নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: বুধবার বর্ধমান টাউন স্কুলের শতবর্ষ পূর্তি উৎসব উদযাপন অনুষ্ঠানে নক্ষত্র সমাবেশ হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক আয়েশা রানি এ, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ভিসি শঙ্করকুমার নাথ সহ অন্যানরা। এদিন অবসরপ্রাপ্ত ও বদলি হওয়া শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষা কর্মীদের সংবর্ধনা দেওয়া হয়। বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি উত্তম সেনগুপ্ত বলেন, শতবর্ষ উদযাপন করার জন্য বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। শতবর্ষ প্রাচীন শতবার্ষিকী শ্রদ্ধাঞ্জলি পার্কের উদ্বোধন করা হয়েছে। প্রভাতফেরির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়েছিল। পাঁচ দিন ধরে বর্ণাঢ্য অনুষ্ঠান চলে। সমাজের বিশিষ্ট জনেরা অনুষ্ঠানে যোগ দেন। স্কুলের প্রাক্তনীদের উপস্থিতিতে অনুষ্ঠান আরও উজ্জ্বল হয়ে উঠেছিল। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামিম হোসেন চৌধুরী সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা প্রতিদিনই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
জেলাশাসক আয়েশা রানি এ বলেন, একটি স্কুল শতবর্ষ উদযাপন করছে, এটা অনেক বড় বিষয়। এই বিদ্যালয়ের বহু কৃতী পড়ুয়া রয়েছে। আগামী দিনে এই স্কুল আরও এগিয়ে যাবে বলে আশা করি। সভাপতি বলেন, ডাক বিভাগের তরফে টাউন স্কুলের নামাঙ্কিত কভার পেজের ডাকটিকিট উদ্বোধন করা হয়েছে। এই পাঁচদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।-নিজস্ব চিত্র