সংবাদদাতা, রায়গঞ্জ: রায়গঞ্জ শহরকে যানজট মুক্ত করতে পুরসভার নয়া নিয়ম চালু হল বুধবার থেকে। নিয়ম কার্যকর করতে এদিন পুর প্রশাসন ও পুলিস প্রশাসনকে নজরদারি চালাতে দেখা যায় শহরের রাস্তায়। পুরসভার নিয়ম অনুযায়ী বুধবার সবুজ টোটো চলার কথা। তারজন্য রায়গঞ্জের নেতাজি মোড়, কুলিক ফরেস্ট সংলগ্ন কুলিক ব্রিজ, সুভাষগঞ্জ, এফসিআই মোড়, সৎসঙ্গ মোড় ও দেবীনগর কালীবাড়ি মোড় মিলিয়ে মোট ৬ টি জায়গায় চেকিং পয়েন্ট করা হয়। সকাল থেকে রেজিস্ট্রেশনহীন ও কালার কোডহীন টোটো আটকানোর চেষ্টা করে প্রশাসন। তবে শহরজুড়ে এদিন রেজিস্ট্রেশনহীন অনেক টোটো ঘুরে বেড়ায়। টোটোর এই নয়া নিয়ম চালু করতে প্রথম দিন একটু বেগ পেতে হয় প্রশাসনকে। টোটোর অবৈধ চলাচল আটকাতে ৭ ফেব্রুয়ারি থেকে আরও চেকিং পয়েন্ট বাড়বে বলে পুরসভা সূত্রে খবর। পুরসভার নিয়ম অনুযায়ী সোম, বুধ, শুক্রবার সবুজ রংয়ের টোটো এবং মঙ্গল, বৃহস্পতি ও রবিবার নীল রংয়ের টোটো চলবে। শনিবার সব রংয়ের টোটো চলবে। পাশাপাশি রাত দশটা থেকে সকাল ৮ টা পর্যন্ত শহরে টোটো চলাচলের ক্ষেত্রে কোনও বিধিনিষেধ থাকবে না। এই নিয়ম অমান্য করলে টোটো চালকদের পাঁচশো টাকা পর্যন্ত জরিমানা করা হবে বলে পুরসভার তরফে জানানো হয়েছে। রায়গঞ্জের পুরপ্রশাসক সন্দীপ বিশ্বাস বলেন, আজ অনেক টোটোচালকদের বুঝিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। শহরে টোটো নিয়ে প্রবেশ করতে হলে রেজিস্ট্রেশন থাকা বাধ্যতামূলক। পুলিস, জেলাপ্রশাসন ও বিধায়কের সহায়তায় এই নিয়ম কার্যকর হবে শহরে। এতে যানজট ও দুর্ঘটনা কমবে।
এদিকে শহরের টোটো চালকরা রেজিস্ট্রেশন পেলেও গ্রামের টোটো চালকরা পাননি। যার জেরে তাঁদের বিভিন্ন জায়গায় পুলিস ও পুর প্রশাসন আটকাচ্ছে বলে জানান কমলাবাড়ি ১ গ্রামপঞ্চায়েতের টোটো চালক শীতল সরকার। তিনি বলেন, পঞ্চায়েতে কাগজপত্র জমা দিলেও এখনও রেজিস্ট্রেশন হয়নি। এই নয়া নিয়ম প্রসঙ্গে বিধায়ক কৃষ্ণ কল্যাণী বলেন, প্রথমদিন টোটো চালকদের জরিমানা করা হয়নি। তবে বৃহস্পতিবার থেকে কঠোরভাবে নিয়ম মানা হবে। নিজস্ব চিত্র