হস্তশিল্পীরা তাদের কাজের সাফল্যের জন্য সুনাম পেতে পারেন। সঙ্গীতাদি চারুকলার ক্ষেত্রে বিশেষ সম্মান লাভের যোগ। ... বিশদ
আট দফা দাবিতে ২০০৮ সালে আন্দোলনে নেমেছিল ফরওয়ার্ড ব্লক। তৎকালীন ফব নেতা উদয়ন গুহের নেতৃত্বে দিনহাটায় আইন অমান্য আন্দোলন হয়েছিল। সেই আন্দোলনে পুলিস গুলি চালিয়েছিল। পাঁচটি তরতাজা তরুণ সেদিন প্রাণ হারান ওই ঘটনায়। প্রতিবছর তাই পঞ্চশহিদদের স্মরণ করে ফরওয়ার্ড ব্লক। তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পরেও পৃথকভাবে এই দিনটি পালন করে আসছেন উদয়ন গুহের নেতৃত্বে তাঁর অনুগামীরা।
মন্ত্রী এদিন স্মরণসভায় বলেন, সিপিএমের ষড়যন্ত্রেই সেদিন প্রাণ হারিয়েছিল পাঁচজন। সেই ষড়যন্ত্রে শামিল ছিলেন রাজ্য পুলিসের একাধিক অফিসার। দিনহাটা থানার বর্তমান আইসি জয়দীপ মোদকও সেই ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। ঘটনার সময় তিনি এই থানায় এসআই ছিলেন। আগের দিন আমাদের সঙ্গে বৈঠক করে জানতে চেয়েছিলেন আমরা কীভাবে আন্দোলন করতে চাই। ওই বছর ৫ ফেব্রুয়ারি নির্মমভাবে গুলি চালানো হয় আন্দোলনকারীদের উপর। বর্তমানে রাজ্যে বামেরা ৬ শতাংশের বেশি ভোট পাচ্ছে না। বিজেপি কখনও ১৮টা কখনও ১২টা আসন পাচ্ছে লোকসভায়। বামেরা শূন্যই থেকে যাচ্ছে। বিজেপির এই ক্ষমতা বৃদ্ধির পিছনে রয়েছে সিপিএম।
পাল্টা সিপিএমের কোচবিহার জেলা কমিটির সদস্য শুভ্রালোক দাস বলেন, মন্ত্রীর স্মৃতিভ্রম হয়েছে। তাই উনি ভুলে গিয়েছেন। এ রাজ্যে বিজেপির সঙ্গে জোট করে ক্ষমতায় আসতে চেয়েছিল তাঁর দল তৃণমূল। বর্তমানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির তদন্তে তৃণমূল বিজেপির সেটিং সাধারণ মানুষ বুঝতে পারছে।
এ প্রসঙ্গে বিজেপির প্রাক্তন জেলা সভানেত্রী তথা তুফানগঞ্জের বর্তমান বিধায়ক মালতী রাভা রায় বলেন, মন্ত্রী দলবদলু। বিজেপির শক্তিবৃদ্ধিতে ভয় পেয়ে এসব কথা বলে দলীয় কর্মীদের মনোবল বৃদ্ধি করছেন। কিন্তু মানুষ ওর কথায় কান দেবে না। অন্যদিকে, দিনহাটা থানার আইসি মন্ত্রীর অভিযোগ সম্পর্কে কোনও মন্তব্য করতে চাননি। নিজস্ব চিত্র।