হস্তশিল্পীরা তাদের কাজের সাফল্যের জন্য সুনাম পেতে পারেন। সঙ্গীতাদি চারুকলার ক্ষেত্রে বিশেষ সম্মান লাভের যোগ। ... বিশদ
ক্লাবের অন্যতম কর্তা গোপাল সাউ, চন্দন মান্না বলেন ২০১২সাল থেকে আমাদের সমাজসেবামূলক কাজ করার ইচ্ছে থেকেই এই ক্লাবের জন্ম। শুধু গণবিবাহ নয়, ট্রাইসাইকেল বিতরণ থেকে পাঠ্যসামগ্রী, সমস্ত ধরনের সামাজিক কাজে আমরা জড়িয়ে থাকি। যে কোনও সমস্যায় পড়লে আমরা সাধারণ মানুষকে সাহায্য করি।
ক্লাবের অন্যতম কর্মকর্তা মুরারী গিরি, অরবিন্দ গিরি, মানু জৈন বলেন, আমাদের ক্লাব বিগত ১২ বছর ধরে শতাধিক যুগলকে বিয়ে দিয়েছে। সাধারণ মানুষ এভাবে আমাদের পাশে থাকলে আমরা আগামী দিনে আরও বড় কর্মকাণ্ডে এগিয়ে যেতে পারব। বেলদার জনগণকে ধন্যবাদ যে তারা আমাদের এই গণবিবাহকে বেলদার অন্যতম উৎসবে পরিণত করেছেন। ক্লাব সভাপতি সুজিত চক্রবর্তী বলেন, প্রথমবার নারায়ণগড়ের বিডিওর সহযোগিতায় বিয়ের দিনই ১৫জন যুবতী রাজ্য সরকারের রূপশ্রী প্রকল্পের সুবিধা পাচ্ছেন। এজন্য রাজ্য সরকার ও প্রশাসনকে ধন্যবাদ জানাই।-নিজস্ব চিত্র