বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

জামালপুরের কুলীনগ্রাম উচ্চ বিদ্যালয়ের ৬০ বছর পূর্তি উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: জামালপুরের কুলীনগ্রাম উচ্চ বিদ্যালয়ে ৬০ বছর পূর্তি উপলক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৯৬৫ সালের ১১ ফেব্রুয়ারি এই স্কুল পথচলা শুরু করেছিল। গত ২৪ এবং ২৫ ফেব্রুয়ারি স্কুলের অনুষ্ঠানে বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। বিদ্যালয় এবং জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। স্কুল চত্বরে ৬০টি গাছ রোপণ করা হয়। অনুষ্ঠান ঘিরে পড়ুয়াদের মধ্যে আলাদা উন্মাদনা তৈরি হয়েছিল। স্কুলের অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ডিআই সেকেন্ডারি দেবব্রত মণ্ডল, জামালপুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মেহেমুদ খান সহ অন্যান্যরা। স্কুলের প্রধান শিক্ষক সোমনাথ সিনহা বলেন, স্কুলের অনুষ্ঠানে পড়ুয়ারা অংশ গ্রহণ করেছিল। অভিভাবকরাও হাজির ছিলেন। গত ২৪ ফেব্রুয়ারি বিদ্যালয়ের দুই প্রতিষ্ঠাতা ত্রিগুনেন্দ্রনাথ মিত্র এবং তাঁর ভাই ভূতেন্দ্রনাথ মিত্রর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। ৬০ বছর পূর্তি উপলক্ষ্যে তৈরি হওয়া বিশেষ স্মারক বিশিষ্টজনদের হাতে তুলে দেওয়া হয়। স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের পিতামাতাদেরও বরণ করা হয়েছিল। প্রাক্তন শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষা কর্মীদেরও বরণ করা হয়েছিল। লোকসঙ্গীত, রায়বেশে নাচ পড়ুয়াদের আকৃষ্ট করেছিল। অনুষ্ঠানে অংশগ্রহণ করা ছাত্রছাত্রীদেরও পুরস্কৃত করা হয়েছিল। স্থানীয়রা বলেন, এই শিক্ষা প্রতিষ্ঠান সাফল্যের সঙ্গে এগিয়ে চলছে। পড়াশোনার পাশাপাশি সামাজিক বার্তাও দেওয়া হয়। আগামী দিনে পরিবেশের কথা চিন্তা করেই বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত থেকে জামালপুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মেহেমুদ খান বলেন, দু’দিনের অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে উঠেছিল। পুনর্মিলনের আনন্দে মেতে ওঠেন প্রাক্তনীরাও। -নিজস্ব চিত্র
6h 6m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

দীর্ঘমেয়াদি সঞ্চয় থেকে অর্থাগম ও পুনঃ সঞ্চয়। কর্মক্ষেত্রে পদোন্নতি বা নতুন কর্ম লাভের সম্ভাবনা। মন...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৪৩ টাকা৮৮.১৭ টাকা
পাউন্ড১০৮.৬৮ টাকা১১২.৪৬ টাকা
ইউরো৮৯.৭৪ টাকা৯৩.১৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা