হস্তশিল্পীরা তাদের কাজের সাফল্যের জন্য সুনাম পেতে পারেন। সঙ্গীতাদি চারুকলার ক্ষেত্রে বিশেষ সম্মান লাভের যোগ। ... বিশদ
অভিযোগ, ময়নাতলির এক ব্যক্তি ১৫ দিন আগে ধূপগুড়ির গাদং-২ গ্রাম পঞ্চায়েতের শালবাড়ির ২৫ দিনের শিশু দত্তক নেয়। দত্তক নেওয়ার বিষয়টি ১০ টাকার স্ট্যাম্প পেপারে চুক্তি করা হয়। যদিও ওই ব্যক্তির দাবি, যার কাছ থেকে দত্তক নিয়েছেন তারা তাদের ঘনিষ্ঠ আত্মীয়। তবে তারা শিশু দত্তক নেওয়ার কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। বুধবার পুলিস গিয়ে উদ্ধার করে শিশুটি। বিএমওএইচ বলেন, এদিন পুলিস শিশুটি উদ্ধার করে নিয়ে আসে। তবে শিশুটির মাকে না জানিয়ে দত্তক দেওয়া হয়েছিল, নাকি দত্তক দেওয়ার পিছনে আর্থিক লেনদেন হয়েছিল তা তদন্ত করে খতিয়ে দেখছে পুলিস। যদিও শিশুটির মায়ের কোনও খোঁজ পাওয়া যায়নি।