বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

বাংলাদেশে মিলছে না কাজ, ঝুঁকি নিয়ে মাদকের কারবারে বহু যুবক

সংবাদদাতা, ডোমকল: অশান্ত বাংলাদেশ। মিলছে না কাজ। মোটা টাকা রোজগারের নেশায় মাদকের কারবারে যোগ দিচ্ছে ওপারের অনেকেই। ভারতীয় কারবারিদের সঙ্গে যোগাযোগ করে সীমান্ত টপকে মাদকের ডেলিভারি নিতে আসছে পাচারকারীরা। গত কয়েক সপ্তাহে জলঙ্গির একাধিক সীমান্তে মাদক সহ বহু বাংলাদেশিকে গ্রেপ্তার করার পর এমনই তথ্য পেয়েছে পুলিস। ফলে, গত কয়েকমাসে খানিকটা বদলে গিয়েছে জলঙ্গি সীমান্তের চিত্র। মাস কয়েক আগেও জলঙ্গির কুষ্টিয়া ঘেঁষা দুই চরকে করিডর করে সীমান্তে চলত পাচার সিন্ডিকেট। আর বিএসএফও জিরো পয়েন্টে বদলে ওই চরের প্রবেশদ্বারে ডিউটি করে পাচার আটকানোর চেষ্টা চালাত। সেই সুযোগকে কাজে লাগিয়ে প্রায়শই ওই দুই চরের বাসিন্দাদের ক্যারিয়ার করে ওপারে পাচার করা হতো মাদক। তবে, গত বছরের ডিসেম্বরেই চরের প্রবেশদ্বার ছেড়ে জিরো পয়েন্টে ডিউটি শুরু করেছে বিএসএফ। ফলে বন্ধ হয়েছে এপারের লোকেদের ক্যারিয়ার হিসেবে ব্যবহার। বদলে পাচারের কারবার টিকিয়ে রাখতে খোদ ওপার থেকেই এদেশে মাদকের ডেলিভারি নিতে আসছে পাচারকারীরা। মাঝেমধ্যে তারা ধরাও পড়ছে। আবার বেশিরভাগ সময়ই অন্ধকার ও ঘন কুয়াশার সুযোগ নিয়ে ওপারে চম্পট দিচ্ছে। দিন দু’য়েক আগেও জলঙ্গির দক্ষিণ ঘোষপাড়ার একটি বাড়িতে মাদকের ডেলিভারি নিতে এসেছিলেন কুষ্টিয়ার এক কারবারি। ভারতীয় পাচারকারীর বাড়িতে বসে তারা মাদক নিয়ে যাওয়ার প্রস্তুতি চালাচ্ছিল। এমন সময় হানা দিয়ে ২৫ কেজি গাঁজা সহ তাদের ধরে জলঙ্গি থানার পুলিস। সূত্রের খবর, পুলিসি জিজ্ঞাসাবাদে উঠে আসে, এপারের ক্যারিয়ার না মেলায় সে নিজেই ওই মাদক নিতে এসেছিল। ২৫ জানুয়ারিও জলঙ্গির সরকারপাড়ায় ঠিক একই কায়দায় ভারতে ঢোকার চেষ্টা চালাচ্ছিল ওপারের কয়েকজন। বিএসএফ তাদের ধাওয়া করলে যঅনেকে পালিয়ে গেলেও ধরা পড়ে যায় একজন। পরে সে জানায়, তারা এদেশে মাদক নিতে এসেছিল। তাদের ছক ছিল মাদক নিয়ে পুনরায় তাদের নিজের দেশে ফিরে যাওয়া। 
পুলিস ও বিএসএফ সূত্রের খবর , গত মাসে কয়েক ধরে সীমান্তে পরিবর্তন লক্ষ্য করে যাচ্ছে। আগে দেখা যেত, এপারের লোকেরাই ওপারে মাদকসহ বিভিন্ন সামগ্রী পাচার করে দিয়ে আসছে। কিন্তু ইদানীং দেখা যাচ্ছে, খোদ বাংলাদেশিরাই ঝুঁকি নিয়ে এদেশে ঢুকে পাচারের সামগ্রী নিয়ে যাচ্ছে। 
জেলা পুলিসের এক আধিকারিক বলেন, বিএসএফ জিরো পয়েন্টে সরে যাওয়ায় এটা কারণ হয়ে থাকতে পারে। বিএসএফের কড়াকড়ির কারণে এপারের লোক বর্ডারে ঘেঁষতে পারছে না। তবে মোটা টাকার লোভ আর সে দেশে কাজ না মেলায় বাংলাদেশি পাচারকারীরা বিপদ বুঝেও ঝুঁকি নিয়ে দেশে ঢুকে মাদকের ডেলিভারি নিচ্ছে। 
6h 6m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

দীর্ঘমেয়াদি সঞ্চয় থেকে অর্থাগম ও পুনঃ সঞ্চয়। কর্মক্ষেত্রে পদোন্নতি বা নতুন কর্ম লাভের সম্ভাবনা। মন...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৪৩ টাকা৮৮.১৭ টাকা
পাউন্ড১০৮.৬৮ টাকা১১২.৪৬ টাকা
ইউরো৮৯.৭৪ টাকা৯৩.১৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা