বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

মাটিবোঝাই ট্রাক্টর ছুটছে দিনরাত, উড়ছে ধুলো, পাচারের দৌরাত্ম্যে অতিষ্ঠ সূতির গ্রাম

সংবাদদাতা, জঙ্গিপুর: গ্রামীণ এলাকার ভিতর দিয়ে অনবরত বেপরোয়া গতিতে যাতায়াত করছে মাটি বোঝাই ট্রাক্টর। তাদের দৌরাত্ম্যে অতিষ্ঠ এলাকাবাসী রাস্তায় ট্রাক্টর আটকে বিক্ষোভ দেখায়। শনিবার সকালে ঘটনায় সূতির বাহাদুরপুরে চাঞ্চল্য ছড়ায়। ট্রাক্টরের দাপটে রাস্তায় একরকম চলাচল করাই দায় হয়েছে গ্রামবাসীর। এছাড়া ট্রাক্টরে করে অবৈধভাবে মাটি নিয়ে যাওয়ার সময় তা থেকে ধুলো ও বালি ছড়িয়ে পড়ছে গোটা এলাকায়। এলাকার রাস্তাও ভেঙে চলাচলের অযোগ্য হয়ে পড়ছে। স্থানীয় প্রশাসনকে জানিয়ে কাজ নাহওয়ায় এদিন বাধ্য হয়ে বিক্ষোভ দেখান এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে আসে সূতি থানার পুলিস। পুলিস এসে এলাকাবাসীর সঙ্গে কথা বললে তারা বিক্ষোভ তুলে নেয়। এ প্রসঙ্গে সূতি ১ব্লকের বিডিও অরূপ সাহা বলেন, রাস্তা খাবারের বিষয়ে লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে। প্রয়োজনে সংস্কারও করা হবে।
সূতি ১ ব্লকের বিএলআরও প্রদ্যুৎ কুমার বড়াল বলেন, এ বিষয়ে পুলিসকে পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে। অবৈধভাবে মাটি পাচার হলে আমরা দোষীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপও নিয়ে থাকি। আবারও আমরা ওই এলাকায় হানা দেব।
জানা গিয়েছে, এদিন সকালে সূতির বাহাদুরপুরে মাটি বোঝাই দু’টি ট্রাক্টর আটকে দেয়। ট্রাক্টর আটকে এলাকায় শতাধিক মহিলা বিক্ষোভ দেখান। নুরপুর বিএসএফ ক্যাম্প সংলগ্ন ফাঁকা মাঠ থেকে প্রতিদিন মাটি পাচার হচ্ছে। জনবহুল এলাকার রাস্তা দিয়ে অনবরত ট্রাক্টর চলাচলের ফলে রাস্তা দিয়ে চলতে পারছেন না এলাকাবাসী। তাছাড়া ট্রাক্টরে করে অবৈধভাবে মাটি নিয়ে যাওয়ার সময় তা গোটা এলাকায় ছড়িয়ে পড়ে। তাতে সমস্যার সম্মুখীন হন এলাকাবাসী। স্থানীয় গৃহবধূ আমিনা বিবি, রমা মণ্ডল ও শেফালি বিবিরা বলেন, প্রতিদিন ট্রাক্টরে করে এলাকার মাটি নিয়ে যায়। আগে রাতে নিয়ে গেলেও বর্তমানে সকাল, দুপুর, সন্ধ্যায় বেপরোয়াভাবে ট্রাক্টর যাতায়াত করছে। অপর গৃহবধূ বলেন,  প্রচণ্ড ধুলো ও বালি ওড়ে। শিশুরা ভয়ে বাইরে বেরতে পারেনা। ওদের কিছু বললে ঘুরিয়ে ওরাই হুমকি দিচ্ছে। এর থেকে আমরা মুক্তি চাই।
সূতি ১ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সেরাজুল ইসলাম বলেন, নতুন করে কোনও মাটি কাটা হচ্ছে না। স্তূপ করা মাটি ভাটায় নিয়ে যাওয়া হচ্ছে। এগুলো সরকারি নিয়ম মেনেই করা হচ্ছে। তবে ধুলোবালি ওড়া বা রাস্তা খারাপের অভিযোগ এলাকাবাসীর আছে। সেগুলো প্রশাসন দেখবে। -নিজস্ব চিত্র
6h 6m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

দীর্ঘমেয়াদি সঞ্চয় থেকে অর্থাগম ও পুনঃ সঞ্চয়। কর্মক্ষেত্রে পদোন্নতি বা নতুন কর্ম লাভের সম্ভাবনা। মন...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৪৩ টাকা৮৮.১৭ টাকা
পাউন্ড১০৮.৬৮ টাকা১১২.৪৬ টাকা
ইউরো৮৯.৭৪ টাকা৯৩.১৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা