Bartaman Patrika
উত্তরবঙ্গ
 

করোনা মোকাবিলায় মালদহ মেডিক্যালেই
বসানো হচ্ছে আরও একটি অক্সিজেন প্ল্যান্ট

সংবাদদাতা, মালদহ: একদিকে যেমন ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ, তেমনই মালদহে লাফিয়ে লাফিয়ে বাড়ছে অক্সিজেন সিলিন্ডারের চাহিদা। অক্সিজেনের সমস্যা না থাকলেও সিলিন্ডারের অভাবেই সঙ্কট তৈরি হচ্ছে বলে ওয়াকিবহাল মহল মনে করছে। তবে এরই মধ্যে কিছুটা আশার আলো দেখা দিয়েছে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। মেডিক্যালের কোভিড ওয়ার্ডের জন্য পৃথকভাবে একটি এলএমও বা লিক্যুইড মেডিক্যাল অক্সিজেন প্ল্যান্ট বসানো হচ্ছে। এই প্ল্যান্ট চালু হয়ে গেলে মেডিক্যালের কোভিড ওয়ার্ডে ভর্তি থাকা রোগীদের অক্সিজেন পাওয়ার ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে।
মালদহ মেডিক্যাল হাসপাতালের সুপার তথা উপাধ্যক্ষ পুরঞ্জয় সাহা বলেন, সাধারণ রোগীদের জন্য একটি এলএমও ইতিমধ্যেই রয়েছে। আরও একটি এলএমও চালু করার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। যত দ্রুত সম্ভব, এই এলএমও চালু করার চেষ্টা চলছে। মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় বলেন, এখন কোভিড আক্রান্ত রোগীদের জন্য ব্যবহৃত অক্সিজেন সিলিন্ডার নিয়মিত রিফিল করতে হয়। সমস্যা খুব একটা না থাকলেও পরবর্তীতে রোগীর সংখ্যা বাড়লে সমস্যা হতে পারে। এলএমও বসে গেলে এই সমস্যার মোকাবিলা করা সহজ হবে। ওয়াকিবহাল মহল সূত্রে জানা গিয়েছে একটি এলএমও’তে প্রায় ২০ কিলোলিটার লিক্যুইড অক্সিজেন থাকতে পারে। ফলে পরিস্থিতির মোকাবিলায় এই এলএমও অত্যন্ত কার্যকরী হবে বলে আশাবাদী চিকিৎসক মহল। 
মালদহ মেডিক্যালের ট্রমা কেয়ার ইউনটটিই বর্তমানে কোভিড হাসপাতালে রূপান্তরিত করা হয়েছে। মেডিক্যাল সূত্রে জানা গিয়েছে, প্রথমে ২০০টি বেড থাকলেও এখন ওই সংখ্যা কিছুটা বাড়ানো হয়েছে। চিকিৎসকরা পরিস্থিতি মোকাবিলায় তৎপর রয়েছেন। 
পাশাপাশি মালদহের চাঁচল মাল্টি সুপার স্পেশালটি হাসপাতালেও পৃথকভাবে একটি ১০০ বেডের কোভিড হাসপাতাল তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে বলে জানা গিয়েছে। ওই হাসপাতালটিতে করোনা চিকিৎসা চালু হয়ে গেলে উত্তর মালদহের কোভিড আক্রান্ত রোগীরা কাছাকাছি চিকিৎসা পাবেন বলে মনে করছেন প্রশাসনিক কর্তারা। ইতিমধ্যেই জেলাশাসক রাজর্ষি মিত্র এবং মহকুমা প্রশাসনের কর্তারা এই নতুন কোভিড হাসপাতালের পরিকাঠামো তৈরির বিষয়টি তত্ত্বাবধান করছেন।
তবে এত কিছুর পরেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে অক্সিজেনের চাহিদা। বাড়িতেই চিকিৎসাধীন থাকা রোগীদের আত্মীয়দের অনেকেরই অভিযোগ, অক্সিজেন পেতে সমস্যা হচ্ছে। তবে মূল সমস্যা হচ্ছে সিলিন্ডারের। যাঁদের কাছে সিলিন্ডার রয়েছে, তাঁদের ওই সিলিন্ডার রিফিল করতে খুব একটা সমস্যা হচ্ছে না। কিন্তু সিলিন্ডার পাওয়াই দায় হয়ে উঠেছে। কিছু ক্ষেত্রে সিলিন্ডার পাওয়া গেলেও মিলছে না রেগুলেটর। ফলে অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করার ক্ষেত্রে চরম সমস্যায় পড়তে হচ্ছে রোগীদের।
অক্সিজেন সিলিন্ডার বিক্রির সঙ্গে যুক্ত এক ব্যবসায়ী বলেন, সমস্যা হচ্ছে মূলত দু’রকম। একদিকে যেমন বাইরে থেকে সিলিন্ডারের সরবরাহ খুবই কম পরিমাণে পাওয়া যাচ্ছে, তেমনই আবার অনেকেই প্রয়োজন না থাকলেও আতঙ্কগ্রস্ত হয়ে সিলিন্ডার মজুত রাখতে চাইছেন। এরই জেরে সঙ্কট তৈরি হচ্ছে।   

10th  May, 2021
মমতার হাতেই উত্তরবঙ্গ
উন্নয়ন দপ্তর, খুশির হাওয়া

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর নিজের হাতে রাখার সিদ্ধান্ত অত্যন্ত ইতিবাচক ও ইঙ্গিতপূর্ণ বলে মনে করছেন উত্তরবঙ্গের নেতারা। একইসঙ্গে তাঁরা উচ্ছ্বসিত। প্রসঙ্গত, এরআগে গৌতম দেব ও রবীন্দ্রনাথ ঘোষ এই দপ্তর সামলেছেন। এবার এই গুরুত্বপূর্ণ দপ্তর মুখ্যমন্ত্রী নিজের হাতে রাখার যথেষ্ট কারণ রয়েছে বলে মনে করছেন তৃণমূলের নেতা থেকে ওয়াকিবহাল মহল।  বিশদ

11th  May, 2021
উদয়নের উপর হামলায় মূল অভিযুক্তরা
অধরা, গ্রেপ্তারের দাবিতে সরব তৃণমূল

 

দিনহাটার সদ্য প্রাক্তন বিধায়ক উদয়ন গুহের উপর হামলার পর পাঁচদিন পেরিয়ে গেলেও এখনও অধরা মূল অভিযুক্তরা। অবিলম্বে তাদের গ্রেপ্তারের দাবি জানিয়ে সোমবার দিনহাটা থানার আইসিকে ডেপুটেশন দেয় তৃণমূল কংগ্রেস। দলের দুই ব্লক সভাপতি বিষ্ণুকুমার সরকার, বিশ্বনাথ দে আমিন, তৃণমূল নেতা বিশু ধর সহ তৃণমূল কর্মীরা থানায় গিয়ে ডেপুটেশন দেন। বিশদ

11th  May, 2021
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাজোলের
বিজেপি নেতার মৃত্যু

সোমবার মালদহের গাজোল ব্লকের বাবুপুর গ্রাম পঞ্চায়েতের ঝাড় সাবৈল গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিজেপির ৭ নম্বর মণ্ডল সম্পাদকের মৃত্যু হয়। ওই ঘটনায় রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। পুলিস জানিয়েছে, মৃতের নাম মাধবচন্দ্র রায় (৪০)। বিশদ

11th  May, 2021
পাঁচ বছর পর মন্ত্রী পেয়ে খুশি
বণিক সমাজ, বাড়ছে প্রত্যাশা

দীর্ঘ পাঁচ বছর পরে রাজ্য মন্ত্রিসভার একজন সদস্য পেল মালদহ। পূর্ণ মন্ত্রী না পেলেও রাষ্ট্রমন্ত্রী হিসেবে মোথাবাড়ির বিধায়ক সাবিনা ইয়াসমিনের পাওয়া দপ্তরগুলি নিয়ে প্রত্যাশা বাড়তে শুরু করেছে মালদহের বাসিন্দাদের। একইসঙ্গে দীর্ঘদিন ধরে জমে থাকা বেশকিছু দাবি, চাহিদা নতুন করে ডানা মেলতে শুরু করেছে মালদহে। বিশদ

11th  May, 2021
শহরজুড়ে দশ হাজার
বৃক্ষরোপণ: গৌতম

 শিলিগুড়ি শহরের ৪৭টি ওয়ার্ডে ১০ হাজার গাছ লাগাবে পুরসভা। সম্প্রতি শিলিগুড়ি পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান হয়েই এ সিদ্ধান্ত নিয়েছেন গৌতম দেব। করোনা সঙ্কটে অক্সিজেনের হাহকারের মাঝে গৌতমবাবুর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে শহরের পরিবেশপ্রেমী সংগঠনগুলি।  বিশদ

10th  May, 2021
যুবকের মৃত্যুতে
করোনা আতঙ্ক

এক যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে রবিবার ময়নাগুড়িতে আতঙ্ক ছড়ায়। পুলিস জানিয়েছে, মৃত যুবকের নাম অলোক চন্দ (৩৫)। তাঁর বাড়ি খাগড়াবাড়ি-২ গ্রাম পঞ্চায়েতের টেকাটুলিতে। তিনি অসুস্থ ছিলেন। ভোরে মারা যান। এরপর এলাকায় করোনা আতঙ্ক ছড়ায়। মৃতদেহ উদ্ধারের জন্য বাসিন্দারা প্রশাসনকে জানালেও সহযোগিতা মেলেনি বলে অভিযোগ। বিশদ

10th  May, 2021
নেপালে যেতে আরটিপিসিআর নেগেটিভ
বাধ্যতামূলক, এদেশে হচ্ছে থার্মাল চেকিং

ভারত থেকে নেপালে প্রবেশ করতে হলে আরটিপিসিআর রিপোর্ট নেগেটিভ দেখানো বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু, নেপাল থেকে এ দেশে আসার সময় শুধুমাত্র থার্মাল স্ক্রিনিং করেই প্রবেশের ছাড়পত্র দেওয়া হচ্ছে। এমন অবস্থায় ভারত-নেপাল সীমান্ত পানিট্যাঙ্কিতে করোনা বিধি পালনে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে।  বিশদ

10th  May, 2021
কোভিড মোকাবিলা ও শহর পরিচ্ছন্ন
রাখাই এখন নয়া প্রশাসকের চ্যালেঞ্জ

কোচবিহার পুরসভার প্রশাসক হিসেবে সপ্তাহের শুরুতেই দায়িত্বভার গ্রহণ করবেন কোচবিহারে সদর মহকুমা প্রশাসক শেখ রাকিবুর রহমান। কোচবিহার পুরসভার প্রশাসক ভূষণ সিংকে সরিয়ে তাঁর জায়গায় রাজ্যের তরফে মহকুমা শাসককে দায়িত্ব দেওয়া হয়েছে। বিশদ

10th  May, 2021
টোটো অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিলি,
বিনামূল্যে পরিষেবা একদল যুবক-যুবতীর

করোনার কামড়ে যখন বেসামাল জনজীবন তখনও হেরে না যাওয়ার অফুরন্ত শক্তি জোগাচ্ছে জলপাইগুড়ির একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কয়েকজন যুবক-যুবতী। সঙ্গে হাতেগোনা কয়েকজন প্রশিক্ষিত নার্স ও টেকনিশিয়ান। রাত-দিন এককরে ‘টোটো অ্যাম্বুলেন্স’ নিয়ে ছুটে বেড়াচ্ছেন তাঁরা। বিশদ

10th  May, 2021
গোলাবাড়িতে দোকানে আগুন
লাগানোর ছবি সিসিটিভি ক্যামেরায়

 

একসঙ্গে পাঁচটি দোকানে আগুন লাগানোর ঘটনার সিসিটিভি ফুটেজ পুলিসের হাতে এসেছে। ওই ফুটেজের সূত্র ধরেই পুলিস দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। আলিপুরদুয়ার-২ ব্লকের চাপড়েরপাড়-২ গ্রাম পঞ্চায়েতের পশ্চিম বড়চৌকি গ্রামের গোলাবাড়ি বাজারে বুধবার রাতে একসঙ্গে পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। বিশদ

10th  May, 2021
করোনা সংক্রামিতদের খোঁজ নিতে
বাড়ির গেটে কালচিনির বিডিও

 

বাড়িতে বিডিও’কে আসতে দেখে অবাক কালচিনি ব্লকের হোম আইসোলেশনে থাকা করোনা সংক্রামিতরা। করোনা আক্রান্তরা বাড়িতে কে, কেমন আছেন, তাঁদের ঠিকমতো ওষুধপত্র মিলছে কি না  কিংবা সব্জিবাজার পেতে কোনও অসুবিধা হচ্ছে কি না, রবিবার থেকে বাড়ি বাড়ি গিয়ে  তার খোঁজখবর নিতে শুরু করেছেন বিডিও প্রশান্ত বর্মন।  বিশদ

10th  May, 2021
মনোজকে বিরোধী দলনেতা
করার দাবি তুললেন গঙ্গাপ্রসাদ 

 

মাদারিহাট থেকে পরপর দু’বার জিতে আসা দলের বিধায়ক মনোজ টিগ্গাকে বিধানসভায় বিরোধী দলনেতা করার দাবি তুললেন বিজেপির আলিপুরদুয়ার জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা। এই দাবির পিছনে গঙ্গাপ্রসাদবাবুর যুক্তি, মনোজ আগেও বিধানসভায় দলের পরিষদীয় দলনেতা ছিলেন। বিশদ

10th  May, 2021
পাওয়ার ফেন্সিং দেওয়ায় বামনডাঙার
সেই মডেল ভিলেজে বন্ধ হাতির হানা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প নাগরাকাটা ব্লকের বামনডাঙা মডেল ভিলেজকে হাতির হামলা থেকে রক্ষা করতে উদ্যোগী হয়েছে বনদপ্তর। দপ্তরের বন্যপ্রাণ শাখা কয়েক লক্ষ টাকা খরচ করে ব্যাটারিচালিত পাওয়ার ফেন্সিং দিয়ে গোটা মডেল ভিলেজ ঘিরে দিয়েছে। বিশদ

10th  May, 2021
আরটিপিসিআর নেগেটিভ রিপোর্ট দেখেই
মিলছে আন্তঃরাজ্য বাসের টিকিট
শিলিগুড়ি

করোনা সংক্রমণ প্রতিরোধে রাজ্য সরকারের নির্দেশমতো শিলিগুড়িতে ভিন রাজ্য থেকে আসা বাসযাত্রীদের উপর কড়া নজরদারি শুরু করেছেন বাসমালিকরা। প্রত্যেক যাত্রীর কাছে আরটিপিসিআর নেগেটিভ রিপোর্ট রয়েছে কি না তা দেখা হচ্ছে। বিশদ

10th  May, 2021

Pages: 12345

একনজরে
শেষ পর্যন্ত বিস্তর টানাপোড়েনের পর আলোচনায় বসতে চেয়ে শ্রী সিমেন্ট কর্তারা বুধবার চিঠি দিল ইস্ট বেঙ্গল ক্লাবকে। ওই চিঠিতে এসসি ইস্ট বেঙ্গলের সিইও শিবাজি সমাদ্দার বলেছেন, ‘অবিলম্বে আলোচ্য বিষয়গুলি জানান।’ ...

দলের নির্দেশে নন্দীগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান পদ থেকে ইস্তফা দিলেন বনশ্রী খাঁড়া। তিনি সম্পর্কে রাজ্যের মন্ত্রী শিউলি সাহার মা। বিধানসভা ভোটে বনশ্রীদেবী তৃণমূলের হয়ে সেভাবে প্রচারে নামেননি বলে দলীয় নেতৃত্বের অভিযোগ। সেজন্য তাঁকে অবিলম্বে ইস্তফা দিতে নির্দেশ দিয়েছিল দল। ...

করোনা পরিস্থিতির মধ্যেও সুষ্ঠুভাবে রেশনে খাদ্যসামগ্রী দেওয়ার উপর বিশেষ জোর দিচ্ছেন রাজ্যের নতুন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেশন গ্রাহকদের বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী পৌঁছে ...

করোনার সংক্রমণ এড়িয়ে সুরক্ষিতভাবে বাড়িতে বসেই গয়না কেনার সুযোগ করে দিচ্ছে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। অক্ষয় তৃতীয়া ও ঈদ উপলক্ষে থাকছে হরেক অফারও। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব সমাগমে আনন্দ বৃদ্ধি। চারুকলা শিল্পে উপার্জনের শুভ সূচনা। উচ্চশিক্ষায় সুযোগ। কর্মক্ষেত্রে অযথা হয়রানি। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৬৩৮ - সম্রাট শাহজাহানের তত্ত্বাবধায়নে দিল্লির লাল কেল্লার নির্মাণ কাজ শুরু
১৮৩৬ - ভারততত্ত্ববিদ স্যার চার্লস উইলকিন্সের মৃত্যু
১৮৮৭ - বাঙালি কবি, সাহিত্যিক, সাংবাদিক এবং প্রবন্ধকার রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু
১৮৫৭: ম্যালেরিয়ার জীবাণু আবিষ্কারক রোনাল্ড রসের জন্ম
১৯১৮: নৃত্যশিল্পী বালাসরস্বতীর জন্ম
১৯৪৭: কবি সুকান্ত ভট্টাচার্যের মৃত্যু
১৯৫৬: আর্ট অফ লিভিং ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা তথা আধ্যাত্মিক নেতা শ্রীশ্রী রবিশঙ্করের জন্ম
১৯৬২: ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি হিসাবে শপথ নিলেন সর্বপল্লি রাধাকৃষ্ণাণ
১৯৬৭: ভারতের তৃতীয় রাষ্ট্রপতি হিসাবে শপথ নিলেন জাকির হোসেন
১৯৯৫ - প্রথম নারী হিসেবে ব্রিটিশ বংশদ্ভূত এলিসনের অক্সিজেন ও শেরপা ছাড়াই এভারেস্ট জয়
২০০০ - ভারতের লারা দত্তের বিশ্বসুন্দরী শিরোপা লাভ
২০০৫ - বিশিষ্ট সঙ্গীতিশিল্পী উৎপলা সেনের মৃত্যু
২০১১: পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিপুল জয় তৃণমূল কংগ্রেসের



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭২.৬৭ টাকা ৭৪.৬৮ টাকা
পাউন্ড ১০১.৯৯ টাকা ১০৫.৫১ টাকা
ইউরো ৮৭.৪৯ টাকা ৯০.৭১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৪৮,৪৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৫,৯৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৬,৬৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৭১,৬০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৭১,৭০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২৯ বৈশাখ ১৪২৮, বৃহস্পতিবার, ১৩ মে ২০২১। দ্বিতীয়া অহোরাত্র। রোহিণী নক্ষত্র অহোরাত্র। সূর্যোদয় ৫/১/১৪, সূর্যাস্ত ৬/৪/৩৬। অমৃতযোগ রাত্রি ১২/৪০ গতে ২/৫১ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৬/৪৬ মধ্যে পুনঃ ১০/১৫ গতে ১২/৫২ মধ্যে। বারবেলা ২/৪৯ গতে অস্তাবধি। কালরাত্রি ১১/৩৩ গতে ১২/৫৫ মধ্যে। 
২৯ বৈশাখ ১৪২৮, বৃহস্পতিবার, ১৩ মে ২০২১। দ্বিতীয়া রাত্রি ৩/৩৬। রোহিণী নক্ষত্র শেষরাত্রি ৪/৮। সূর্যোদয় ৫/১, সূর্যাস্ত ৬/৬। অমৃতযোগ রাত্রি ১২/৪০ গতে ২/৫০ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৬/৪৬ মধ্যে ও ১০/১৫ গতে ১২/৫১ মধ্যে। কালবেলা ২/৫০ গতে ৬/৬ মধ্যে। কালরাত্রি ১১/৩৪ গতে ১২/৫৬ মধ্যে। 
৩০ রমজান।

ছবি সংবাদ

এই মুহূর্তে
শিবপুরে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বালকের মৃত্যু
কলকাতার পর এবার হাওড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটল আজ ...বিশদ

07:43:56 PM

দুর্গাপুরে  দিদিকে গুলি, অভিযুক্ত ভাই
দুর্গাপুরে  দিদিকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে। আজ, ...বিশদ

05:17:18 PM

ধনেখালিতে ট্রেন থেকে পড়ে মৃত্যু বিহারের দম্পতির
স্ত্রী জ্যোতিকে নিয়ে কলকাতায় শ্বশুরবাড়ি আসছিলেন বিহারের দ্বারভাঙ্গার বাসিন্দা সৌরভ ...বিশদ

04:07:09 PM

স্টাফ স্পেশাল ট্রেনে এবার উঠতে পারবেন স্বাস্থ্যকর্মীরাও
রেলকর্মীদের জন্য ‘স্টাফ স্পেশাল’ ট্রেনে এবার থেকে উঠতে পারবেন স্বাস্থ্যকর্মীরাও। ...বিশদ

03:35:34 PM

গঙ্গায় মৃতদেহ ভেসে আসতে পারে, শুরু নজরদারি
উত্তরপ্রদেশ এবং বিহারের গঙ্গায় ভাসতে দেখা গিয়েছে অসংখ্য মৃতদেহ। আশঙ্কা, ...বিশদ

03:29:57 PM

পিছিয়ে গেল পরীক্ষা
করোনার জেরে পিছিয়ে গেল ইউপিএসসি-র প্রিলিমিনারি পরীক্ষা। ইউপিএসসি-র প্রিলিমিনারি হওয়ার ...বিশদ

03:17:14 PM