আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব সমাগমে আনন্দ বৃদ্ধি। চারুকলা শিল্পে উপার্জনের শুভ সূচনা। উচ্চশিক্ষায় সুযোগ। কর্মক্ষেত্রে অযথা হয়রানি। ... বিশদ
মরীচির্মরুতামস্মি নক্ষত্রাণামহং শশী।।
কৃপালু শ্রীকৃষ্ণ কহিলেন—“আদিত্যগণের মধ্যে আমি বিষ্ণু, প্রভাববিশিষ্ট (পদার্থের মধ্যে) আমি কিরণসংযুক্ত রবি।” শ্রীশার্ঙ্গধর কহিলেন—“মরুৎগণের মধ্যে আমি মরীচি, আকাশের অঙ্গনে তারাগণের মধ্যে আমি চন্দ্র।
রুদ্রাণাং শঙ্করশ্চাস্মি বিত্তেশো যক্ষরক্ষসাম্।
বসূনাং পাবকশ্চাস্মি মেরুঃ শিখরিণামহম্।।
সকল রুদ্রগণের মধ্যে আমিই মদনারি শঙ্কর,—ইহাতে কোনও সন্দেহ করিও না।” শ্রীঅনন্ত বলিতে লাগিলেন—“যক্ষরক্ষগণের মধ্যে শম্ভুর (সখা) ধনবান কুবের ও আমি। অষ্ট মধ্যে পাবক (অগ্নি) আমিই জানিবে, সমস্ত শিখরবান্ পার্বতের মধ্যে সর্ব্বোচ্চ মেরু আমিই।”
বেদানাং সামবেদোহস্মি দেবানামস্মি বাসবঃ।
ইন্দ্রিয়ানাং মনশ্চাস্মি ভূতানামস্মি চেতনা।।
শ্রীগোবিন্দ বলিলেন—“বেদের মধ্যে আমি সামবেদ, দেবতাগণের মধ্যে আমি প্রসিদ্ধ মহেন্দ্র। ইন্দ্রিয়গণের মধ্যে একাদশ যে মন তাহাও আমি জানিবে, ভূতগণের মধ্যে স্বাভাবিক চেতনাও আমি।
পুরোধসাং চ মুখ্যং মাং বিদ্ধি পার্থ বৃহস্পতিম্।
সেনানীনামহং স্কন্দঃ সরসামস্মি সাগরঃ।।
মহর্ষীণাং ভৃগুরহং গিরামস্ম্যেকমক্ষরম্।
যজ্ঞানাং জপযজ্ঞোহস্মি স্থাবরাণাং হিমালয়ঃ।।
স্বর্গাধিপতি ইন্দ্রের সহায়, সর্ব্বজ্ঞতার আদিপীঠ, পুরোহিতশ্রেষ্ঠ বৃহস্পতিও আমি। হে মহামতি, ত্রিভুবনের সেনাপতির মধ্যে যে স্কন্দ (কার্ত্তিকেয়) সে আমিই—হরবীর্য্য ও অগ্নির সংযোগে কৃত্তিকার গর্ভে যাহার জন্ম। সকল জলাশয়ের মধ্যে জলরাশি সমুদ্রও আমি, জানিবে, মহর্ষিগণের মধ্যে তপোরাশি ভৃগুও আমি।।” বৈকুন্ঠবিলাসী শ্রীকৃষ্ণ কহিলেন—“সমস্ত বাক্যের মধ্যে সত্যের ক্রীড়াস্থল যে একাক্ষর (ওঁ)—তাহাও আমি। সমস্ত যজ্ঞের মধ্যে আমি জপযজ্ঞ—যাহা ইহলোকে কর্ম্মাদির মধ্যে কর্ম্মত্যাগের দ্বারা নিস্পন্ন হয়।” লক্ষ্মীকান্ত বলিলেন—“স্থাবর গিরির মধ্যে পুণ্যরাশি যে হিমালয়, তাহাও আমি।”
অশ্বত্থঃ সর্ব্ববৃক্ষাণাং দেবর্ষীণাং চ নারদঃ।
গন্ধর্ব্বাণাং চিত্ররথঃ সিদ্ধানাং কপিলো মুনিঃ।।
উচ্চৈঃশ্রবসমশ্বানাং বিদ্ধি মামমৃতোদ্ভবম্।
ঐরাবতং গজেন্দ্রাণাং নরাণাং চ নরাধিপম্।।
কল্পবৃক্ষ পারিজাত, এবং গুণে বিখ্যাত চন্দন—এ সমস্ত বৃক্ষগণের মধ্যে আমি অশ্বত্থ। হে পাণ্ডব, দেবর্ষিগণের মধ্যে আমি নারদ, জানিবে—সমস্ত গন্ধর্ব্বগণের মধ্যে আমি চিত্ররথ। হে প্রবুদ্ধ (জ্ঞানী অর্জ্জুন্), সমস্ত সিদ্ধগণের মধ্যে আমি কপিলাচার্য্য, প্রসিদ্ধ তুরঙ্গমের মধ্যে আমি উচ্চৈঃশ্রবা। হে অর্জ্জুন, রাজ্যের ভূষণস্বরূপ গজগণের মধ্যে আমি ঐরাবত,—(দেবগণ) ক্ষীরসাগর মন্থন করিলে যাহা উঠিয়াছিল। সর্ব্বলোক প্রজা হইয়া যাহাকে সেবা করে, নরগণের মধ্যে যে রাজা—সেও আমারি বিশেষ বিভূতি।