দেশ

জামিন খারিজ, হাইকোর্টে ধাক্কা কেজরির

নয়াদিল্লি: জামিন অধরাই থাকল দিল্লির মুখ্যমন্ত্রী প্রধান অরবিন্দ কেজরিওয়ালের। আবগারি দুর্নীতি মামলায় গত বৃহস্পতিবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত কেজরিওয়ালকে জামিন মঞ্জুর করেছিল। কিন্তু এই রায়ের বিরোধিতা করে পরদিনই দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মঙ্গলবার জামিনের নির্দেশ নাকচ করল দিল্লি হাইকোর্ট। এদিন হাইকোর্টের অবসরকালীন বেঞ্চ জানায়, নিম্ন আদালতে ইডির পেশ করা নথিপত্র ও তথ্যপ্রমাণের যথাযথ মূল্যায়ন করা হয়নি। তদন্তকারী সংস্থাকে সওয়াল করার পর্যাপ্ত সুযোগও 
দেওয়া হয়নি। এছাড়া নিম্ন আদালত রায় দেওয়ার সময় চিন্তাভাবনার প্রয়োগ করেনি বলেও মন্তব্য করে হাইকোর্ট। তারপরই কেজরিওয়ালের জামিনে স্থগিতাদেশ দেওয়া 
হয়। এর ফলে দিল্লির মুখ্যমন্ত্রীকে আপাতত তিহার 
জেলেই থাকতে হবে। এবার সুপ্রিম কোর্টের নির্দেশের দিকে তাকিয়ে থাকতে হবে আম আদমি পার্টি (আপ) প্রধানকে। 
এই মামলায় গত ২১ মার্চ গ্রেপ্তার করা হয়েছিল কেজরিওয়ালকে।  যদিও লোকসভা নির্বাচনে প্রচারের জন্য তাঁকে অন্তর্বর্তী জামিন দিয়েছিল সুপ্রিম কোর্ট। তারপর গত ২ জুন ফের জেলে ফিরে যান তিনি। গত ২০ জুন রাউস অ্যাভিনিউ আদালতে ফের জামিনের আর্জি জানান কেজরিওয়াল। এর ভিত্তিতে ১ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডের বিনিময়ে তাঁর জামিন মঞ্জুর করা হয়। কিন্তু ইডি পরের দিনই হাইকোর্টের দ্বারস্থ হয়। শুনানি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আপ প্রধানের জামিনের প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় হাইকোর্ট। এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেন কেজরিওয়াল। শীর্ষ আদালতও হাইকোর্টের রায় না হওয়া পর্যন্ত কোনও নির্দেশ দিতে রাজি হয়নি। বুধবার শীর্ষ আদালতে ফের এই নিয়ে শুনানি হওয়ার কথা।  এদিনের হাইকোর্টের নির্দেশে অসন্তোষ প্রকাশ করেছে আপ। এই নির্দেশের বিরুদ্ধে তারা  সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার কথাও জানিয়েছে। এদিকে মঙ্গলবার আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। সূত্রের খবর, ইডির পর এবার সিবিআইও তাঁকে গ্রেপ্তারের প্রস্তুতি নিচ্ছে। 
3d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চতর শিক্ষা ও গবেষণায় বিশেষ অগ্রগতি। নতুন কর্মপ্রাপ্তির খবর পেতে পারেন। প্রেম প্রণয় যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৫৮ টাকা৮৪.৩২ টাকা
পাউন্ড১০৩.৬৯ টাকা১০৭.১৪ টাকা
ইউরো৮৭.৬৮ টাকা৯০.৭৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা