দেশ

সুখবীরের ইস্তফা চেয়ে বিদ্রোহ, দ্বন্দ্বে বেসামাল অকালি দল

জলন্ধর: লোকসভা ভোটে বিপর্যয়ের পর শিরোমণি অকালি দলে গৃহযুদ্ধের আগুন। দলের প্রধান সুখবীর সিং বাদলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন দলের একঝাঁক নেতা। মঙ্গলবার জলন্ধরে প্রেম সিং চান্দমাজরা, সিকন্দর সিং মালুকা, বিবি জাগির কাউর, পারমিন্দার সিং ধিন্দসা ও সারওয়ান সিং ফিলাউরের মতো নেতারা অকালি দল বাঁচাও কর্মসূচির ঘোষণা করলেন। এদিন চণ্ডীগড়ে  দায়িত্বপ্রাপ্তদের বৈঠক ডেকেছিলেন সুখবীর।কিন্ত ওই নেতারা সেই বৈঠক এড়িয়ে যান। নিজেদের মধ্যে দীর্ঘ পাঁচ ঘণ্টার বৈঠকের পর বিদ্রোহী নেতারা সুখবীরের ইস্তফা দাবি করেছেন। তাঁদের বক্তব্য, রাজনৈতিক ও ধর্মীয় বিষয়ে অভিজ্ঞ কোনও নেতার হাতে দলের দায়িত্ব তুলে দেওয়া উচিত। সুখবীর পাল্টা বিক্ষুব্ধদের বিরুদ্ধে সরব হয়েছেন। তাঁর দাবি, জলন্ধরের ওই বৈঠক দলকে দুর্বল করার চেষ্টা মাত্র। আগামী ১০ জুলাই পাঞ্জাবে জলন্ধর পশ্চিম বিধানসভা আসনে উপনির্বাচন। আগামী কয়েক মাসের মধ্যে আরও চারটে আসনে উপনির্বাচন। তার আগেই অভ্যন্তরীণ কোন্দলে বিপাকে অকালি দল। 
সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে অকালি দল পাঞ্জাবে কোনওক্রমে একটি আসন জিতেছে। ভাতিন্ডা আসনটি ধরে রেখেছেন সুখবীরের স্ত্রী হরসিমরাত। কিন্তু ১০টি আসনে জামানত বাজেয়াপ্ত হয়েছে তাদের। প্রাপ্ত ভোটের হার মাত্র ১৩.৪২ শতাংশ। ২০১৯ সালের তুলনায় তা প্রায় ১৪ শতাংশ কম। বরং দলের প্রাক্তন জোট শরিক বিজেপি আসন না পেলেও তাদের ভোটের হার বাড়িয়ে নিয়েছে। এই পরিস্থিতিতে দলে সুখবীরের কর্তৃত্ব দুর্বল হয়ে পড়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। ভোটে ধাক্কা খাওয়ার পর অমৃতপাল ইস্যুতে দলের অবস্থান নিয়ে সমালোচনার মুখে পড়েছে অকালি নেতৃত্ব। সেইসঙ্গে দলের অভ্যন্তরীণ সংস্কারের দাবিও জোরালো হয়েছে।  ২০১৭ সালের পর ২০২২ সালের বিধানসভা নির্বাচনেও মুখ থুবড়ে পড়েছিল অকালি দল। তারপর লোকসভা ভোটেও ভরাডুবি। এই পরিস্থিতিতে ধিন্দসা, বিবি জাগির কাউরের মতো নেতারা দলের অস্তিত্ব বাঁচাতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি তোলেন। শেষপর্যন্ত তাঁরা বিদ্রোহের পথে হাঁটলেন। 
3d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চতর শিক্ষা ও গবেষণায় বিশেষ অগ্রগতি। নতুন কর্মপ্রাপ্তির খবর পেতে পারেন। প্রেম প্রণয় যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৫৮ টাকা৮৪.৩২ টাকা
পাউন্ড১০৩.৬৯ টাকা১০৭.১৪ টাকা
ইউরো৮৭.৬৮ টাকা৯০.৭৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা