দেশ

হাতরাসে আত্মহত্যা করলেন দুই ভাই

হাতরাস (উত্তরপ্রদেশ): পুলিস হেফাজতে হেনস্তা ও মারধরের জেরে অপমানিত হয়ে দু’দিনের ব্যবধানে আত্মহত্যা করলেন দুই ভাই। ঘটনা উত্তরপ্রদেশের হাতরাসে। গত ২২ জুন আত্মহত্যা করেন সঞ্জয় সিং নামে এক ব্যক্তি। আর ২৪ জুন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সঞ্জয়ের দাদা প্রমোদ সিং। তিনি সুইসাইড নোটে পুলিসি হেনস্তার কথা উল্লেখ করেছেন। পরপর দুই ভাইয়ের মৃত্যুর পরই আগ্রার কাছে ওই গ্রামে ব্যাপক উত্তেজনা ছড়ায়। মৃতদের পরিবারের অভিযোগের পর ন঩‌঩ড়েচড়ে বসে পুলিসও। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে হরিওম অগ্নিহোত্রী নামে এক পুলিসকর্মীকে সাসপেন্ড করা হয়েছে। মুকেশ কুমার নামে আরও একজনকে পুলিস লাইনে ক্লোজ করা হয়েছে। ২০২০ সালে হাতরাসে এক দলিত তরুণীকে গণধর্ষণের ঘটনায় উত্তাল হয়েছিল দেশ। পরে ওই তরুণীর মৃত্যু হলে পুলিস জোর করে মৃতদেহের সত্কার করে দেয় বলেও অভিযোগ ওঠে। চার বছর পর ফের হাতরাসে পুলিসের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠল।
স্থানীয় সূত্রে খবর, ঘটনার সূত্রপাত গত ৯ জুন। সঞ্জয়ের এক আত্মীয় গ্রামের এক মহিলার সঙ্গে পালিয়ে যান। সেই ঘটনায় সঞ্জয়কে আটক করে পুলিস। প্রমোদকেও জিজ্ঞাসাবাদ করা হয়। সঞ্জয়কে থানায় বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। পাশাপাশি এক লক্ষ টাকাও চাওয়া হয়। ১০ হাজার টাকার বিনিময়ে সঞ্জয়কে ছেড়ে দেয় পুলিস। তবে বাকি ৯০ হাজার টাকাও মেটাতে হবে বলে অভিযুক্ত পুলিসকর্মীরা হুঁশিয়ারি দেয়। সঞ্জয়ের ভাইপোর অভিযোগ, থানায় মারধর ও টাকা জোগাড় করতে না পেরে অবসাদে ভুগছিলেন তিনি। তার জেরেই আত্মহত্যা করেন সঞ্জয়। ভাইয়ের মৃত্যুর পর প্রমোদ থানায় অভিযোগ করতে চাইলে তাঁকে ফিরিয়ে দেওয়া হয়। অভিযোগ দায়ের করতে চাইলে ফল ভালো হবে না বলে হুঁশিয়ারিও দেয় পুলিস। তার একদিন পরেই প্রমোদের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। গ্রামে যাতে উত্তেজনা না ছড়ায়, তার জন্য পুলিস মোতায়েন করা হয়েছে।
3d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চতর শিক্ষা ও গবেষণায় বিশেষ অগ্রগতি। নতুন কর্মপ্রাপ্তির খবর পেতে পারেন। প্রেম প্রণয় যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৫৮ টাকা৮৪.৩২ টাকা
পাউন্ড১০৩.৬৯ টাকা১০৭.১৪ টাকা
ইউরো৮৭.৬৮ টাকা৯০.৭৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা