নয়াদিল্লি: ওপেন এআই-এর সিইও স্যাম অলটম্যানের সঙ্গে তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের বৈঠকের দিনই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে কেন্দ্রের সতর্কতা সামনে এল। ২৯ জানুয়ারি অর্থ মন্ত্রকের অধীনস্ত ডিপার্টমেন্ট অব এক্সপেনডিচারের পক্ষ থেকে সমস্ত দপ্তরকে মার্কিন চ্যাটজিপিটি এবং চীনা ডিপসিকের মতো এআই টুল ব্যবহার করা যাবে না বলে জানানো হয়েছে। বলা হয়েছে, অফিসের কম্পিউটার এবং অন্যান্য ডিভাইসে এই সফটওয়্যারগুলি ডাউনলোড করা যাবে না। ডেটা ও নথির গোপনীয়তা ফাঁসের আশঙ্কাতেই এই সতর্কতা বলে জানা গিয়েছে। অস্ট্রেলিয়া এবং ইতালির মতো দেশ আগেই সরকারি কম্পিউটার সিস্টেমকে ডিপসিক-মুক্ত করেছে। ব্যক্তিগত তথ্যের সুরক্ষা দিতে ব্যর্থ হওয়ায় ডিপসিককে নিষিদ্ধ করেছে ইতালি। একই কারণে অস্ট্রেলিয়ায় সরকারি দপ্তরগুলিতে ডিপসিক ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এবার ভারতও সেই পথে হাঁটল।
এদিকে বুধবার কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন ওপেনএআই-এর সিইও স্যাম অলটম্যান। । ভারতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে পরিকাঠামো নিয়ে তাঁদের মধ্যে কথা হয়েছে বলে খবর। বৈঠকের পরে অশ্বিনী বৈষ্ণব এক্স হ্যান্ডলে জানান, ‘এআই ভিত্তিক পরিকাঠামোর অঙ্গ— জিপিইউ, মডেল এবং অ্যাপ নিয়ে আমাদের নীতি বিষয়ে স্যাম অলটম্যানের সঙ্গে দারুণ আলোচনা হল। এই তিনটি ক্ষেত্রে ভারতের সঙ্গে কাজের আগ্রহ প্রকাশ করেছেন তিনি।’