বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

উচ্চমাধ্যমিকে শতাধিক কেন্দ্রের জন্য দেওয়া হল মেটাল ডিটেক্টর

নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে থাকছে আঁটোসাঁটো নিরাপত্তা। নদীয়া জেলার শতাধিক পরীক্ষাকেন্দ্রে দেওয়া হচ্ছে মেটাল ডিটেক্টর। পরীক্ষাকেন্দ্রের প্রবেশদ্বার সহ বিভিন্ন জায়গা সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হচ্ছে। বৃহস্পতিবার নদীয়া জেলার শিক্ষাদপ্তরে মেটাল ডিটেক্টরগুলি দেওয়া হয়। বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের প্রতিনিধিরা এসে তা নিয়ে যান। পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে পরীক্ষার্থীদের মেটাল ডিটেক্টর দিয়ে চেক করা হবে।‌ সবচেয়ে বেশি নজর থাকবে জেলার ১৯টি স্পর্শকাতর পরীক্ষাকেন্দ্রে। শিক্ষাদপ্তরের তরফেও সেখানে বাড়তি সতর্কতা নেওয়া হবে। যাতে পরীক্ষার দিনগুলিতে কোনও অনভিপ্রেত ঘটনা না ঘটে।
নদীয়া জেলার শিক্ষাদপ্তরের এক আধিকারিক বলেন, ‘এদিন সমস্ত পরীক্ষা কেন্দ্রের প্রতিনিধিরা অফিসে এসেছিলেন। তাঁদের মেটাল ডিটেক্টর দেওয়া হয়েছে। পরীক্ষার দিন মেটাল ডিটেক্টর দিয়ে চেক করে তবেই পরীক্ষার্থীদের কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে। সেইসঙ্গে সিসিটিভি ক্যামেরাও পরীক্ষাকেন্দ্রে থাকা বাধ্যতামূলক করা হয়েছে।’
আগামী ৩ মার্চ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। পরীক্ষা চলবে ১৮ মার্চ পর্যন্ত। এবছর নদীয়া জেলায় উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসছে ২১ হাজার ৭৯০জন পরীক্ষার্থী। তারমধ্যে ছাত্র ও ছাত্রীর সংখ্যা যথাক্রমে ১০ হাজার ৬৭০জন ও ১১ হাজার ১২০জন‌। মোট ১৩১টি পরীক্ষা কেন্দ্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে। প্রধান ভেন্যুর সংখ্যা ৩৬ এবং সাব-ভেন্যুর সংখ্যা ৯৫।
নিয়ম অনুযায়ী, রাজ্য সরকারের তরফে অন্ততপক্ষে পরীক্ষাকেন্দ্রের প্রবেশদ্বারে ও ভেন্যু সুপারভাইজারের রুমে সিসিটিভি থাকা বাধ্যতামূলক করা হয়েছে। পরীক্ষার দিনগুলির সিসিটিভি ফুটেজ ভেন্যু সুপারভাইজারের কাছে ১৮ এপ্রিল পর্যন্ত রাখতে হবে। প্রয়োজন পড়লে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেই ফুটেজ দেখবে। দায়িত্বপ্রাপ্ত পরীক্ষা কেন্দ্রগুলির কর্তৃপক্ষকে পরীক্ষা শেষ হওয়ার দশদিনের মাথায় মেটাল ডিটেক্টরগুলি শিক্ষাদপ্তরে ফেরত দিতে হবে। পরীক্ষার্থীরা মোবাইল বা অন্য কোনও যন্ত্র নিয়ে কেন্দ্রে ঢুকছে কি না, মেটাল ডিটেক্টর দিয়ে সেটাই যাচাই করা হবে।‌
নদীয়া জেলার উচ্চ মাধ্যমিক পরীক্ষার কনভেনর দিলীপ সিংহ বলেন, ‘উচ্চ মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে করার জন্য প্রশাসনের তরফ থেকে সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি পুলিস ও বিভিন্ন প্রশাসনিক প্রতিষ্ঠানের সঙ্গেও আমরা কথা বলছি। যাতে পরীক্ষার সময় পরীক্ষার্থীরা কোনওরকম সমস্যায় না পড়ে।’ উল্লেখ্য, গতবছরের তুলনায় এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা অনেকটাই কম। গতবছর প্রায় ৪৮ হাজার পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল।
6h 6m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

দীর্ঘমেয়াদি সঞ্চয় থেকে অর্থাগম ও পুনঃ সঞ্চয়। কর্মক্ষেত্রে পদোন্নতি বা নতুন কর্ম লাভের সম্ভাবনা। মন...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৪৩ টাকা৮৮.১৭ টাকা
পাউন্ড১০৮.৬৮ টাকা১১২.৪৬ টাকা
ইউরো৮৯.৭৪ টাকা৯৩.১৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা