দেশ

কাশ্মীরের মতো জম্মুতেও ‘জিরো টেরর প্ল্যান’, নির্দেশ অমিত শাহের

নয়াদিল্লি: চলতি মাসে জম্মু ও কাশ্মীরে চারবার জঙ্গি হামলা নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র। একটি উচ্চপর্যায়ের বৈঠকে সেখানকার নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা  করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার দিল্লির নর্থ ব্লকে ছ’ঘণ্টা ধরে এই বৈঠক চলে। সেখানে আগামী অমরনাথ যাত্রার নিরাপত্তা সহ জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসদমন নিয়ে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাশ্মীরের মতো জম্মুতেও স্বরাষ্ট্রমন্ত্রী ‘জিরো টেরর প্ল্যান’ তৈরির নির্দেশ দিয়েছেন।  তিনি বলেছেন, এরিয়া ডোমিনেশন ও জিরো টেরর প্ল্যানের মাধ্যমে কাশ্মীরে যেভাবে জঙ্গি দমনে সাফল্য মিলেছে, এবার জম্মুতেও সেইভাবে কাজ করতে হবে। সেইসঙ্গে নিরাপত্তা বাহিনীগুলির মধ্যে সমন্বয় রেখে কাজ করার কথাও বলেছেন শাহ। পাশাপাশি অমরনাথ যাত্রার তীর্থযাত্রীদের নিরাপত্তা ব্যবস্থায় যাতে ফাঁকফোকর না থাকে, তা নিশ্চিত করতে বলা হয়েছে। 
আগামী ২৯ জুন শুরু হচ্ছে অমরনাথ যাত্রা। যা চলবে ১৯ আগস্ট পর্যন্ত। যাত্রার প্রস্তুতি নিয়ে এদিন যাবতীয় আলোচনা হয়েছে। সূত্রের খবর, সিদ্ধান্ত হয়েছে উপত্যকার নিরাপত্তা পরিস্থিতি, সীমান্ত পেরিয়ে জঙ্গিদের অনুপ্রবেশ এবং সক্রিয় জঙ্গি গোষ্ঠীগুলির গতিবিধি সম্পর্কে শাহকে যাবতীয় তথ্য জানানো হবে। সেইমতো ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেবেন তিনি। এদিনের বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, জম্মু ও কাশ্মীরের গভর্নর মনোজ সিনহা, স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা, সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে, সিআরপিএফের ডিরেক্টর জেনারেল অনিশ দয়াল সিং, বিএসএফের  ডিরেক্টর জেনারেল সোয়াইন, জম্মু ও কাশ্মীরের পুলিসের ডিজিপি আর আর  সহ শীর্ষ আধিকারিকরা। সম্প্রতি জম্মু ও কাশ্মীরে জঙ্গি হানার ঘটনা বেড়েছে। গত কয়েকদিনে এক সিআরপিএফ জওয়ান, ন’জন তীর্থযাত্রী সহ মোট ১১ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা বহু। গত ৯ জুন জম্মুর বৈষ্ণো দেবী মন্দিরে যাওয়ার সময়ে রিয়াসিতে পুণ্যার্থীদের একটি বাসে গুলি চালায় জঙ্গিরা। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গিয়ে পড়ার পরও গুলি চালিয়ে যায় জঙ্গিরা। এই ঘটনায় মোট ১০ জনের মৃত্যু হয়। অন্য একটি জঙ্গি হামলায় মৃত্যু হয় এক সিআরপিএফ জওয়ানের। 
9d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৭ টাকা৮৪.৪১ টাকা
পাউন্ড১০৪.৩১ টাকা১০৭.৭৮ টাকা
ইউরো৮৮.১৪ টাকা৯১.২৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
26th     June,   2024
দিন পঞ্জিকা