দেশ

‘ওয়ার্ল্ড ক্রাফ্ট সিটি’র খেতাব জিতল শ্রীনগর

ফিরদৌস হাসান, শ্রীনগর: ভূস্বর্গের মুকুটে নয়া পালক। ‘ওয়ার্ল্ড ক্রাফ্ট সিটি’র শিরোপা জিতে নিল জম্মু ও কাশ্মীরের রাজধানী শ্রীনগর। রবিবার ওয়ার্ল্ড ক্রাফ্ট কাউন্সিলের তরফে এই স্বীকৃতি দেওয়া হয়েছে। উপত্যকার ঐতিহ্যবাহী কারু ও হস্তশিল্পের এই আন্তর্জাতিক স্বীকৃতিতে খুশির হাওয়া প্রশাসন ও স্থানীয় শিল্পমহলে। এই সম্মান হস্তশিল্প ও কারুশিল্পের প্রসার তো বটেই, পর্যটন শিল্পের উন্নতিতেও সহায়ক হবে বলে মনে করছেন তাঁরা। পর্যটনশিল্পের উন্নতির হাত ধরে পরিকাঠামোগত উন্নয়নও নয়া মাত্রা পাবে বলেই  ভূস্বর্গের শিল্পীদের বিশ্বাস। ওয়ার্ল্ড ক্রাফ্ট কাউন্সিলের তরফে জানানো হয়েছে, এই স্বীকৃতি দেওয়া হয়েছে শহরের ঐতিহ্য ও শিল্পীদের অসাধারণ দক্ষতাকে মাথায় রেখে। তাঁদের কদর আজ বিশ্বজোড়া।
জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা বলেছেন, এই স্বীকৃতি কারিগরদের কঠোর পরিশ্রম, ব্যতিক্রমী প্রতিভা এবং শ্রীনগরের সাংস্কৃতিক সমৃদ্ধির পরিচায়ক। আমরা বরাবরই শিল্পীদের পাশে দাঁড়িয়েছি। ভবিষ্যতেও তার অন্যথা হবে না। এই সম্মান আমাদের সবাইকে অনুপ্রাণিত করবে। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূমিকারও প্রশংসা করেন তিনি। তাঁর কথায়, ‘প্রধানমন্ত্রীর অনুপ্রেরণায় ক্রমশ উন্নতি করেছে উপত্যকার হস্ত ও কারুশিল্প।’ ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক এই মর্যাদা পাওয়ায় জম্মু ও কাশ্মীরের হস্ত ও কারুশিল্পের ব্যবসা আরও বৃদ্ধি পাবে।  এরফলে নতুন কর্মসংস্থানের সম্ভাবনা বাড়বে। শ্রীনগর কারুশিল্পের শহরের স্বীকৃতি পাওয়ায় ওয়ার্ল্ড ক্রাফ্ট কাউন্সিল এআইএসবিএলের সভাপতি সাদ-আল-কাদ্দুমি, ডব্লুসিসি এআইএসবিএলের এগজিকিউটিভ বোর্ড, ডব্লুসিসি সাব কমিটি এবং জুরি বোর্ডের তরফে সরকার ও শিল্পীদের অভিনন্দন জানানো হয়েছে। কাশ্মীরের হস্তশিল্প ও হ্যান্ডলুম দপ্তরের ডিরেক্টর মাহমুদ আহমেদ শাহ ‘বর্তমান’কে বলেন, রবিবারই ওয়ার্ল্ড ক্রাফ্ট কাউন্সিলের শংসাপত্র সরকারের হাতে পৌঁছেছে। ২০২১ সালে সরকার এই স্বীকৃতির জন্য ডব্লুসিসির কাছে আবেদন জানিয়েছিল। সেইমতো গত এপ্রিলে কাউন্সিলের সদস্যরা শিল্পীদের কাজকর্ম দেখতে শ্রীনগরে আসেন। তাঁরা রিপোর্ট জমা দেওয়ার পর অবশেষে সেই শংসাপত্র মিলেছে। আর শিল্পের উন্নতি হলে তার আকর্ষণে বেশি সংখ্যক পর্যটক ভূস্বর্গে পাড়ি জমাবেন। 
3d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চতর শিক্ষা ও গবেষণায় বিশেষ অগ্রগতি। নতুন কর্মপ্রাপ্তির খবর পেতে পারেন। প্রেম প্রণয় যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৫৮ টাকা৮৪.৩২ টাকা
পাউন্ড১০৩.৬৯ টাকা১০৭.১৪ টাকা
ইউরো৮৭.৬৮ টাকা৯০.৭৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা