হস্তশিল্পীরা তাদের কাজের সাফল্যের জন্য সুনাম পেতে পারেন। সঙ্গীতাদি চারুকলার ক্ষেত্রে বিশেষ সম্মান লাভের যোগ। ... বিশদ
সদ্যসমাপ্ত টি-২০ সিরিজে জস বাটলারদের ৪-১ ব্যবধানে হারানো দলের অনেক সদস্যই ওয়ান ডে স্কোয়াডে নেই। ওপেনিংয়ে রোহিতের সঙ্গী হচ্ছেন শুভমান গিল। স্কোয়াডে থাকা তৃতীয় ওপেনার যশস্বী জয়সওয়ালের ঠিকানা অবশ্য ড্রেসিং রুমই। তিনে যথারীতি বিরাট কোহলি, চারে শ্রেয়স আয়ার। পাঁচে ঋষভ পন্থ কিংবা লোকেশ রাহুল। দুই অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজা। আসলে ভারতীয় দল এখন আট নম্বর পর্যন্ত ব্যাটসম্যান চাইছে। সেজন্যই অক্ষর প্যাটেল বা ওয়াশিংটন সুন্দরের মধ্যে কোনও একজনের খেলার সম্ভাবনা রয়েছে আটে। চোট সারিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন চায়নাম্যান কুলদীপ যাদব। ২০২৩ সালের নভেম্বরে মোতেরায় বিশ্বকাপ ফাইনালের পর একদিনের আসরে প্রত্যাবর্তন ঘটতে চলেছে মহম্মদ সামির। যশপ্রীত বুমরাহ এই সিরিজে নেই। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তিনি অনিশ্চিত। এই পরিস্থিতিতে সামির সেরা ফর্মে থাকা জরুরি। নতুন বলে তাঁর সঙ্গী হবেন অর্শদীপ সিং।
একটা পজিশন নিয়ে অবশ্য সংশয় রয়েছে। কিপার-ব্যাটার হিসেবে পাঁচে লোকেশ রাহুল নামবেন নাকি ঋষভ পন্থ? এই স্লটে রাহুলের রেকর্ড রীতিমতো ভালো। বিশ্বকাপেও রান পেয়েছিলেন তিনি। কিন্তু পন্থ তখন ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কারণে মাঠের বাইরে ছিলেন। এখন স্কোয়াডে থাকা সত্ত্বেও তাঁকে প্রথম এগারোর বাইরে রাখা কঠিন। রাহুল খেললে ভারতের প্রথম ছয়জন ব্যাটসম্যানের সবাই ডান-হাতি হয়ে পড়ছেন। ফলে বাঁ-হাতি পন্থের খেলার সম্ভাবনাই বেশি। তাছাড়া, রাহুল মাঝে মাঝে আটকে যান। তখন স্কোরবোর্ড অচল হয়ে পড়ে। কিন্তু পন্থ রকমারি শটের মাধ্যমে বিপক্ষ বোলারদের পরিকল্পনা তছনছ করে দেওয়ার ক্ষমতা ধরেন। মুশকিল হল, একদিনের ঘরানায় তাঁর ধারাবাহিকতার অভাব। টিম ম্যানেজমেন্ট অবশ্য দু’জনকেই খেলাতে পারে। সেক্ষেত্রে কোপ পড়বে সম্ভবত শ্রেয়স আয়ারের উপর।
ইংল্যান্ড আবার জো রুটের উপস্থিতিতে শক্তি বাড়িয়ে নামছে। স্পিনের বিরুদ্ধে টি-২০ সিরিজে অসহায় দেখিয়েছে ব্রিটিশদের। এক্ষেত্রে রুটের দক্ষতা তাই ভরসা জোগাচ্ছে। একদিনের ঘরানায় হালফিল ইংল্যান্ডের পরিসংখ্যান বেশ হতাশাজনক। সেপ্টেম্বর ও নভেম্বরে যথাক্রমে অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছে তারা। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ফর্মে ফিরতে মরিয়া থাকবে বাটলার ব্রিগেড। ব্যাটিংয়ে স্বয়ং অধিনায়ক এবং রুট ছাড়াও রয়েছেন ফিল সল্ট, বেন ডাকেট, হ্যারি ব্রুকরা। একমাত্র বিশেষজ্ঞ স্পিনার আদিল রশিদ। আর পেস বিভাগে রয়েছেন জোফ্রা আর্চার, সাকিব মাহমুদ ও ব্রাইডন কার্স।
ম্যাচ শুরু দুপুর ১.৩০ মিনিটে।