হস্তশিল্পীরা তাদের কাজের সাফল্যের জন্য সুনাম পেতে পারেন। সঙ্গীতাদি চারুকলার ক্ষেত্রে বিশেষ সম্মান লাভের যোগ। ... বিশদ
মার্কিন সংবাদমাধ্যমের রিপোর্টে দাবি করা হয়েছে, গত শনিবার রাত ৮টা বেজে ৪০ মিনিটে পেনসিলভেনিয়ারতে এই চুরির ঘটনা ঘটে। ইতিমধ্যেই পুলিস বিষয়টির তদন্ত শুরু করেছে।
বিশেষ বিষয় হল, আমেরিকায় ডিমের দাম এখন আকাশছোঁয়া। মূলত বার্ড ফ্লু-এর জেরে ডিম উৎপাদনে ঘাটতির পর থেকেই এই বিপত্তির সূত্রপাত। বর্তমানে আমেরিকায় এক ডজন ডিমের দাম রয়েছে ৪ থেকে ৫ ডলারের আশেপাশে। যা কিনা ভারতীয় মুদ্রায় হয় প্রায় ৪০০ টাকা। ২০২৩ সালের শেষের দিকেও এই দাম ছিল ২ ডলারের আশেপাশে।
পুলিসের তরফে মনে করা হচ্ছে, ব্যাপক দাম বৃদ্ধির জেরেই ডিম চুরি করছে চোরেরা। একবারে ১ লক্ষ ডিম চুরি করে বড় দাঁও মারতে গিয়েছে তারা। পুলিস চোরকে পাকড়াও করতে জোর তদন্ত শুরু করেছে।