক। পীড়াকাঁটা থেকে কলসিভাঙা সাড়ে চার-পাঁচ কিলোমিটার লালমাটির পথ শালবনের অন্দর দিয়ে। কলসিভাঙা ছিল মাওবাদীদের শক্তপোক্ত ঘাঁটি। এখানে নিজের কথা, নিজের গাঁ-ছাড়া হওয়ার কথা, মাওবাদীদের কব্জা থেকে পালিয়ে যাওয়ার কথা, সাতবার জিজ্ঞাসা করলেও মুখ দিয়ে রা বেরয় না কারও। তাঁরা আতঙ্ক ভুলতে চান রোজই।
সেই মাওবাদীদের এলাকাছাড়া করেছে মমতার পুলিস-প্রশাসন। পাল্টে গিয়েছে জঙ্গলমহল। ঝাড়গ্রাম শহর থেকে বেরিয়ে লোধাশুলি-ফেকোঘাট-গোপীবল্লভপুর-রামেশ্বর হয়ে নয়াগ্রাম—বিস্তীর্ণ এই জঙ্গলমহলের ক্যানভাস এখন পাল্টে গিয়েছে। উন্নয়ন স্পষ্টতই চোখে পড়ে এলাকায় পা রাখলে। কোনও সন্দেহ নেই, বামফ্রন্ট আমলে যা হয়নি, গত দশ বছরে সেই কাজ করে দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের মুখে আদিবাসী এলাকাগুলি বলছে তাই। নিজের চোখে মিলিয়ে আসতে পারেন কাজের খতিয়ান। বিশেষ করে রাস্তা-পানীয় জল-বিদ্যুৎ এবং অবশ্যই নানাবিধ সামাজিক প্রকল্পের সুবিধা। সরকারি সুযোগ-সুবিধার ক্ষেত্রে শাসক এবং বিরোধীদের মধ্যে বাছবিচার করা হয়েছে, এমন অভিযোগও বিশেষ নেই। এখানে ভোট মানে যেন উৎসব! প্রশাসনের সহায়তায় আতঙ্কের দিনকাল ফেলে গ্রামবাসীরা আবার গাঁয়ে ফিরেছে। হৃদপিণ্ডকে লাফ পাড়ার তাগত দিয়েছে মি‍‌ছিলের ঢোল-চড়াচড়া নানা বাদ্যি বাজনার বোল! ঘূর্ণিতে বাঁধা তেরঙা নিশান নাগরদোলার মতো ঘুরছে বনবন করে। পলাশের বন বাঁধনছেঁড়া উল্লাসে খেপে উঠছে সেই মিছিলে। আর মিছিল জুড়ে অগণন নারী, মাথায় তাঁরাই ঢের বেশি। এই নারীরাই এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্তি। স্বাস্থ্যসাথী থেকে কন্যাশ্রী—সামাজিক এত সব প্রকল্পের চালিকাশক্তি তো বাংলার মায়েরাই। এইসব প্রকল্পের সুফল যত মিলেছে, জঙ্গলমহলও চিনেছে গেরুয়াধারীদের মিথ্যাচার। সেই মিথ্যাচারই এখন আতঙ্ক।
জঙ্গলমহল জানে, গঙ্গাপাড়ের নীলবাড়ি দখল করতে গেরুয়াধারীরা আবার স্বপ্ন ফেরি করছে। ফিরিস্তি শোনাচ্ছে, বাংলায় বিজেপি ক্ষমতায় এলে কী কী করবে। ওরা বলছে, স্বাধীনতা-উত্তর ৭৫ বছরে বাংলা থেকে ছিনিয়ে নেওয়া সবকিছু ফিরিয়ে দেবে। ২০১৯-এ ‘বিকাশ রাজনীতি’-র বুলি আওড়ে জঙ্গলমহলের ভোট নিজেদের ঝুলিতে পুড়েছিল গেরুয়া শিবির। তারপর আদিবাসী, গাঁ-গঞ্জের দিকে ফিরেও তাকায়নি।
ধরুন সেই আদিবাসী খেতমজুরের কথাই। যার আয় বাড়েনি এতটুকু। শুধু তেল-ডাল-চিনির দাম বেড়েছে দোজখের আগুনের মতো লাফ খেয়ে। একসময় দুপুর গড়িয়ে খেতে বসে তাঁর বিবিজান নিজের পাত থেকে পাঁচমুঠ ভাত সরিয়ে জড়ো করে রাখতেন মরদের পাতে। আর দাম বাড়ার আগুনে বাচ্চা দুটোর পাত থেকে হররোজ একমু‍‌ঠো ভাত কমে উধাও। খেতে বসে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ত ষষ্ঠী মাহাতোর। বাচ্চা দুটোর পাতের দিকে তাকিয়ে বুকের তলায় পাথর জমতো ষষ্ঠীর, চোয়াল শক্ত হতো। সেসব কথা পাড়তেই কেমন যেন ডুকরে ওঠেন ষষ্ঠী। গরিবের বাল-বাচ্চার নাড়ি নিংড়ে নিয়ে ভোটে জেতার খরচ তুলছে গেরুয়া শিবির। গরিবের যন্ত্রণা বুঝবে কী করে? ভাতের পাতে সামান্য ডালও জোটে না। দু-মুঠো করে গ্রাস কমে যায় রোজ। অথচ রাস্তার মোড়ের মাথায় ফ্লেক্স হয় আরও গেরুয়া, রংদার। মাঝে মাঝে তা নতুন হয়, উচ্চতাও বাড়ে। আরও বাড়ে শুভ্র কেশের দাড়ির বহর। সঙ্গে ‘আত্মনির্ভর’-এর ফাঁকা আওয়াজও!
সেই মিথ্যাচারের আতঙ্ক পিছনে সরিয়ে এগিয়ে চলার সাতকাহন বুনছেন জঙ্গলমহলের গাঁ-গঞ্জ। কীভাবে? একসময় এই তল্লাটে অভাব-অনটন ছিল গা-সওয়া। আমলাশোলের ঘটনা কে না জানে। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেই গরিব মানুষগুলির জন্য ২ টাকার চালের বন্দোবস্ত করে দিয়েছেন। পুরসভাগুলিতে চালু হয়েছে ‘মা প্রকল্প’। ৫ টাকায় ‘মা’-এর ভাত, ডাল, তরকারি, ডিমের ঝোলে খুশি সবাই। অন্তত অনাহারে মৃত্যুর খবর যেন নবান্নে না পৌঁছয়। সেইসঙ্গে ঘরে ঘরে সবুজ সাথী, রূপশ্রী, কন্যাশ্রী। ট্যাব কেনার ১০ হাজার টাকা ইতিমধ্যেই জঙ্গলমহলের পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে। সাক্ষী জঙ্গলমহল।
মাওবাদ ছেড়ে সমাজের মূলস্রোতে ফিরেছেন যাঁরা, তাঁদের চাকরির বন্দোবস্ত করেছেন মুখ্যমন্ত্রী। জঙ্গলমহলের একদা ত্রাস মাওবাদীদের আত্মসমর্পণের ক্ষেত্রে রাজ্য প্রশাসন তাদের কথা রেখেছে। সবাই হয়তো পাননি। তবে ধাপে ধাপে সেই প্রচেষ্টা জারি রয়েছে। মাওবাদীদের হাতে নিহত, নিখোঁজ বা জখমদের পরিবারের যাঁরা, তাঁরাও পাচ্ছেন হোমগার্ডের নিয়োগপত্র। সংখ্যাটা কম নয়। ‘মাওবাদী হানায় শহিদ ও নিখোঁজ পরিবারের যৌথ মঞ্চ’-র পক্ষ থেকে রাজ্য পুলিস-প্রশাসনের কাছে মাওবাদীদের হাতে ক্ষতিগ্রস্ত ৪৫৫টি পরিবারের একজন করে চাকরির দাবি জানিয়ে একটি তালিকা পেশ করা হয়েছিল। তার মধ্যে এখনও পর্যন্ত প্রায় ৩৩৫ জন হোমগার্ডের চাকরি পেয়েছেন। 
নয়াগ্রামের নতুন জঙ্গলকন্যা সেতু প্রত্যন্ত এলাকাকে আরও কাছে এনে দিয়েছে। প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ এই সেতু তৈরি হওয়ায় মেদিনীপুর-খড়্গপুরের সঙ্গে নয়াগ্রাম ব্লকের দূরত্ব অনেকটাই কমেছে। আবার কমেছে কলকাতার সঙ্গে দূরত্বও। নয়াগ্রামে সুপার স্পেশালিটি হাসপাতাল, নয়াগ্রাম স্টেডিয়াম, কিষান বাজার, প্রকৃতি উদ্যান হয়েছে। যে ঝাড়গ্রাম এক সময়ের মাওবাদী মুক্তাঞ্চল, এখন সেখানে দলে-দলে যাচ্ছেন পর্যটক! আতঙ্কহীন ঝাড়গ্রামে পর্যটনের পালে হাওয়া লেগেছে। ভোল বদলে তৈরি পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগম পরিচালিত ঝাড়গ্রাম রাজবাড়ি ট্যুরিস্ট কমপ্লেক্স।
কে দুশমন, কে ঘরের লোক কিচ্ছু বোঝাতে হয় না জঙ্গলমহলের মানুষকে। গাঁয়ের জন্য কী করা গিয়েছে, আর কী করা যায়নি প্রতিমুহূর্তে তার হিসেব কষে নেন গাঁয়ের মানুষই। একটা টিউবওয়েল, এক টুকরো জমি, বিনে পয়সায় দুটো পড়ার বই, দু’বেলা দু’মুঠো খাবার আর পরিশ্রমের নিশ্চয়তা—সামান্য এই প্রাপ্তিতে সুখ, কত শক্তি খুঁজে পান এখানকার মানুষ। ‘কৌশলে কিন্তু ঘাসফুলের বনেও পদ্ম ফোটে’—এ কথা বলে বছর দুই আগেও গেরুয়াধারী নেতারা শোনাতেন ওড়িয়া প্রবাদ: মরিব মরিব, কৌশল করি মরিব! মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তারাও আজ উধাও। তাদের সর্বভারতীয় সভাপতির সমাবেশে আজ হাতে গোনা ভিড়। ন্যাড়া বেলতলায় একবারই যায়—জানে জঙ্গলমহলের আদিবাসীরাও। সাক্ষী লালগড়, ঝাড়গ্রাম। আর জবাব না-পাওয়া কত প্রশ্নই তো অসত্যের পর্দা ছিঁড়ে দিচ্ছে।
আসলে ঘোলা জল কেটে জঙ্গলমহল পরিষ্কার জলের স্রোতে ফিরছে। জঙ্গলমহলে ভোট মানে এখন উৎসব!
মোদির ভাষণ ও বাস্তবে
বিস্তর ফারাক
সঞ্জয় মুখোপাধ্যায়

শুধু ‘ভাইপো’ আর ‘পিসি’র সমালোচনা করলে প্রমাণ হয় না যে বিজেপি সত্যিই কিছু করে দেখাতে পারবে। শুধু নাটকীয় ভঙ্গিতে সোনার বাংলা গড়ে দেব বললে মাটির বাংলাও যে গড়া যাবে না, সেটা বাঙালি জানে। তাই দরকার স্পষ্ট কর্মসূচি ঘোষণা, নির্বাচনী ইস্তাহারে একটা অর্থনৈতিক পুনরুজ্জীবনের বিকল্প পরিকল্পনা। বিশদ

11th  March, 2021
রাজনীতি দাঁড়িয়ে আছে
আধগলা গঙ্গাজলে
হারাধন চৌধুরী

প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে মিথ্যাভাষণের কিছু অসুবিধে থাকলেও থাকতে পারে, কিন্তু রাজনীতিক হিসেবে সেই সমস্যা নেই বলেই হয়তো তাঁরা মনে করেন। সাম, দান, দণ্ড ও ভেদ—ভারতের প্রাচীন শাস্ত্র বর্ণিত রাজধর্মের এই চারটি দিকের অপপ্রয়োগেই সিদ্ধহস্ত আধুনিক ভারত। বিশদ

10th  March, 2021
নন্দীগ্রাম নয়, মমতার চ্যালেঞ্জ একলপ্তে ২৯১
শান্তনু দত্তগুপ্ত 

মোক্ষম জবাবটা দিয়েছেন ওমর আবদুল্লা। গত শনিবার বেহালার মুচিপাড়ায় শুভেন্দু অধিকারী বলেছিলেন, ‘তৃণমূল ক্ষমতায় ফিরলে পশ্চিমবঙ্গটা কাশ্মীর হয়ে যাবে।’ ২০১৯ সালে কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ বিদায় নেওয়ার পর থেকে ওমর আবদুল্লা ভালোই ভুগছেন। 
বিশদ

09th  March, 2021
অর্থনীতির পাশাপাশি স্বাধীনতাও বিপন্ন
পি চিদম্বরম 

ভারতীয় অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে কি না তা একটা বিতর্কের বিষয়। চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে ০.৪ শতাংশ বৃদ্ধির যে এস্টিমেট ন্যাশনাল স্ট্যাটিস্টিকস অফিস (এনএসও) দিয়েছে, সরকার সেটাকে ‘সেলিব্রেট করছে’। 
বিশদ

08th  March, 2021
বাইশে উত্তরপ্রদেশে কুড়ি
দফায় ভোট হবে তো!
হিমাংশু সিংহ 

প্রার্থী তালিকা প্রকাশ হতে শুরু করেছে। খেলেঙ্গে, লড়েঙ্গে, জিতেঙ্গে আবেগে ভাসছে নন্দীগ্রাম। সব পক্ষই বলছে, খেলা হবে। বাংলা ও বাঙালির ভবিষ্যৎ নিয়ে ভয়ঙ্কর নির্ণায়ক খেলা। বহিরাগত শক্তি বনাম হাসিমুখে ঘরের মেয়ের লড়াই। তবে বাংলার কৃষ্টি ও সংস্কৃতিকে বাঁচিয়েই খেলতে হবে। তাকে আক্রান্ত করে, জখম করে নয়। 
বিশদ

07th  March, 2021
যেখানে ‘ডবল ইঞ্জিন’
সেখানেই হেরেছে বিজেপি
তন্ময় মল্লিক

বিজেপির নেতাদের মুখে ‘ডবল ইঞ্জিন’-এর প্রশংসার ফুলঝুরি ফুটছে। তাঁরা বোঝাতে চাইছেন, কেন্দ্রে ও রাজ্যে একই দলের সরকার থাকলে প্রচুর উন্নতি হবে। কলকারখানা হবে। চাকরি হবে। মাস্টারমশাই, সরকারি কর্মীদের বেতন বাড়বে। 
বিশদ

06th  March, 2021
বিদায় শ্রেণিসংগ্রাম, স্বাগত টুম্পা
সমৃদ্ধ দত্ত

আত্মীয় অথবা পরিবারের মধ্যে কিছু কিছু বিশেষ ব্যক্তিকে দেখা যায়, যাঁরা কোনও একটি সিদ্ধান্ত গ্রহণ করার পর সেটি যে শ্রেষ্ঠ, সেকথা উচ্চৈঃস্বরে প্রতিষ্ঠা করার চেষ্টা করেন। অন্যদের মতামত অথবা মৃদু বিরোধিতাকে পাত্তা দেন না তাঁরা। কিন্তু পরে যখন প্রমাণ হয় যে, ওই সিদ্ধান্ত শুধু যে ভুল ছিল তা‌ই নয়, গোটা পরিবারের পক্ষেও ক্ষতিকর হয়ে গিয়েছে, তখনই বিড়ম্বনার সৃষ্টি। 
বিশদ

05th  March, 2021
নদীবাঁধ রক্ষাই সুন্দরবনের অস্তিত্বের প্রধান শর্ত
কান্তি গাঙ্গুলী

প্রাচীন ইতিহাসে টলেমি ও মেগাস্থিনিসের বিবরণে গঙ্গারিডি বলে যে ভূখণ্ডের উল্লেখ পাওয়া যায়, আজকের সুন্দরবন ও তৎসংলগ্ন নিম্নগাঙ্গেয় উপত্যকা সম্ভবত সেই ভূখণ্ডই। কলকাতার এন্টালি অঞ্চলটির নামকরণের পিছনে হেঁতাল গাছের প্রভূত উপস্থিতির কারণও হয়তো বিদ্যমান।  
বিশদ

04th  March, 2021
গোল্লায় যাবে শিল্প-সংস্কৃতি
ব্রাত্য বসু 

বাংলা ও তার সংস্কৃতি বাঁচাতে গেলে বহিরাগত এই বিজেপি রাজনীতিকে ঠেকাতেই হবে। বিজেপি কখনও বাংলায় এসে রবীন্দ্রনাথের জন্মস্থান বদলে দিচ্ছে, কখনও বিদ্যাসাগরের মূর্তি ভেঙে তছনছ করছে, কখনও চৈতন্যদেবের মৃত্যুর অন্তত দুশো বছর পরে তাঁকে কাটোয়ায় জীবিত করে তুলছে, কখনও আবার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিশেষণে ঔপন্যাসিক না লিখে বলছে ‘উপনিবেশিক’। 
বিশদ

04th  March, 2021
মোদির সব প্রতিশ্রুতি যেন গল্পদাদুর আসর
সন্দীপন বিশ্বাস 

হঠাৎই জহর রায়ের একটি কৌতুক নকশা মনে পড়ল। এক ভদ্রলোক একটি ঘর ভাড়া নিতে গিয়েছেন। ঘর দেখে পছন্দও হয়েছে। দু’টি ঘর, রান্নাঘর, সঙ্গে আলাদা বাথরুম। কিন্তু ভাড়া শুনে ভদ্রলোকের মাথার চুল খাড়া হয়ে গেল। ভাড়া ৫০০ টাকা।  
বিশদ

03rd  March, 2021
৮ দফার পর নিশ্চয়ই রিগিংয়ের
অভিযোগ উঠবে না!
শান্তনু দত্তগুপ্ত

সেশন সাহেব, বড্ড মিস করছি আপনাকে। আপনি বলতেন, ‘গণতন্ত্র হল এমন একটা ব্যবস্থা, যেখানে আইনের শাসন সবার জন্য সমানভাবে বলবৎ থাকবে।’ সব মানুষের জন্য। সব রাজনৈতিক দলের জন্য। আপনি প্রমাণ করেছেন, এটা ছেলে ভুলানো গল্প নয়।  
বিশদ

02nd  March, 2021
আদালতগুলি স্বাধীনতার ঘণ্টাধ্বনি দিচ্ছে
পি চিদম্বরম

ঠিক যখন আমরা আশা ছেড়ে দিচ্ছি, তখনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে ব্যক্তি স্বাধীনতার বর্মটা হারিয়ে যায়নি। আমেরিকার স্বাধীনতার ঘোষণা সম্পর্কিত স্বাক্ষর হয়েছিল ১৭৭৬-এর ৪ জুলাই। 
বিশদ

01st  March, 2021
একনজরে
বিজেপিকে হারানোর বার্তা নিয়ে আগামী ১৩ মার্চ হাইভোল্টেজ নন্দীগ্রামে কিষান মহাপঞ্চায়েতের আয়োজন করতে চলেছেন কৃষকরা। উপস্থিত থাকবেন রাকেশ টিকায়েত। বিতর্কিত তিনটি কৃষি আইন বাতিল করার ইস্যুতে ভোটের বাংলায় গোটা রাজ্যে সবমিলিয়ে ছ’টি মহাপঞ্চায়েত আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সংযুক্ত কিষান মোর্চা। ...

ব্রিটিশ রাজ পরিবারের বিরুদ্ধে বর্ণবৈষম্যের বিস্ফোরক অভিযোগ তুলেছেন যুবরাজ হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেল। তাঁদের সাক্ষাৎকার নিয়ে তোলপাড় চলছে। যদিও রাজ পরিবারের বিরুদ্ধে ভাই ...

কয়লা পাচার কাণ্ডে এবার নতুন মোড় নিতে চলেছে। এই কাণ্ডের তদন্ত করতে গিয়ে সিবিআইয়ের নজরে পড়েছে পশ্চিম বর্ধমান জেলার ন’টি বিশাল প্লট। বহু কোটি মূল্যের ...

মালদহের গাজোলের রানিগঞ্জে এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল। স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে ওই ঘটনা ঘটে। জখম ব্যক্তির নাম বিফল মণ্ডল। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

উচ্চবিদ্যার ক্ষেত্রে বাধার মধ্য দিয়ে অগ্রসর হতে হবে। কর্মপ্রার্থীদের ক্ষেত্রে শুভ যোগ। ব্যবসায় যুক্ত হলে ... বিশদ


ইতিহাসে আজকের দিন

গ্লুকোমা দিবস
১৭৮৯ : আমেরিকায় পোস্ট অফিস স্থাপিত হয়
১৮৫৪: লেখক মহেন্দ্রনাথ গুপ্তের জন্ম
১৮৯৪ : যুক্তরাষ্ট্রে প্রথম বোতলজাত কোকাকোলা বিক্রি শুরু হয়
১৯০৪ : ইংল্যান্ডে ইলেকট্রিক ট্রেন চালু হয়
১৯১১: বাঙালি সাহিত্যিক অতুলচন্দ্র গুপ্তের জন্ম
১৯১৮ : ২১৫ বছর পর ফের রাশিয়ার রাজধানী হল মস্কো
১০২৪: সঙ্গীতশিল্পী উৎপলা সেনের জন্ম
১৯৩০ : মহাত্মা গান্ধীর নেতৃত্বে বৃটেনের বিরুদ্ধে সত্যাগ্রহ বা অসহযোগ আন্দোলন শুরু
১৯৮৪: সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষালের জন্ম
১৯৮৮: সাহিত্যিক সমরেশ বসুর (কালকূট) মৃত্যু
১৯৮৯ : স্যার টিম বার্নার্স লি CERN-এর ল্যাবে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (www) বিশ্বের তথ্য আদানপ্রদানের আধুনিক প্রযুক্তির মাধ্যমের অবতারণা করেন।
২০১৩: শিল্পী গণেশ পাইনের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭১.৩০ টাকা ৭৪.৫৪ টাকা
পাউন্ড ৯৮.৭৪ টাকা ১০৩.৫৫ টাকা
ইউরো ৮৪.৬০ টাকা ৮৮.৭৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৪৫,৭৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৩,৪০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৪,০৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬৮,০০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬৮,১০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২৮ ফাল্গুন ১৪২৭, শুক্রবার, ১২ মার্চ ২০২১। চতুর্দ্দশী ২২/৫৭ দিবা ৩/৩। শতভিষা নক্ষত্র ৪২/২৭ রাত্রি ১০/৫১। সূর্যোদয় ৫/৫২/১৭, সূর্যাস্ত ৫/৪০/৪৩। অমৃতযোগ দিবা ৭/২৫ মধ্যে পুনঃ ৮/১৪ গতে ১০/৩৫ মধ্যে পুনঃ ১২/৫৭ গতে ২/৩২ মধ্যে পুনঃ ৪/৭ গতে অস্তাবধি। রাত্রি ৭/১৮ গতে ৮/৫৬ মধ্যে পুনঃ ৩/২৪ গতে ৪/১৩ মধ্যে। মাহেন্দ্রযোগ রাত্রি ১০/৩৩ গতে ১১/২১ মধ্যে পুনঃ ৪/১৩ গতে উদয়াবধি। বারবেলা ৮/৫০ গতে ১১/৪৬ মধ্যে। কালরাত্রি ৮/৪৩ গতে ১০/১৫ মধ্যে। 
২৭ ফাল্গুন ১৪২৭, শুক্রবার, ১২ মার্চ ২০২১। চতুর্দ্দশী দিবা ২/৪৩। শতভিষা নক্ষত্র রাত্রি ১০/৪২। সূর্যোদয় ৫/৫৪, সূর্যাস্ত ৫/৪১। অমৃতযোগ দিবা ৭/১৩ মধ্যে ও ৮/১ গতে ১০/২৮ মধ্যে ও ১২/৫৪ গতে ২/৩২ মধ্যে ও ৪/৯ গতে ৫/৪১ মধ্যে। এবং রাত্রি ৭/২১ গতে ৮/৫৬ মধ্যে ও ৩/১৩ গতে ৪/১ মধ্যে। মাহেন্দ্রযোগ রাত্রি ১০/৩০ গতে ১১/১৭ মধ্যে ও ৪/১ গতে ৫/৫৩ মধ্যে। বারবেলা ৮/৫১ গতে ১১/৪৭ মধ্যে। কালরাত্রি ৮/৪৪ গতে ১০/১৬ মধ্যে। 
২৭ রজব।

ছবি সংবাদ

এই মুহূর্তে
প্রথম টি২০: ভারতকে ৮ উইকেটে হারাল ইংল্যান্ড 

10:17:20 PM

প্রথম টি২০: ইংল্যান্ড ৮৯/১ (১১ ওভার) 

09:52:13 PM

প্রথম টি২০: ইংল্যান্ড ৫০/০ (৬ ওভার) 

09:28:55 PM

প্রথম টি২০: ইংল্যান্ডকে ১২৫ রানের টার্গেট দিল ভারত

08:49:53 PM

প্রয়াত  রামকৃষ্ণ মঠ ও মিশনের অন্যতম সহঅধ্যক্ষ স্বামী বাগীশানন্দ
প্রয়াত রামকৃষ্ণ মঠ ও মিশনের অন্যতম সহঅধ্যক্ষ স্বামী বাগীশানন্দ। আজ, ...বিশদ

08:40:00 PM

প্রথম টি২০: ভারত ৮৩/৪ (১৫ ওভার)

08:19:34 PM