হস্তশিল্পীরা তাদের কাজের সাফল্যের জন্য সুনাম পেতে পারেন। সঙ্গীতাদি চারুকলার ক্ষেত্রে বিশেষ সম্মান লাভের যোগ। ... বিশদ
বুধবার টিকিট বিক্রির বহু আগে থেকেই হাজার হাজার মানুষ লাইনে দাঁড়ান। কেউ কেউ ভোর রাত থেকেই সেখানে হাজির থাকেন। নির্দিষ্ট সময়ে কাউন্টার খুলতেই শুরু হয় হুড়োহুড়ি। প্রবল বিশৃঙ্খলা সৃষ্টি হতেই পুলিসকে আসরে নামে। এই সময় অনেকেই রাস্তায় নেমে আসেন। অসুস্থ হন একাধিক মানুষ। অনেকেই অচৈতন্য হয়ে পড়েন। গোটা পরিস্থিতির জন্য ওড়িশা ক্রিকেট সংস্থার কর্তাদের দুষছেন অনেকে। টিকিট সংগ্রহ করতে আসা অনুরাগীদের অভিযোগ, কাউন্টার থেকে টিকিট বিক্রির কথা আগে জানানো হলেও পর্যাপ্ত ব্যবস্থা করা হয়নি। ভিড় সামলানোর মতো যথেষ্ট সংখ্যক পুলিস কর্মীও ছিল না।