বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

ঘাটালে পড়শিকে দাহ করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল প্রৌঢ়ের

সংবাদদাতা, ঘাটাল: প্রতিবেশী যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছিল। সেই যুবককে দাহ করে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক প্রৌঢ়ের। মৃত প্রৌঢ়ের নাম প্রদীপ দিগার (৫২)। ঘাটাল থানার নতুকে বাড়ি। পুলিস জানিয়েছে, বুধবার রাতে তিনি প্রতিবেশী যুবককে দাহ করে ফেরার পথে কোনও ভাবে রাস্তার পাশের ডোবার জলে পড়ে গিয়েছিলেন। ওই দিন মাঝরাতে ঘাটাল সুপারস্পেশালিটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবারই মৃতদেহ ময়নাতদন্ত করে পরিজনদের হাতে তুলে দেওয়া হয়।
বুধবার সকালে ঘাটাল ওই গ্রামের বাসিন্দা যুবক লক্ষ্মীকান্ত দাসের(২৫) ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পারিবারিক অশান্তির জেরেই তিনি আত্মহত্যা করেছিলেন বলে পুলিস জানিয়েছে। বুধবার বিকেলে ঘাটাল শহরে মৃতদেহ ময়নাতদন্তের পর গ্রামে নিয়ে যাওয়া হয়। রাতেই লক্ষ্মীকান্তের দেহ দাহ করা হয়। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  লক্ষ্মীকান্তের দেহ সৎকার করার জন্য অন্যদের সঙ্গে প্রদীপবাবুও গিয়েছিলেন। দাহর মাঝে বাড়ি ফেরার সময় তিনি একটি ডোবাতে পড়ে যান। স্থানীয়রা দেখতে পেয়ে তাঁকে সঙ্গে সঙ্গে নতুক হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘাটাল হাসপাতালে নিয়ে আসার কিছুক্ষণ পরেই প্রদীপবাবু মারা যান বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। মৃতদেহ সৎকারে সময় প্রদীপবাবু মদ্যপান করেছিলেন বলে জানা গিয়েছে। মদ্যপ অবস্থায় বাড়ি ফেরার সময় নিজেকে নিয়ন্ত্রণ রাখতে না পেরে কোনও কারণে ডোবায় তিনি পড়ে গিয়েছিলেন বলে পুলিস প্রাথমিকভাবে অনুমান করছে। একই গ্রামে পরপর দু’দিনে দু’টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
6h 6m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

দীর্ঘমেয়াদি সঞ্চয় থেকে অর্থাগম ও পুনঃ সঞ্চয়। কর্মক্ষেত্রে পদোন্নতি বা নতুন কর্ম লাভের সম্ভাবনা। মন...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৪৩ টাকা৮৮.১৭ টাকা
পাউন্ড১০৮.৬৮ টাকা১১২.৪৬ টাকা
ইউরো৮৯.৭৪ টাকা৯৩.১৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা