বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

বড়ঞায় অনুব্রতকে স্বাগত জীবনকৃষ্ণের, খোঁচা বিজেপির

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: বড়ঞা বিধানসভার পুনরায় দায়িত্ব পেলেন অনুব্রত মণ্ডল। নেতাজি ইন্ডোরের দলীয় সভা থেকে মুখ্যমন্ত্রী বীরভূমের কেষ্টকে ওই বিধানসভায় দেখভালের নির্দেশ দেন। এতদিন গুঞ্জন শোনা গেলেও এবার পাকাপাকিভাবে বহরমপুর-মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার অন্তর্গত এই বিধানসভার সাংগঠনিক বিষয়গুলিতে নজর দেবেন তিনি। তিহার জেল থেকে ছাড়া পাওয়ার পর ধীরে ধীরে বীরভূমের রাজনীতিতে সক্রিয় হয়েছেন অনুব্রত। এ বার তাঁর উপরে মুর্শিদাবাদ জেলার বড়ঞা বিধানসভা এলাকার দায়িত্বও দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলনেত্রীর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। তবে, অনুব্রতর এই দায়িত্ব পাওয়াকে খোঁচা দিতে ছাড়েনি গেরুয়া শিবির। 
জীবনকৃষ্ণ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ১৩ মাসের বেশি জেলবন্দি ছিলেন। জামিন পেয়ে জনপ্রতিনিধি হিসেবে কাজকর্ম শুরু করেছেন তিনি। তবে দলের কাছে তাঁর গ্রহণযোগ্যতা তলানিতে এসে ঠেকে। অনেকেই দলীয় অনুষ্ঠানে তাঁর উপস্থিতি পছন্দ করতেন না। তবে তাঁর অনুপস্থিতিতে বড়ঞার রাজনৈতিক জমিতে বিজেপি থাবা বসিয়েছে বলেই জেনেছেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। প্রমাণস্বরূপ লোকসভা ভোটের ফলাফলকে সামনে রাখা হচ্ছে। লোকসভা ভোটের নিরিখে বহরমপুর লোকসভা কেন্দ্রের দুই ওজনদার প্রার্থী কংগ্রেসের অধীর চৌধুরী এবং তৃণমূলের ইউসুফ পাঠান ময়দানে থাকলেও বড়ঞা বিধানসভায় বিজেপি প্রার্থী চিকিৎসক নির্মল সাহা ৫৫৮ ভোটে এগিয়ে ছিলেন। সেই অল্প ভোটে পিছিয়ে পড়ার বিষয়টি নজরে আসতেই বীরভূমের কেষ্টকে বড়ঞার দায়িত্বে পাঠানোর সিদ্ধান্ত নেন মমতা। এর আগেও কেষ্টর নেতৃত্বে ২০১৬ ও ২০২১ সালের দুটি বিধানসভা নির্বাচনে বড়ঞা বিধানসভায় লড়াই করে তৃণমূল। ২০২১ সালে প্রথম তৃণমূল জয়ী হয় এখানে। 
এদিন মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিধায়ক। ফোনে জীবনবাবু বলেন, নেত্রী তথা দল যেটা সিদ্ধান্ত নিয়েছেন, সেটা ভালোর জন্য হয়েছে। অনুব্রতবাবু একজন ভালো সংগঠক। এর আগেও তাঁর নেতৃত্বে আমরা ব্যাপকভাবে লড়াই করেছি। এবারও লড়াই আরও জোরদার হবে। বড়ঞাতে বিধানসভা বিজেপি টার্গেট করেছে। সেটা কিছুতেই হবে না। লোকসভায় আমরা একটু পিছিয়ে পড়েছি ঠিকই। তবে, আগামীতে দল যাকে টিকিট দেবে তাকে সামনে রেখে আমরা ব্যাপক লড়াই করব এবং এই আসন ধরে রাখব। 
বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি অপূর্ব সরকার (ডেভিড) বলেন, দলনেত্রী যে সিদ্ধান্ত দিয়েছেন সেটি শিরোধার্য। তার নির্দেশেই সর্বত্র দলীয় কাজকর্ম হবে। বড়ঞা বিধানসভাতেও তাই হবে।  বহরমপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি শাখারভ সরকার বলেন, লোকসভা নির্বাচনে ওই বিধানসভায় আমাদের ভোট বেড়েছে। প্রতিনিয়ত আমরা সেখানে সংগঠন মজবুত করছি। ওখানে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের কথা আমরা আগে উল্লেখ করলেও আজ মুখ্যমন্ত্রী নিজেই সেই কোন্দলের স্বীকৃতি দিলেন। মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার অন্তর্ভুক্ত হলেও ওই বিধানসভা এখন বীরভূমের নেতা তথা জেলফেরত অনুব্রতর হাতে দায়িত্ব দেওয়া হল। এতেই বোঝা যাচ্ছে বিজেপির সাংগঠনিক বিস্তার নিয়ে চিন্তিত রয়েছে তৃণমূল। তবে যেই দায়িত্ব পাক ওখানকার জেলবন্দী থাকা বিধায়ককে মানুষ চিনতে পেরেছে।
6h 6m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

দীর্ঘমেয়াদি সঞ্চয় থেকে অর্থাগম ও পুনঃ সঞ্চয়। কর্মক্ষেত্রে পদোন্নতি বা নতুন কর্ম লাভের সম্ভাবনা। মন...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৪৩ টাকা৮৮.১৭ টাকা
পাউন্ড১০৮.৬৮ টাকা১১২.৪৬ টাকা
ইউরো৮৯.৭৪ টাকা৯৩.১৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা