হস্তশিল্পীরা তাদের কাজের সাফল্যের জন্য সুনাম পেতে পারেন। সঙ্গীতাদি চারুকলার ক্ষেত্রে বিশেষ সম্মান লাভের যোগ। ... বিশদ
অস্ট্রেলিয়া সফরে চরম বিপর্যয়ের মুখে পড়তে হয়েছিল রোহিতকে। অনেক প্রত্যাশা নিয়ে মুম্বইয়ের হয়ে রনজি ট্রফিতে খেলতে নেমেও বড় রান পাননি হিটম্যান। ফলে তাঁর উপর চাপ ক্রমশ বাড়ছে। জাতীয় নির্বাচক প্রধান অজিত আগরকর এবং বোর্ডের এক শীর্ষ কর্তা নাকি রোহিতের সঙ্গে বৈঠক করেন। সেখানেই ঠিক হয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফির পরেই রোহিতকে জানাতে হবে তিনি ভবিষ্যৎ নিয়ে কী ভাবছেন। একপ্রকার ‘স্বেচ্ছাবসর’-এর প্রস্তাবই দেওয়া হয়েছে হিটম্যানকে। বিসিসিআই কর্তারা চাইছেন, পরের ডব্লুটিসি এবং ওয়ান ডে বিশ্বকাপের কথা মাথায় রেখে সময় থাকতেই রোহিতের বিকল্প খুঁজে নিতে। সেই দৌড়ে বুমরাহ এগিয়ে।
রোহিত অবশ্য অবসর নিয়ে যাবতীয় চর্চাকে উড়িয়ে দিয়েছেন। মুম্বইকরের ফোকাস এখন স্রেফ ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে। হিটম্যান বুধবার অসন্তুষ্ট ভঙ্গিতেই বলেছেন, ‘সামনে তিনটি একদিনের ম্যাচ ও মিনি বিশ্বকাপ। এই অবস্থায় আমার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এতো শোরগোলের কারণ বুঝছি না। তাই এ ব্যাপারে কোনও মন্তব্য করতে চাই না। তাছাড়া বিষয়টা নতুন নয়। কোনও রিপোর্টের প্রতিক্রিয়া দেওয়ার দায়ও আমার নেই। চ্যাম্পিয়ন্স ট্রফির পর যা হবে দেখা যাবে।’ ইংল্যান্ডের বিরুদ্ধে আক্রমণাত্মক ক্রিকেট খেলাই লক্ষ্য রোহিতের। তাঁর কথায়, ‘ওডিআই বিশ্বকাপে যেভাবে খেলেছি, সেভাবেই খেলতে চাই। কার কী ভূমিকা, তা সবার জানা।’ পাশাপাশি ক্যাপ্টেন জানান, যশপ্রীত বুমরাহর স্ক্যান রিপোর্টের অপেক্ষায় রয়েছে শিবির।