হস্তশিল্পীরা তাদের কাজের সাফল্যের জন্য সুনাম পেতে পারেন। সঙ্গীতাদি চারুকলার ক্ষেত্রে বিশেষ সম্মান লাভের যোগ। ... বিশদ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মাঝেমধ্যেই যৌন হেনস্তার অভিযোগ ওঠে। এই অভিযোগের তদন্তের দায়িত্ব দিতে হয় আইসিসিকে। আইসিসির গুরুত্বপূর্ণ অংশ হলেন পড়ুয়ারা। শিক্ষক, আধিকারিক, শিক্ষাকর্মীদের মতো পড়ুয়াদের প্রতিনিধিও থাকেন। এই প্রতিনিধিদের নির্বাচিত হয়ে আসতে হয়। যেহেতু নির্বাচিত ছাত্র সংসদ নেই, তাই আলাদাভাবে নির্বাচন করা হবে। এই কমিটিতে স্নাতক স্তরের তিনজন এবং স্নাতকোত্তর স্তরে তিনজন ছাত্র প্রতিনিধি থাকেন। অর্থাৎ, প্রতি ফ্যাকাল্টি থেকে একজন করে প্রতিনিধি। এই ছ’টি পদের জন্য প্রতিটি সংগঠন ১৮ জনকে মনোনীত করতে পারে। ফলে শতাধিক জন পড়ুয়াকে নিয়ে এই নির্বাচন হতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।