দেশ

নিট কাণ্ডে ধৃত মাস্টারমাইন্ড ও ২ ডাক্তারি পড়ুয়া

রাঁচি ও নয়াদিল্লি (পিটিআই): নিট-ইউজি প্রশ্ন ফাঁস মামলায় শনিবার গ্রেপ্তার হয়েছে ‘মাস্টারমাইন্ড’ শশীকুমার পাসোয়ান ওরফে পাসু। এছাড়া এদিনই আরও দুই ডাক্তারির ছাত্রকে গ্রেপ্তার করেছে সিবিআই। এর মধ্যে ধৃত পাসু জামশেদপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে বিটেক করেছেন। আর বাকি দু’জন হলেন— রাজস্থানের ভরতপুরের ডাক্তারির দ্বিতীয় বর্ষের ছাত্র কুমারমঙ্গলম বিষ্ণোই এবং প্রথম বর্ষের ছাত্র দীপেন্দ্র কুমার। এর আগে ডাক্তারির আর এক ছাত্রীকেও গ্রেপ্তার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রাঁচির রাজেন্দ্র ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (আরআইএমএস)-এর প্রথম বর্ষের (২০২৩ ব্যাচ) ওই ছাত্রীর নাম সুরভী কুমারী। বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। প্রসঙ্গত, বৃহস্পতিবারই পাটনা এইমসের চারজন ছাত্রকে জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করেছে সিবিআই। অভিযোগ, গ্রেপ্তার হওয়া এই পড়ুয়ারা নিটের পেপার সলভার গ্যাংয়ের সদস্য। অর্থাৎ, প্রশ্ন ফাঁস হওয়ার পর এঁরাই দ্রুত তার সমাধান করে দিয়েছেন। আর নেটওয়ার্ক মারফত তা সঙ্গে সঙ্গে পৌঁছে গিয়েছে পরীক্ষার্থীদের কাছে। 
এদিকে, ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) শনিবার মেডিকেল এন্ট্রান্স পরীক্ষা (নিট-ইউজি)-র কেন্দ্র ও শহরভিত্তিক ফলাফল ঘোষণা করেছে। প্রথমে এই পরীক্ষার ফল ঘোষণা হয়েছিল ৫ জুন। কিন্তু, সুপ্রিম কোর্টের নির্দেশের পর এদিন এই ফরম্যাটে ফলাফল প্রকাশিত হয়েছে। গত ৫ মে এই পরীক্ষা নেওয়া হয়েছিল বিদেশের ১৪টি সহ দেশের ৫৭১টি শহরের মোট ৪ হাজার ৭৫০টি সেন্টারে। পরীক্ষা দিয়েছিলেন ২৪ লক্ষেরও বেশি পরীক্ষার্থী। শনিবারের ফল প্রকাশের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। আলোচনার কেন্দ্রে ফের হরিয়ানার বাহাদুরগড়ের হরদয়াল পাবলিক স্কুল। এই কেন্দ্র পরীক্ষা দেন ৪৯৪ জন। এর আগে ফলপ্রকাশের পর দেখা গিয়েছিল, এই কেন্দ্রে ছ’জন পরীক্ষার্থী মোট ৭২০ নম্বরের মধ্যে ৭২০ নম্বরই পেয়েছিলেন। আর এদিন শহর ভিত্তিক ফল ঘোষণার পর দেখা গেল কোনও পরীক্ষার্থীই ৬৮২ নম্বরের বেশি পাননি। একজন পরীক্ষার্থীই ৬৮২ পেয়েছেন। মাত্র ১৩ জন পরীক্ষার্থী ৬০০-র বেশি নম্বর পেয়েছেন। যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। ঝাড়খণ্ডের হাজারিবাগের বিতর্কিত ওয়েসিস পাবলিক স্কুলের কোনও ছাত্রই ৭০০ পায়নি। ৬৫০-এর বেশি পেয়েছে মাত্র সাতজন। গুজরাতের গোধরার জলরাম ইন্টারন্যাশনাল স্কুলের ক্ষেত্রেও একই ঘটনা। রাজস্থানের সিকরে ১৪৯ জন ছাত্র ৭০০-এর বেশি নম্বর পেয়েছেন। দেশের সেরা ৫০টি সেন্টারের মধ্যে ২৯টিই সিকরের। একটি সেন্টারের সর্বাধিক নম্বর প্রাপ্তর ক্ষেত্রে সেরা গুজরাতের রাজকোটের ইউনিট স্কুল অব ইঞ্জিনিয়ারিং। এখানকার ১১২ জন পরীক্ষার্থী ৭০০-র বেশি নম্বর পেয়েছেন। ৮৫ শতাংশ পরীক্ষার্থী কোয়ালিফাই করেছেন। 
1Month ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মোন্নতি ও বিভাগীয় ক্ষেত্রে প্রশংসা লাভ। ব্যয় যোগ আছে। আত্মীয় সম্পর্কে বাধার যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৩২ টাকা১১১.৮৭ টাকা
ইউরো৯১.২৫ টাকা৯৪.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     September,   2024
দিন পঞ্জিকা