হস্তশিল্পীরা তাদের কাজের সাফল্যের জন্য সুনাম পেতে পারেন। সঙ্গীতাদি চারুকলার ক্ষেত্রে বিশেষ সম্মান লাভের যোগ। ... বিশদ
মুর্শিদাবাদ জেলা বাংলা, বিহার, ওড়িশার রাজধানী হওয়ার সুবাদে এই জেলার আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে বহু ইতিহাস। ইতিহাসের গন্ধে প্রতিবছর লক্ষ লক্ষ মানুষের পা পড়ে এই জেলায়। ইতিহাস উৎসবের উদ্যোক্তাদের দাবি, ইতিহাসের বহু অজানা তথ্য মুর্শিদাবাদ জেলা ইতিহাস ও সংস্কৃতি চর্চা কেন্দ্র সামনে এনেছে। পাশাপাশি উদ্যোক্তাদের দাবি, রাজ্যে এটিই প্রথম ও সর্বোবৃহৎ ইতিহাস উৎসব।
এবারের ইতিহাস উৎসবে জেলার ১৩৫জন মনীষীর জন্ম, মৃত্যুর সন তারিখ সহ তাদের ছবি দিয়ে তথ্যচিত্র দেখানো হবে। উৎসব প্রাঙ্গণ থেকে ইতিহাস সংক্রান্ত একাধিক গ্রন্থ প্রকাশ করা হবে। ইতিহাস থিমের উপর ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে। একই সঙ্গে ইতিহাসের উপর পড়ুয়াদের লিখিত প্রতিযোগিতা ও অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এবারের উৎসবের বিশেষ আকর্ষণ ইতিহাসের দেশ।
উৎসবে ইতিহাস ও আঞ্চলিক ইতিহাসের গুরুত্ব ও প্রয়োজনীয়তা শীর্ষক একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আগামী রবিবার শেষ দিন প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। খাদ্য রসিকদের জন্য মেলা প্রাঙ্গণে ফুডস্টল থাকছে।
আয়োজক সংস্থার সদস্য অরিন্দম রায় বলেন, মুর্শিদাবাদ জেলা ইতিহাসের খনি। ইতিহাসের প্রতি মানুষের আগ্রহ বাড়াতে এবং অজানা তথ্য তাঁদের সামনে তুলে ধরতেই আমাদের এই প্রয়াস। নিজস্ব চিত্র