হস্তশিল্পীরা তাদের কাজের সাফল্যের জন্য সুনাম পেতে পারেন। সঙ্গীতাদি চারুকলার ক্ষেত্রে বিশেষ সম্মান লাভের যোগ। ... বিশদ
পুলিস সূত্রে জানা গিয়েছে, জখমদের নাম ওরফেজ কুমার ও মহম্মদ আলাউদ্দিন। প্রথমজন বিএসএফ জওয়ান। বীরভূম জেলার রামপুরহাটে তাঁর বাড়ি। দ্বিতীয়জন বাংলাদেশি পাচারকারী। সেই দেশের দিনাজপুরে অভিযুক্তের বাড়ি। দু’জনেই গঙ্গারামপুর হাসপাতালে চিকিৎসাধীন। গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে সুপার ডাঃ বাবুসোনা সাহা বলেন, জখম বিএসএফ জওয়ান ও বাংলাদেশি পাচারকারীর চিকিৎসা চলছে। দু’জনের অবস্থাই স্থিতিশীল।
এদিন ভোরে ঘন কুয়াশার চাদের ঢাকা ছিল মল্লিকপুর সীমান্ত। বিএসএফ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই সময় সীমান্তে জড়ো হয় ৫-৭ জন বাংলাদেশি দুষ্কৃতী। তাদের হাতে লাঠি, দা এবং তার কাটার যন্ত্র ছিল। ডাকাতি ও মাদক পাচারের উদ্দেশ্যে তার কেটে এপারে প্রবেশ করে। প্রথমে দুষ্কৃতীদের থামতে বলেন কর্তব্যরত বিএসএফ জওয়ানরা। তা কর্ণপাত না করে ভারতীয় গ্রামের দিকে এগিয়ে আসে দুষ্কৃতীরা। ওদের প্রতিরোধ করতে জওয়ানরা মির্চি গ্রেনেড ছোড়ে। তাতেও লাভ হয়নি।
জওয়ানদের ঘিরে ধরে বেপরোয়া দুষ্কৃতীরা। ওদের সঙ্গে জওয়ানদের ধস্তাধস্তি হয়। দুষ্কৃতীদের চালানো ধারালো অস্ত্রের আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন বিএসএফ জওয়ান ওরফেজ। ত্রিপুরা সীমান্তের মতো এখানেও জওয়ানদের কাছ থেকে রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। তখন জওয়ানরা পরপর তিন রাউন্ড গুলি ছুড়লে দুষ্কৃতীরা ছাত্রভঙ্গ হয়। বিএসএফের উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের এক অফিসার বলেন, মঙ্গলবার গভীর রাতে তাণ্ডব চালানোর চেষ্টা করেছিল বাংলাদেশি দুষ্কৃতীরা। জওয়াদের বাধায় তারা সফল হয়নি। কুয়াশার সুযোগ নিয়ে ওই গ্যাংই ভোরে ফের আক্রামণ করে। আত্মরক্ষার জন্য জওয়ানরা গুলি চালিয়ে ছিল। ঘটনাস্থল থেকে দা, লাঠি, তার কাটার যন্ত্র উদ্ধার করা হয়েছে।
গঙ্গারামপুর ব্লকের সুখদেবপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে মল্লিকপুর গ্রাম। স্থানীয় বাসিন্দারা পেশায় কৃষিজীবী। গ্রামবাসীদের অভিযোগ, বিজিবির মদতেই সীমান্তে দাপিয়ে বেড়াচ্ছে বাংলাদেশি দুষ্কৃতীরা। ওরা মাঝেমধ্যেই গ্রামবাসীদের হুমকি দেয়। জমির ফসলও লুট করে নিয়ে যায়। এবার ওদেরকে যোগ্য জবাব দিয়েছে বিএসএফ।
প্রসঙ্গত, মঙ্গলবার ভোরে মালদহের হবিবপুর সীমান্তে আক্রমণ চালায় বাংলাদেশি সশস্ত্র দুষ্কৃতীরা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এদিন ভোরে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের সীমান্তে হামলার ঘটনা। গত কয়েকদিনে উত্তরবঙ্গের একাধিক সীমান্তে এ ধরনের হাঙ্গামা পাকিয়েছে বাংলাদেশি দুষ্কৃতীরা। এর জেরে সীমান্তে উত্তেজনার পারদ ঊর্ধ্বমুখী। হাসপাতালে আহত জওয়ান। - নিজস্ব চিত্র।