হস্তশিল্পীরা তাদের কাজের সাফল্যের জন্য সুনাম পেতে পারেন। সঙ্গীতাদি চারুকলার ক্ষেত্রে বিশেষ সম্মান লাভের যোগ। ... বিশদ
গত ৫ আগস্টের পরে এই মামলায় ফাঁসির সাজাপ্রাপ্ত ন’জন ছাড়া বাকিরা জামিনে ছাড়া পেয়ে গিয়েছিল। এদিন তাদের বেকসুর খালাস করে দিল হাইকোর্টের দুই বিচাপরতির বেঞ্চ। আদালত তার পর্যবেক্ষণে জানিয়েছে, ‘হাসিনাকে খুনের চেষ্টার মামলাটি ছিল বিদ্বেষমূলক। তিলকে তাল করা হয়েছে। আদালতের রায় ছিল অমানবিক।’
১৯৯৪ সালের ২৩ সেপ্টেম্বর দলীয় কর্মসূচিতে অংশ নিতে রেলপথে খুলনা থেকে সৈয়দপুর যাওয়ার পথে পাবনার ঈশ্বরদী স্টেশনে আক্রান্ত হন হাসিনা। তাঁর ট্রেন লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়। ছোঁড়া হয়েছিল বোমা। ২০১৯ সালের ৩ জুলাই এই মামলায় ৯ জনের মৃত্যুদণ্ড হয়। এছাড়া ২৫ জনকে যাবজ্জীবন ও ১৩ জনকে ১০ বছর করে কারাদণ্ড দেন বিচারক। এই মামলার পাঁচ আমাসি মারা গিয়েছে। এদিকে, প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনা সহ ভারতে আশ্রয় নেওয়া লিগ নেতাদের দেশে ফেরানোর চেষ্টা জারি আছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।