বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

জেলায় ভুয়ো ভোটার নিয়ে কড়া নজরদারি প্রশাসনের

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: ‘ভুয়ো ভোটার’ নিয়ে নজরদারি বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ পেয়েই মুর্শিদাবাদে তৎপর হয়েছেন জেলার সাংগঠনিক নেতারা। জানুয়ারি মাসে নতুন ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। সেই তালিকা নিয়ে নামের সঙ্গে আসল ভোটারকে খুঁজতে বাড়ি বাড়ি ঘুরবেন ব্লক ও মহকুমার নেতারা। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দাঁড়িয়ে মুর্শিদাবাদের রানিনগরের সইদুল ইসলামের নাম ও হরিয়ানার সোনিয়া দেবী নামে আরও এক ভোটারের কার্ডের এপিক নম্বর একই বলে দাবি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবার রানিনগরের বর্ধনপুরের গোলাম রহমানের ভোটার কার্ডের সঙ্গে হরিয়ানার রিম্পি নামের এক মহিলার এপিক নম্বরের মিল রয়েছে। গত ১জানুয়ারি ‘বর্তমান’ সেই তথ্য প্রথম তুলে ধরা হয়। তাতে রাজ্যজুড়ে আলোড়ন শুরু হয়ে যায়। জেলা প্রশাসন ভূতুড়ে ভোটার ধরতে তৎপর হয়ে ওঠে। 
উল্লেখ্য, দু’সপ্তাহ আগেও রাজ্যের বিধানসভায় ভুয়ো ভোটার নিয়ে নজরদারি বাড়ানোর কথা মুখ্যমন্ত্রী বিধায়কদের জানিয়েছিলেন। তারপর থেকেই মুর্শিদাবাদের বহরমপুর সাংগঠনিক জেলায় প্রতিটি ব্লক ও টাউন এলাকায় নতুন ভোটার কার্ডের তালিকা তুলতে শুরু করেন জনপ্রতিনিধিরা। সেই তালিকা ধরে এবার বাড়ি বাড়ি গিয়ে স্ক্রুটিনির কাজ শুরু হবে বলে জানা গিয়েছে। 
বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অপূর্ব সরকার এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে বেরিয়ে বলেন, ইতিমধ্যে ভুয়ো ভোটার ধরতে আমরা কাজ শুরু করেছি। দু’সপ্তাহ আগে বিধানসভায়  মুখ্যমন্ত্রী যখন বলেছিলেন, তারপরই নেতাদের প্রতিটি এলাকা থেকে নতুন ভোটার তালিকা সংগ্রহ করতে বলা হয়েছিল। জানুয়ারি মাসে নতুন ভোটার লিস্ট হয়েছে। সেই লিস্ট স্ক্রুটিনি করা হচ্ছে। প্রতিটি বুথের কর্মীরা ভোটারদের বাড়ি বাড়ি যাবেন। কেউ বাইরে কাজে থাকলে সেটাও তাঁরা খতিয়ে দেখবেন। নতুন ভোটারের জন্য বিডিও অফিসে অনলাইনে আবেদন করলেই হবে না। আদৌ সেই ভোটার আছে কি না, ফিজিক্যাল ভেরিফিকেশন করে নতুন কার্ড ইস্যু করা উচিত। সেটা যাতে করা হয় আমি জেলাশাসক এবং বিডিওদের ব্যক্তিগতভাবে চিঠি দিয়ে জানিয়েছি। পুরনো তালিকায় থাকা ভোটারদের পাশাপাশি নতুন ভোটারদের উপরেও আমাদের নজর রয়েছে। তবে বিজেপি এরাজ্যে ভুয়ো ভোটার এনেও সুবিধা করতে পারবে না। 
বহরমপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি শাখারভ সরকার বলেন, আমাদের তো খেয়ে দেয়ে কাজ নেই। এসব করে ভোটে জিততে হবে? এই জেলায় আমাদের সংগঠন বৃদ্ধি পাচ্ছে। আমাদের ভুয়ো ভোটার দরকার হয় না। ভুয়ো ভোটার সব থেকে বেশি দরকার হয় তৃণমূলের। ওই ভোটার কার্ড নিয়েই তারা ভোটের দিন কারচুপি করে। ভুয়ো ভোটার কার্ড কাণ্ডে সমস্যায় পড়েন রানিনগরের গোলাম সাহেব। এদিন তিনি বলেন, চারদিকে ভুয়ো ভোটার, ভূতুড়ে ভোটারের খবর প্রকাশিত হওয়ার পর ভীষণ আতঙ্কে ছিলাম। সবসময় একটা ভয় কাজ করত। মনে হতো, ভুয়ো ভোটার সন্দেহে আমারও বিপদ আসতে পারে। মুখ্যমন্ত্রী এদিন আমাদের এই সমস্যার বিষয়টি নিজের মুখে তুলে ধরলেন। মুখ্যমন্ত্রীর উপর আমাদের ভরসা আছে। আশা করি, এবার আমার কার্ডের সমস্যার সমাধান হবে। কিছুটা চাপমুক্ত মনে হচ্ছে।
6h 6m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

দীর্ঘমেয়াদি সঞ্চয় থেকে অর্থাগম ও পুনঃ সঞ্চয়। কর্মক্ষেত্রে পদোন্নতি বা নতুন কর্ম লাভের সম্ভাবনা। মন...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৪৩ টাকা৮৮.১৭ টাকা
পাউন্ড১০৮.৬৮ টাকা১১২.৪৬ টাকা
ইউরো৮৯.৭৪ টাকা৯৩.১৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা